আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনায়ারদের চাহিদা,ইটিই র ফেয়ারওয়েলে IIUC প্রো ভিসি

" বাংলাদেশে প্রতিনিয়ত বাড়ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনায়ারদের চাহিদা, যা অন্য বিভাগের ইঞ্জিনিয়ারদের দ্বারা পূরণ করা সম্ভব নয় - ইটিইর ফেয়ারওয়েলে প্রফেসর দেলোয়ার" বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ইটিই ডিপার্টমেন্টের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ দেলোয়ার হোসেন। তিনি একই সাথে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের বিশ্ববিদ্যালয়ের এম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহবান জানান।
,
টেলিকম ক্লাবের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনটি ছিলো স্প্রিং ২০১২ ব্যাচের শিক্ষার্থীদের জন্য, যা গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত হয়। মূল পর্ব ও সাংস্কৃতিক পর্ব এই দুই পর্বে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান।
,
মূল পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণফোন এর চট্টগ্রাম বিভাগের লিড ম্যানেজার ইঞ্জিঃ সুমন কান্তি দাস। এছাড়াও ডিপার্টমেন্টের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ইঞ্জিঃ রাজু আহমেদ ও ক্লাব প্রেসিডেন্ট সহকারী অধ্যাপক ইঞ্জিঃ জসিম উদ্দিন।
'
অতিথিদের বক্তব্যের পরপর অনুষ্ঠিত হয় পুরষ্কার বিতরণ, যাতে ব্যাডমিন্টন ও ক্রিকেট টূর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। একই বিদায়ী ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ক্রেস্ট।
,
দুপুরের খাবার ও নামাজের বিরতির পর শুরু হয় দ্বিতীয় পর্ব, যার পুরোটা জুড়েই ছিলো নানা সাংস্কৃতিক পরিবেশনা। ডিপার্টমেন্টের ছাত্ররা একে একে পরিবেশন করে একক ও দলীয় গান, রবীন্দ্র সংগীত, দেশের গান, কমেডি শো, একক ও দলীয় নাটিকা,মঞ্চ নাটক, মুকাভিনয়সহ ভিন্নধর্মী নানা আয়োজন। সাংস্কৃতিক পরিবেশনাসমূহ উপস্থিতি সকলকেই মুগ্ধ করে।
,
উল্লেখ্য, ইটিইর প্রত্যেক বিদায়ী অনুষ্ঠানেই ডিপার্টমেন্টের ছাত্ররা সাংস্কৃতিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে থাকে, যা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। সবশেষে ডিপার্টমেন্ট প্রধান ও অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিঃ আব্দুল গফুরের বক্তব্যের মাধ্যমে বিদায়ী সংবর্ধনার সমাপ্তি ঘটে।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News