আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

চল যাই কুমিরাতে

আজ রাত পোহালেই বালক বালিকারা তাহাদিগের প্রাণের ক্যাম্পাস কুমিরায় পৌঁছিবে। যাহার জন্য তাহাদিগের কোন উচ্ছাসের কোন কমতি নেই। এ যেন এক মহামিলনের মিছিল মঞ্চস্থ হইবার অপেক্ষা। জঙ্গিবাদ আর সন্ত্রাসের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইবার জন্য সকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলাইয়া প্রতিবাদের নিমিত্তে সকলে অধির আগ্রহে ক্ষণ গুনিতেছে।
.
ইহার চাইতে বড় কথা ইউজিসির আইন মান্য করিয়া বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম মূল ক্যাম্পাসে লইয়া যাইবারও এই এক মহা উদ্যোগ। এই দিনেই হয়ত আনুষ্ঠানিক ঘোষণা আসিবে ভাইবোন সকলে মিলিয়া একই ক্যাম্পাসে বিদ্যার্জন করিবে। অবশ্যই সকলে ভাইবোন হইয়া থাকিবে নতুবা সিসি ক্যামেরায় ধরা পড়িবার সমূহ সম্ভাবনা রহিয়াছে।
.
ইত্যবসরে বালিকাদিগের আগমন হেতু বালককুল
যারপরনাই ব্যতিব্যস্ত হইয়া উঠিয়াছে। একটু সাজগোজ না করিলে কি হয় নাকি। কাজী সাহেব
যথার্থই বলিয়া গিয়াছেন নারী বড়ই প্রেরণাদায়ী।
.
বালিকাকূল যে একেবারে নিশ্চুপ হইয়া আছে তাহা কিন্তু নয়। তাহারাও নতুন উদ্যোমে শপিং করিবার নিমিত্তে শপিং কমপ্লেক্স আর পার্লার গুলোতে হানা দিয়া বেড়াইতেছে। অনেকে আবার
ভাবিতেছে কুমিরায় এই প্রাকৃতিক সৌন্দর্যে নিজেদের অবগাহন করিতে কৃত্রিম রূপচর্চা না
করিয়া বরং প্রাকৃতিক আটা, ময়দা, সুজি এবং
বেসনে নিজেদের রাঙাইয়া তুলিবে। এক্ষেত্রে
অনেকেই তীর কোম্পানির পণ্য খোঁজাখুঁজি শুরু
করিয়াছে, যাহার ফলস্বরূপ বাজারে খাবারের জন্য
প্রয়োজনীয় আটা, ময়দা, সুজির যথেষ্ট সংকট তৈরি হইয়াছে। এমন পরিস্থিতিতে করণীয় নিয়ে নগরীর বিভিন্ন কোম্পানির পদস্থ কর্তাদের ঘনঘন
আলোচনা চলিতেছে বলিয়া জানা গিয়াছে।
.
শেষ কথা হইলো সকলে একত্রে আসিয়া কোন
বিশৃঙ্খলা না করিয়া বরং শৃঙ্খলাবদ্ধ হইয়া ভায়ে
ভায়ে এবং বোনে বোনে কাঁধে কাঁধ, হাতে হাত
ধরিয়া মানববর্ম তৈরি করিয়া সকল সন্ত্রাস রুখিয়া
একটি অপূর্ব মোহনীয় বিশ্ব গড়িয়া তুলিতে শপথ
করিবেন। অতঃপর কুমিরা ক্যাম্পাসে একখানা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলে বিদ্যার্জনের
মাধ্যমে বিশ্বে নিজ নিজ কর্মগুণে নিজ দেশের
সম্মান তুলিয়া ধরিতে পারেন এই কামনাই রহিল।

0 comments:

Thank you

ছাত্রছাত্রীদের জন্য নির্দেশনাঃ জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও র‍্যালী

প্রধান প্রতিবেদক,আই আই ইউ সি নিউজঃ আগামীকাল সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও র‍্যালী।
.
প্রায় ৬ হাজার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকামন্ডলীর অংশগ্রহণে এ বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হবে সীতাকুন্ডে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে র‍্যালী শুরু হয়ে তা আই আই ইউ সির প্রধান গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধনে অংশ নেবে। 
.
সকাল ১১টা থেকে দুপুর ১২টা ব্যাপী এ মানব বন্ধনকে সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন করেছেন আই আই ইউ সি অথরিটি । শিক্ষক দের পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় কাজ করবে ৫৪ জন সিকিরিউটি গার্ড,  আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী ও ছাত্রছাত্রীদের  সমন্বয়ে গঠিত ১০০ রও বেশী সদস্য বিশিষ্ট ভলেন্টিয়ার টিম।
.
চট্টগ্রাম শহর থেকে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও কর্মকর্তাদের যাতায়াতের জন্য আই আই ইউ সির ট্রান্সপোর্ট বিভাগ ইতিমধ্যে ১০৭টি বাস থাকার কথা জানিয়েছেন আই আই ইউ সি নিউজকে। প্রায় ১৫০০ ছাত্রের জন্য চকবাজার চট্টেশ্বরী রোড, ৯০০ ছাত্রের জন্য বহদ্দারহাট ও ৮০০ ছাত্রের জন্য আগ্রাবাদ মোড়ে আই আই ইউ সির নিজস্ব বাসের পাশাপাশি থাকবে ভাড়া করা বাসও। এছাড়া বহদ্দারহাট ও আগ্রাবাদের পাশাপাশি নিউমার্কেট থেকে চট্টশ্বরী হয়ে ফিমেলদের জন্যও থাকবে পৃথক বাস। এছাড়া বরাবরের মতই শিক্ষক শিক্ষিকা মন্ডলীর জন্য থাকবে পৃথক বাস।
.
শিক্ষার্থীদের কে সার্বিকভবে সহযোগীতা করার জন্য প্রতিটি লোকেশনে থাকবে ভলেন্টিয়ার টিম যাদের তদারকি করবেন সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী। শিক্ষার্থীদের কে তাদের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সকাল ৯টার পর থেকে বাস ছেড়ে যাবে এবং সর্বশেষ বাস সকাল ৯.৩০টায় ছাড়বে। তাই ছাত্রছাত্রীদের কে এ সময়েরর মধ্যেই বাসে আরোহন করতে বলা হয়েছে।
.
উল্লেখ্য নিরাপত্তার স্বার্থে সকল শিক্ষার্থীকে আই ডি কার্ড কিংবা আইডি কার্ড না থাকলে মিড টার্মের প্রবেশ পত্র কিংবা লাইব্রেরী কার্ড সাথে রাখতে বলা হয়েছে। কোন অবস্থাতেই এ সব ছাড়া ছাত্রছাত্রীকে বাসে উঠতে দেয়া হবেনা। এছাড়া নিরাপত্তার কারণে এবার প্রথম শিক্ষার্থী দের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। এজন্য ৬টি উচ্চ ক্ষমতাসম্পন্ন মেটাল ডিটেক্টর ইতিমধ্যে প্রস্তুত করেছে কতৃপক্ষ। এছাড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারীতে আনা হয়েছে। 
.
সকাল ১১টায় শুরু হতে যাওয়া র‍্যালীতে একদম সামনের সারিতে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি,প্রোভিসি,ট্রাস্টি বোর্ডের মেম্বার সহ অন্যান্য অতিথিবৃন্দ। এর পরে থাকবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকা মন্ডলী। তাদের পেছনে থাকবেন CENURC এর শিক্ষকবৃন্দ। এর পেছনে ক্রমানুসারে থাকবেন QSIS----DIS----CSE---EEE---ETE---Pharmacy---DBA---EB---ELL---Law এর শিক্ষক ও ছাত্ররা।
.
মানব বন্ধন শেষে ছাত্রছাত্রীদের জন্য দুপুরের খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।  দুপুরের নামাজ শেষে ছাত্রছাত্রীরা যে, যে বাসে আসছে,সে বাসে যাওয়ার জন্য বলা হয়েছে। এক্ষেত্রেও স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস কে কেউ কখনো সমর্থন করেনা। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়। তাই দেশের স্বার্থে আয়োজক কমিটি আগামীকালের এ আয়োজন কে সফল করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

0 comments:

Thank you

১লা আগস্ট আই আই ইউ সির জঙ্গিবাদ বিরোধী র‍্যালী

নিজস্ব প্রতিনিধি,আই আই ইউ সি নিউজ ঃ আগামী ১লা আগস্ট সোমবার দেশের অন্যতম শীর্ষ স্থানীয় বিদ্যা নিকেতন আন্তর্জাতিক ইসলামী  বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে হতে যাচ্ছে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী  র‍্যালী। গুলশান ও শোলাকিয়ায় সম্প্রতি ইসলামের নামে জঙ্গি কার্যক্রম ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রছাত্রী ও সকলকে সচেতন করার জন্য সরকার ও ইউ জি সির নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এ র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করছে।
.
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুমিরায় নিজস্ব ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাগণ এ র‍্যালীতে অংশ নেবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। সকাল ১১টায় শুরু হতে যাওয়া র‍্যালীর আয়োজন সফল করতে কতৃপক্ষ এবার ছাত্রছাত্রীদের দায়িত্ব দিয়ে নতুন নজির স্থাপন করতে যাচ্ছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের সি আর, ক্লাব প্রতিনিধি ও অন্যান্য শিক্ষার্থী দের নিয়ে ভলান্টিয়ার কমিটি গঠন করা হয়েছে। 
.
শিক্ষার্থীদের জন্য সকাল ৯.৩০টায় বহদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজার ও সীতাকুন্ড লোকেশন থেকে ক্যাম্পাসগামী বাস ছাড়বে। এ সময় নিরাপত্তাজনিত কারনে তাদেরকে আইডি কার্ড সাথে রাখতে বলা হয়েছে। সমস্ত আয়োজন আর প্রচারণা দেখে আশা করা যাচ্ছে এটি আই আই ইউ সির ইতিহাসে সবচেয়ে বড় র‍্যালী হতে যাচ্ছে। তাই অথরিটির পাশাপাশি স্বয়ং শিক্ষার্থীরাই সামাজিক  মাধ্যম সহ অন্যান্য মাধ্যমে সবার মাঝে প্রচারনা ও জঙ্গীদের বিরুদ্ধে সচেতন করছে।

0 comments:

Thank you

কল্যানপুরে নিহত জঙ্গিদের মধ্যে সাব্বির বলে চিহ্নিত জঙ্গী IIUC র না

দুপুর থেকে বিভিন্ন মিডিয়ায় কল্যানপুরে নিহত ৯ জঙ্গীর মধ্যে সাব্বির নামে একজন আই আই ইউ সির ইকোনমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বলে প্রচার করা হয়। সে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ফুলগাজীপাড়ার বরুমছড়া গ্রামের আজিজুল হক এর ছেলে।জানা গেছে সাব্বিরের ছবির সাথে পুলিশের প্রকাশিত ছবিরও কোন মিল খুঁজে পাচ্ছিল না তার সহপাঠীরা। আবার সাব্বির কয়েক সেমিস্টার ধরে ভার্সিটি আসছে না। তাই অনেকেরই মধ্যে সাব্বিরকে নিয়ে বিভ্রান্ত তৈরী হয়। সাব্বিরের বাবা পুলিশের প্রকাশিত ছবির নিহত ৮ নাম্বার ছবিটি নিজের ছেলের বলে সন্দেহ করলেও পড়ে সেটি মিথ্যা প্রমাণিত হয়। ক্যাম্পাস থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, সাব্বিরের ব্যাপারে তথ্য নিতে সন্ধ্যায় পুলিশ আসে সীতাকুন্ড আই আই ইউ সি ক্যাম্পাসে।

পুলিশের প্রকাশিত ছবিতে অষ্টম ছবিটি জোবায়ের হোসেনের। আই আই ইউ সির সাব্বিরের নয়।নিহত জোবায়ের নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম মাইজদীর আবদুল্লাহ মেম্বারের বাড়ির আব্দুল কাইউমের ছেলে।

নোয়াখালীর কাইউম বলেন, তার ছেলে জোবায়ের নোয়াখালী সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত ২৫ মে থেকে তিনি নিখোঁজ হলে গত ১২ জুলাই থানায় জিডি করেন তিনি। কাইউম জানান, তার ভাস্তে বাহাদুরের সঙ্গে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ জোবায়ের।

তথ্য সূত্র ঃ বাংলা নিউজ ২৪ ডটকম। 

1 comments:

Thank you

অভিজ্ঞতা ছাড়াই বাংলাদেশ বিমানে ১০০ চাকরি

জনবল নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা। বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ বিমানে ‘গ্রাউন্ড সার্ভিস
অ্যাসিস্ট্যান্ট’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রাথমিকভাবে প্রার্থীদের ৮৯ দিনের জন্য নিয়োগ
দেওয়া হবে। তবে পরে এই মেয়াদ আরো ৮৯ দিন
বাড়াতে পারে বিমান।

শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন
করতে পারবেন। তবে প্রার্থীদের শিক্ষাজীবনে
একটি প্রথম শ্রেণি বা সিজিপিএ ৩.০০ (৪.০০-এর
মধ্যে) বা জিপিএ ৩.৫০ (৫.০০-এর মধ্যে) থাকতে
হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গড়ে
‘সি’ এবং ‘এ’ লেভেলে গড়ে ‘ডি’ থাকতে হবে।
তবে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি বা সিজিপিএ
২.০০ (৪.০০-এর মধ্যে) বা জিপিএ ২.৫০ (৫.০০-এর মধ্যে) থাকলে আবেদন করা যাবে না। এ ছাড়া
ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলে গড়ে ‘ডি’
এবং ‘এ’ লেভেলে গড়ে ‘ই’-এর কম থাকলেও আবেদন না করার জন্য আহ্বান জানানো হয়েছে।
অন্যান্য যোগ্যতা চাকরিটি করতে ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই ইংরেজিতে সাবলীলভাবে কথোপকথনে অভ্যস্ত হতে হবে। এ ছাড়া কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডে কাজে অভিজ্ঞ হতে হবে। আবেদনের জন্য বয়সসীমা ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে।

বেতন
নিয়োগপ্রাপ্তরা প্রতিদিন ৪২৫ টাকা হারে মজুরি
পাবেন। এ ছাড়া আলাদাভাবে প্রতিদিন ১০০ টাকা
খাওয়ার খরচ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ বিমানের ওয়েবসাইট ঠিকানা থেকে আবেদন ফরম সংগ্রহ করে বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্র ও ২৫০ টাকা
পোস্টাল অর্ডারসহ জমা দিতে পারবেন

‘ম্যানেজার এমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্স
ডিপার্টমেন্ট, বাংলাদেশ বিমান লিমিটেড, হেড
অফিস, বলাকা, কুর্মিটোলা, ঢাকা-১২২৯’
ঠিকানায়।

এ ছাড়া ই-মেইল করা যাবে
mgremp@bdbiman.com ঠিকানায়। আবেদন করা যাবে ১১ আগস্ট, ২০১৬ তারিখ পর্যন্ত।

বিস্তারিত জানতে দৈনিক দ্য ডেইলি স্টার
পত্রিকায় ২৭ জুলাই, ২০১৬ তারিখে প্রকাশিত
বিজ্ঞাপনটি দেখুন :

0 comments:

Thank you

দেশের সব বেসরকারী বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষনা

দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আউটার ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
.
হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় সোমবার (২৫ জুলাই) এ সংক্রান্ত এক আদেশ জারি করে। সিনিয়র তথ্য অফিসার মুহ. সাইফুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.
শিক্ষা মন্ত্রণালয়ের একই আদেশে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম (আউটার ক্যাম্পাসসহ) বন্ধ ঘোষণা করা হয়। হাইকোর্টের রায় অনুযায়ী
বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়।
.
উল্লেখ্য আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে সীতাকুন্ডে ৭০ একর জায়গার উপর মূল ক্যাম্পাস থাকলে চট্টগ্রাম শহরে চকবাজার ও বহদ্দারহাটে ফিমেল ক্যাম্পাস হিসেবে আউটার ক্যাম্পাস পরিচালনা করছে যার ফল হিসেবে ইউজিসি ওয়েব সাইটে রেড * মার্ক এ আছে আই আই ইউ সি। ফলে শিক্ষার্থীরা গ্রেজুয়েশন শেষ করে চাকরীর ক্ষেত্রে নানা ভুগান্তির সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থীরা তাই গত মাসের ২৪ তারিখ থেকে  আন্দোলনে নামে এবং অথরিটি আউটার ক্যাম্পাসের ব্যাপার সহ রেড মার্কের ব্যাপারে চলতি মাসের ৩১ তারিখ সিদ্ধান্ত জানানোর কথা জানায়। এরই মধ্যে আউটার ক্যাম্পাস সংক্রান্ত ব্যাপারে সকল বেসরকারি ভার্সিটির আউটার ক্যাম্পাসের কার্যক্রম বন্ধ ঘোষনা করে নোটিশ জারি করল শিক্ষা মন্ত্রনালয়।

0 comments:

Thank you

"জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের ভূমিকা : বিভক্তি নাকি ঐক্য"

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যে কথাটা প্রথমেই মনে আসে তা হচ্ছে আইএস তথা জঙ্গি ইস্যু। বিষয়টি এতদিন দেশের বাইরের হলেও এখন তা জেঁকে বসেছে আমাদের দেশেও। যার অন্যতম নির্মম দৃষ্টান্ত সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হোলিআর্টিজেন ও শোলাকিয়া হত্যাকাণ্ড। যেখানে একদল মানুষ কিছু বুঝে উঠার আগেই নিজেদের প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বড় একটা অংশই বিদেশি।

কারা এর নেপথ্যে? প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে বিষয়টি আমাদের চমকে দেয় তা হচ্ছে এদের সকলেই বাংলাদেশী ও বিদেশী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা অন্যতম কারণ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়ে থাকে।
এতদিন মনে করা হত(পড়ুন একপেশে দায় চাপিয়ে দেয়া হত।) কেবল একটি ধর্মীয় মতাবলম্বী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই এসব সন্ত্রাসী কার্যক্রমে অন্তর্ভুক্ত। যদিও সাম্প্রতিক সময়ের কার্যাবলি সমূহ আমাদের ভিন্ন দৃষ্টিতে ভাবতে শিখিয়েছে। আর এই ভাবাভাবি, আলোচনা, তর্ক-বিতর্কের ঝড় এখন দেশ জুড়ে। মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে উপরতলার সব ক্ষেত্রেও একই আলোচনা এবং অবশ্যই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ।

এবার আসুন একবার ভেবে দেখি এসবের জন্য দায়ী কারা। যারা অন্যায় করেছে? যারা অন্যায়কে উত্সাহিত করেছে? যারা এসব অন্যায় ঘটনায় হেলাফেলা করছে? নাকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ এবং এর সঙ্গে সম্পর্কিত সকলেই?

যারা অন্যায় করেছে, মদদ দিয়েছে তাদের এমন সব কার্যক্রম অবশ্যই ঘৃণিত।
কিন্তু উঠতে বসতে যে শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে দূষে যাচ্ছেন, এর সাধারণ শিক্ষার্থীদের ইনিয়ে বিনিয়ে হেয় করছেন তা আদৌ কতটা যৌক্তিক? প্রতিষ্ঠান পরিচালকরা হয়ত কিছু ক্ষেত্রে দায় এড়াতে পারেন না, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা?
অবশ্যই তাঁরা নন। তাঁরা পড়তে এসেছেন, পড়াশোনা শেষে নিজেদের অর্জিত জ্ঞানের প্রয়োগের মাধ্যমে সমাজের উন্নয়নে নিজেদের নিয়োজিত করবেন।
একটি ঝুড়িতে কয়েকটি পঁচা আপেলের জন্য আপনি নিশ্চয়ই পুরো ঝুড়ির আপেল গুলোকে পঁচা বলবেন না। তবে সতর্ক থাকতে হবে পঁচা আপেলের প্রভাব যেন ভালো আপেলগুলোতে না পড়ে।
পঁচা আপেলের জন্য আপনি যেমন পুরো ঝুড়ির সব আপেল ফেলে দিবেন না, তদ্রূপ গুটিকয়েকের জন্য পুরো প্রতিষ্ঠানকে দায়ী করতে পারেন না। যেখানে এমন গর্হিত কাজের বিপক্ষে তাঁদের অবস্থান।

আসুন আমরা বরং সবাই একসঙ্গে সব প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীরা মিলে যাবতীয় অন্যায়, অবিচার, অমানবিকতা, নির্মমতার বিরুদ্ধে রুখে দাঁড়াই।
যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ব্যঙ্গ করছেন, ভালো করে দেখুন তাঁরা সাধারণ শিক্ষার্থীরা আপনারই বন্ধু। আপনার অনেক পরিচিত চেনা মুখই ঐসকল শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। নিতান্তই তাঁরা সাধারণ শিক্ষার্থী। তাঁদের ব্যঙ্গ না করে বরং তাদের পাশে দাঁড়িয়ে, সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমারা রুখে দিই সকল সন্ত্রাসী কার্যক্রম।

যারা ইসলাম নিয়ে ভালোভাবে অধ্যয়ন না করে নিজেদের মনগড়া বক্তব্য তৈরি করে ধ্বংসযজ্ঞ চালায় তাঁদের এমন কার্যক্রম কোনওক্রমেই গ্রহণ করা যায় না। এদের ঠেকাতে প্রয়োজন আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন এবং অতি অবশ্যই ইসলাম নিয়ে ভালোভাবে অধ্যয়ন, গবেষণা এবং জ্ঞান অর্জন। ইসলামের প্রকৃত জ্ঞান ও এর যথাযথ প্রয়োগই পারবে এমন সংকটের উত্তরণ ঘটাতে। আর এর জন্য আমাদের প্রয়োজন সুবিবেচনা বোধ এবং আল্লাহ প্রদত্ত নেয়ামতের যথোপযুক্ত ব্যবহার।

আসুন আমরা কাউকে হেয় না করে যথোপযুক্ত জ্ঞান অর্জনে নিজেদের নিয়োজিত করি। আমাদের অর্জিত জ্ঞান এবং সকলের সঙ্গে ভ্রাতৃত্ববোধের প্রাচীর দিয়ে ঠেকিয়ে দেই সকল অজ্ঞানতা আর অন্ধকার।
হেরায় পতিত আলোয় আলোকিত হোক ভুবন।

0 comments:

Thank you

জঙ্গিবাদ দমনে ইসলামি বিশ্ববিদ্যালয়ে প্রোভিসির নেতৃত্বে কমিটি

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম বলেন, অশুভ জঙ্গি তৎপরতার ব্যাপরে সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। এই জঙ্গি তৎপরতা দেশ ও জাতির জন্য অশনি সংকেত। ইসলামে যে অমানবিকতার অনুমোদন নেই তার ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হবে। তিনি গতকাল বিশ্ববিদ্যালয়ের

সম্মেলন কক্ষে সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে আইআইইউসির এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত মত ব্যক্ত করেন। আইআইইউসির এ আয়োজনে বক্তব্য রাখেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, প্রো-ভাইস চ্যান্সেলর (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসাইন, কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. আবু বকর রফীক, শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. গিয়াসউদ্দীন হাফিজ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাফিউদ্দিন মাদানী, আইআইইউসির রেজিস্ট্রার স্কোয়াড্রন লিডার (অব.) মুহাম্মদ নূরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান সিরাজুল ইসলাম, স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশনের পরিচালক আ জ ম ওবায়েদুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ জাহেদুর রহমান এবং একাডেমিক এফেয়ার্স ডিভিশনের পরিচালক মুর্তাজা আহমেদ। উল্লেখ্য, সরকার-ঘোষিত সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের প্রেক্ষিতে এ সভায় আইআইইউসির প্রো-ভাইস চ্যান্সেলরকে আহ্বায়ক করে ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, রেজিস্ট্রার, ডিভিশনের পরিচালক, হল ওয়ার্ডেন, ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের নিয়ে ‘নিরাপত্তা ও তদারকি কমিটি’ নামে ৩২ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিত্বমূলক কমিটি গঠন করা হয়।
সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একেএম আজহারুল ইসলাম বলেন, নিজের ও দেশের স্বার্থে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেশন জ্যামবিহীন, সন্ত্রাসমুক্ত বিশ্ববিদ্যালয় হিসাবে আইআইইউসির যে সুনাম রয়েছে তা অক্ষুন্ন রাখতে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে কেউ যাতে ষড়যন্ত্রের জাল এবং ধ্বংসের ফাঁদে ফেলতে না পারে সে জন্যে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি গঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্য করে বলেন, প্রত্যেকপক চোখ-কান খোলা রেখে স্ব স্ব অবস্থান থেকে নিজের, বিশ্ববিদ্যালয়ের এবং দেশের স্বার্থে দায়িত্ব পালন করতে হবে।- বিজ্ঞপ্তি

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News