আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

আইআইইউসি ফিমেইলে চলছে পানির আকাল!!!!

নিজস্ব প্রতিবেদক,আই আই ইউ সি নিউজঃ পানির অপর নাম জীবন৷ বেঁচে থাকার জন্য দরকার পানি৷ আর এ পানির ঘাটতির ফলে তৈরি হয় বিড়ম্বনা। আন্তর্জাতিক ইসলামী   বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ফিমেইল একাডেমিক বিল্ডিং এ চলছে পানির আকাল। ক্লাস শেষে অন্য স্যার আসার আগে ছাত্রীরাদৌড়ে যায় এক ঢোক পানি খাবে বলে। কিন্তু পানির কলের সামনে গিয়ে তাদের বলতে হয়- "আল্লাহ মেঘ দে, পানি দে"বতারপরে একফোঁটা ল করে বোতলে জমা হয় একঢোক পানি। আর বাথরুমের পানি না থাকলে কি অবস্থা তা বর্ণনাতীত...!!!
.
চৈত্রের এদিনে বৃষ্টি হলেও গরমের প্রকোপে পানির তৃষ্ণা বেড়ে যায়। ছাত্রীরা ব্যাগে বোতল করে পানি আনলেও তা পর্যাপ্ত পরিমাণ হয়না। একজন ছাত্রীর সাথে কথা বললে তিনি জানান ক্যাম্পাসের সামনের দিকে দৃষ্টি দিলে দেখা যায়, চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষে পানি নিষ্কাশন এলাকা। ওখানের ওই পানি দেখার ফলে আমাদের তৃষ্ণা আরো বহুগুণ বৃদ্ধি পায়। কিন্তু ওগুলো হল আমাদের জন্য মরীচিকা।
.
এছাড়া পর্যাপ্ত পরিমান পানির ফিল্টার না থাকায় সামান্য পানির জন্য ছাত্রীদের ওয়াসার পানি নেয়ার মত লম্বা লাইনে দাঁড়াতে হয়। এ ব্যাপারে শিক্ষার্থী কতৃপক্ষের তদারকি ও অবহেলাকে দায়ী করছেন।  এ ব্যাপারে ছাত্রী প্রতিনিধিরা কতৃপক্ষকে ইতিমধ্যে অবহিত করছেন। শীঘ্রই পানির সমস্যা সমাধান না হলে তারা আন্দোলন করবে বলেও জানা গেছে।


0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News