মুক্তি পেল রিদমের ক্ষুদ্র নাটিকা "তোর জন্য"
নিজস্ব সংবাদদাতা,আই আই ইউ সি নিউজঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা মূলক সংগঠন 'রিদম' এর শিল্পীদের অভিনয়ে প্রথম ক্ষুদ্র নাটিকা প্রকাশ পেয়েছে। নাটিকার নাম ' তোর জন্য'। ৯মিনিটের এ নাটকের গল্পে উঠে এসেছে আই আই ইউ সিতে পড়ুয়া সাধারণ একজন ছাত্র রাফির মায়ের দুরারোগ্য অসুখ থেকে মাকে সুস্থ করতে তার সহপাঠীদের এগিয়ে আসার চিত্র। সহপাঠী বন্ধুদের সহায়তায় মাকে বাঁচানোর জন্য চিকিৎসা করাতে সিঙ্গাপুর পাড়ি দেয় রাফি।
.
নাটকের দৃশ্যে শুরুতে আই আই ইউ সির খেলার মাঠের পূর্ব পাশের পাহাড় দিয়ে শুরু,আর শেষ দৃশ্য ছিল ক্যাম্পাসের কাছেই থাকা একটি কুঁড়ে ঘরের দৃশ্য। মাঝে খানে খেলার মাঠ,গোল চত্বর,রেল লাইন,সাউথ ক্যাম্পাস,হল, আই আই ইউ সির বাসে দৃশ্য গুলো নিয়ে এসে ফুটিয়ে তোলা হয় আমাদের আই আই ইউ সিয়ানদের দৈনিক জীবন যাপনের দৃশ্য। সর্বশেষ নাটিকার শেষ শিক্ষা হিসেবে মুসলিম শরীফের হাদিস "Allah helps the servant of Him who helps his(Muslim) brother." দিয়ে এক বাক্যে এ নাটকের সারাংশ তুলে ধরা হয়।
.
রিদম টিভি নামের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে নাটক টি। সুস্থ, সুন্দর আর নির্মল বিনোদন আর সাংস্কৃতিক চর্চার জন্য রিদম আই আই ইউ সিতে বেশ সুনাম অর্জন করেছে। ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে নির্মল বিনোদনের খোরাক জোগিয়ে যাচ্ছে এ সংগঠনটি। আই আই ইউ সির যে কোন সাংস্কৃতিক প্রতিভার অধিকারী শিক্ষার্থী চাইলে এ সংগঠনে কাজ করতে পারে। 'তোর জন্য' নাটকের সহকারী পরিচালক মোনাজ্জির আহমদ জানান এটি তাদের প্রথম শর্ট ফ্লিম। দর্শকদের সাড়া পেলে রিদম ভবিষ্যতে আরো ভাল কাজ দেখানোর প্রচেষ্টা চালিয়ে যাবে।
0 comments:
Thank you