আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমোদন পেল আই আই ইউ সির ইকোনোমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট

আই আই ইউ সি নিউজ ডেস্ক,চট্টগ্রামঃ যখন অনুমোদিত ক্যাম্পাস নিয়ে নানা মহলে নানান কথা শোনা যাচ্ছে,ঠিক সে সময়ই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট এর ছাত্রছাত্রী ও অভিভাবকদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করার একটা উপলক্ষ তৈরী হল। এতদিন তাদের মাস্টার্স নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, আজ তা কেটে গেল।
.
আসন্ন সেমিস্টার থেকে আই আই ইউ সিতে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং এর উপর মাস্টার্স করা যাবে। আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইউ জি সি থেকে ই বি ডিপার্টমেন্ট এর সম্মানিত স্যারের কাছে মাস্টার্স প্রোগ্রামের অনুমোদন সংক্রান্ত চিঠি আসে। ডিপার্টমেন্ট এর সম্মানিত একজন শিক্ষকের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
.
তিনি আরো জানান চলতি Spring-2016 থেকে চালু হবে এই মাস্টার্স প্রোগ্রাম। যারা Economics & Banking এ গ্রাজুয়েশন করেন নাই, তারাও এই মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তবে এক্ষেত্রে Economics & Banking গ্র্যাজুয়েটদের তুলনায় অন্য ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েটদেরকে এক সেমিস্টার বেশি করতে হবে।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News