উদ্বোধনী প্রোগ্রামের মধ্য দিয়ে শুরু হল ICISET কনফারেন্স
তৈমুর লং,সিনিয়র রিপোর্টারঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে শুরু হলো দুইদিন ব্যপী আন্তর্জাতিক কনফারেন্স ICISET ( international conference on innovations in science, Engineering and Technology )।
আজ শুক্রবার সকাল ১০ টায় সেন্ট্রাল অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ২দিন ব্যাপী এ কনফারেন্স। অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ভাইস চ্যান্সেলর ও বুয়েটের সাবেক ভিসি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ডঃ জামিলুর রেজী চৌধুরী। আই আই ইউ সি ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ এ কে এম আজহারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ কামরুজ্জামান সেমান ( ইউনির্ভার্সিটি অব সেইন্স ইসলাম,
মালয়েশিয়া ), প্রফেসর ডঃ কায়কোবাদ ( বিভাগীয় প্রধান, সিএসই
ডিপার্টমেন্ট , বুয়েট ), ভিডিও কনফারেন্সের অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ শাইখ আনওয়ারুল ফাত্তাহ( ইইউ ডিপার্টমেন্ট, বুয়েট এবং Chair of IEEE Bangladesh ), প্রফেসর মুনিরুল ইসলাম, ডীন, সায়েন্স ফ্যাকাল্টি সহ অন্যান্য রা। এতে স্বাগত বক্তব্য রাখেন আই আই ইউ সি প্রো ভিসি ড. দেলোয়ার হোসেন।
,
IIUC এবং ইউনিভার্সিটি অব সেইন ইসলাম
মালয়েশিয় এবং IEEE কর্তৃক আয়োজিত এ
কনফারেন্সে সর্বমোট ৭৮ টি পেপার গ্রহন করা হয় ৷ দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান শেষ হবে
আগামীকাল শনিবার সন্ধ্যায় ৷
0 comments:
Thank you