আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

ইউজিসির সংবর্ধনা পেলেন আই আই ইউ সির ভিসি, প্রোভিসি ও কো অর্ডিনেটর

আই আই ইউ সি নিউজ ডেস্ক,চট্টগ্রামঃ গত ৯ মার্চ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁও  এ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মিলনায়তনে UGC কর্তৃক আয়োজিত "ইউজিসি লেখক সংবর্ধনা ২০১৬" অনুষ্ঠানে লেখক হিসেবে সম্বর্ধিত হলেন IIUC'র মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আজহারুল ইসলাম স্যার, প্রো-ভাইস চ্যান্সেলর  (চলতি দায়িত্ব) প্রফেসর ড. দেলোয়ার হোসেন স্যার ও ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের সম্মানিত কো অর্ডিনেটর প্রফেসর সাইফুল ইসলাম স্যার। 

.

ইউজিসি আয়োজিত প্রথম এ অনুষ্ঠানে ৭১ জন লেখককে সংবর্ধনা প্রধান করা হয় যেখানে তিন জন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের। নিঃসন্দেহে এগুলো IIUC'র পথচলায় অনেক বড় অর্জন। আমাদের সবার জন্য গর্ব আর অনুপ্রেরণার উৎস। উল্লেখ্য প্রফেসর সাইফুল ইসলাম স্যার একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাইফুল স্যার সহ মোট ৩জন পেয়েছেন এ সংবর্ধনা। 

.

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ড. নুরুল ইসলাম নাহিদ বলেন " বই লেখার ঐতিহ্যকে ধরে রাখতে হবে। নতুন জ্ঞান সৃষ্টির জন্য বেশি বেশি বই পড়তে হবে। নতুন বই লেখার জন্য আরো বেশি গবেষনা করতে হবে। কেননা গবেষনার মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টি হয়। "

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News