একতাই শক্তি, একতাই বল।
কত গল্পই তো শুনেছেন একতা নিয়ে কিন্তু কখনো কি বাস্তব উপলব্ধি করেছেন একতার শক্তি কেমন!! হ্যা, সেই উপলব্ধির কথায় বলছি.... গত দু-এক দিন ধরে "আই আই ইউ সি" নিয়ে সরকারের আজ্ঞাবহ দালাল থেকে শুরু করে, নিউজ ও প্রিন্টিং মিডিয়া গুলোর নির্লজ্জ আর বানোয়াট মিথ্যাচার লিখাগুলো পড়েছি আমি। খুবই মর্মাহত এই কারনেই যে, সাংবাদিকতার নৈতিক অবক্ষয় কোন পর্যায়ে নেমে গেলে এই মানুষ নামের নরকীটগুলো জাতির মেরুদন্ড গঠনকারী একটা আদর্শ জ্ঞানের বিশাল এই চরকে অস্বীকার করে অবৈধ বলার সাহস দেখায়। অবাক না হয়ে পারলাম না।...
যাই হোক, মিথ্যাচারীরা তাদের এজেন্ডা বাস্তবায়নে অনেকটাই সফল। যদিও সব মিথ্যাচারিতা সময়ের সাথে সাথেই দিনের আলোর মতই পরিষ্কার হয়ে স্পষ্ট প্রতিয়মান হয়ে যাচ্ছে আলোর পথের যাত্রীদের। শিক্ষা জীবনে না হলেও ব্যক্তিগত পেশা জীবনে এসে এই পরিবারের একজন সদস্য হিসেবে এই পরিবারের সব সদস্যের মাঝেই একতার শক্তির খুব বেশি উপলব্ধি করছি আজ।
আমি দেখেছি, এখানকার শিক্ষার্থীদের শিক্ষা ভ্যাট বিরোধী আন্দোলন, দেখেছি কিভাবে তাদের ন্যায্য দাবিগুলো আদায় করে নিয়েছে এক একটি করে
তাদের একতার বল দিয়ে। সত্যিই আমি অভিভূত। এই বিশ্ববিদ্যালয় শুধু জাতির একটা উন্নত মেরুদন্ড গড়ে দিচ্ছে তা নয়, যোগ্যতার স্পূরন ঘটিয়ে কিভাবে বিশ্বের দরবারে বাংলাদেশ নামক রাষ্ট্রের লাল আর সবুজের পতাকাবাহী দূত হয়ে ঘুরে বেড়াচ্ছে, এই পরিবারেরই অনেক সদস্য। এখন সময়টা এমন যে, আপনি ভাল ও গঠনমুলক কিছু একটা করতে যাবেন, আপনার পেছনে নিন্দুকের অভাব হবে না। ঠিক সেটিই প্রতিয়মান হচ্ছে যে, আপনার প্রানের ভিতর জ্ঞানের স্পূরনকারী এই বিদ্যাপীঠকে নিয়ে এখন আন্তর্জাতিকভাবেই ষড়যন্ত্রের স্বীকার হতে হচ্ছে। প্রতিকূল এই মূহুর্তে "আই আই ইউ সি" পরিবারের প্রতিটি সদস্যের মনোবল আর বিশ্বাস আমাকে সত্যিই অভিভূত করেছে। নিজেদের অনড় অবস্থানের ব্যাপারে যাদের অন্তরের এইরুপ শিষাঢালা অবিচল আস্থা, আমার বিশ্বাস পৃথিবী হয়তো উলটে যাবে এই পরিবারের কোন সদস্যরই বিশ্বাস উল্টোবে না। এটাই হল বিশ্বাসের একতা, একই প্লাটফর্মে এসে আপনার বিশ্বাসকে জাগিয়ে তোলা। সত্যি এটি কোন চারটি খানি কথা নয়।
বিগত দিনগুলোতে যে অপপ্রচার গুলো মিডিয়াই এসেছে, বিশ্বাস করুন সচেতন প্রতিটি মানুষই জানে, এই অপপ্রচার গুলোই হল একটা বিজনেস পলিসি মাত্র, আর কিছুই নয়। মনে রাখবেন, যে উদ্দ্যেশ্য নিয়ে "আই আই ইউ সি" র প্রতিষ্ঠা পেয়েছিল, আল্লাহর অশেষ রহমতে সেই উদ্দ্যেশ্যের প্রতিটি স্তম্ভই এখনো অক্ষুন্ন আছে। এখন সময় শুধু, নিন্দুকদের মিথ্যাচারের যথাযত জবাব দেওয়া। আমি মনে করি, আপনাদের উন্নত জ্ঞান, গবেষনাই হবে তাদের জন্য বুলেট রুপ প্রতিউত্তর। আগামী দিনেও "আই আই ইউ সি" এগিয়ে যাবে তার অভিষ্ট্য লক্ষে শত মিথ্যা প্রচারনা আর নিন্দুকদের নিন্দার মহাপ্লাবনের মাঝেও তার উত্তরসূরীদের একতার শক্তি আর আকাশ ছোঁয়া বিশ্বাস নিয়ে। এই কামনাই রইল সবসময়ই.... ভাল থাকবেন সবাই..
ফী আমানিল্লাহ....
মোঃ ইমরান কবির স্যার।
লেকচারার,ইইই ডিপার্টমেন্ট।
0 comments:
Thank you