আইআইইউসি ফিমেইলে চলছে পানির আকাল!!!!
নিজস্ব প্রতিবেদক,আই আই ইউ সি নিউজঃ পানির অপর নাম জীবন৷ বেঁচে থাকার জন্য দরকার পানি৷ আর এ পানির ঘাটতির ফলে তৈরি হয় বিড়ম্বনা। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ফিমেইল একাডেমিক বিল্ডিং এ চলছে পানির আকাল। ক্লাস শেষে অন্য স্যার আসার আগে ছাত্রীরাদৌড়ে যায় এক ঢোক পানি খাবে বলে। কিন্তু পানির কলের সামনে গিয়ে তাদের বলতে হয়- "আল্লাহ মেঘ দে, পানি দে"বতারপরে একফোঁটা ল করে বোতলে জমা হয় একঢোক পানি। আর বাথরুমের পানি না থাকলে কি অবস্থা তা বর্ণনাতীত...!!!
.
চৈত্রের এদিনে বৃষ্টি হলেও গরমের প্রকোপে পানির তৃষ্ণা বেড়ে যায়। ছাত্রীরা ব্যাগে বোতল করে পানি আনলেও তা পর্যাপ্ত পরিমাণ হয়না। একজন ছাত্রীর সাথে কথা বললে তিনি জানান ক্যাম্পাসের সামনের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষে পানি নিষ্কাশন এলাকা। ওখানের ওই পানি দেখার ফলে আমাদের তৃষ্ণা আরো বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু ওগুলো হল আমাদের জন্য মরীচিকা।
.
এছাড়া পর্যাপ্ত পরিমান পানির ফিল্টার না থাকায় সামান্য পানির জন্য ছাত্রীদের ওয়াসার পানি নেয়ার মত লম্বা লাইনে দাঁড়াতে হয়। এ ব্যাপারে শিক্ষার্থী কতৃপক্ষের তদারকি ও অবহেলাকে দায়ী করছেন। এ ব্যাপারে ছাত্রী প্রতিনিধিরা কতৃপক্ষকে ইতিমধ্যে অবহিত করছেন। শীঘ্রই পানির সমস্যা সমাধান না হলে তারা আন্দোলন করবে বলেও জানা গেছে।
0 comments:
Thank you