জাতীয় বিপর্যয়ের কারণ নৈতিকতা বিবর্জিত শিক্ষাঃ আইআইইউসির ওরেন্টেশনে প্রফেসর আজহার
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম বলেছেন, জাতীয়
বিপর্যয়ের কারণ নৈতিকতা বিবর্জিত শিক্ষা। প্রযুক্তির শিক্ষা প্রদান ও অর্জনের প্রয়োজন রয়েছে। কিন্তু এর সাথে প্রয়োজন নৈতিক শিক্ষা। নৈতিক
শিক্ষা থাকলে প্রযুক্তির অপব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের টাকা লোপাট হতো না। গতকাল রোববার সকালে কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আইআইইউসি‘র স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত বসন্তকালীন সেমিস্টার-২০১৬-এর নবাগত ছাত্রদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি‘র ভাইস চ্যান্সেলর এ অভিমত ব্যক্ত করেন।
.
আইআইইউসি‘র প্রোভিসি (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইআইইউসি’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, শরী‘য়াহ অনুষদের ডীন প্রফেসর ড. গিয়াসউদ্দীন হাফিজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, আইআইইউসি‘র রেজিস্ট্রার স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম, সেন্টার ফর ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কোর্সেস এর পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. বি. এম মফিজুর রহমান। স্বাগতঃ বক্তব্য রাখেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক আ. জ. ম. ওবায়েদুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন স্ট্যাড এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ ও চৌধুরী গোলাম মাওলা।
.
প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র ভিসি প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম বলেন, মুখস্ত করে শিক্ষিত হওয়া যায় না। মুখস্ত বিদ্যায় মনুষ্যত্ব বিকাশের সুযোগ থাকে না। তিনি আরও বলেন, যদি নীতিবোধ না থাকে তাহলে তাকে প্রকৃত শিক্ষিত বলা যাবে না। বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী বলেন, তরুণ ছাত্রদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। ছাত্ররা সুনাগরিক হিসেবে গড়ে উঠলেই দেশের সার্বিক কল্যণ নিশ্চিত হবে। ছাত্ররা যথার্থভাবে অধ্যয়ন করলেই এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।
.
উল্লেখ্য আই আই ইউ সির চলতি সেমিস্টারে ৫৫০জন ছাত্রী ও ৬৫০ জন ছাত্র ভর্তি হয়েছে। বর্তমানে ভার্সিটিতে ১৫০০০ ছাত্র ছাত্রী অধ্যয়ন করছেন ৷ শিক্ষকদেক মধ্যে রয়েছেন ৪০০ স্থায়ী এবং ১৫০ জন অতিথি শিক্ষক ৷ ১৯৯২ সালে অনুমোদন পাওয়া আইআইইউসি যাত্রা শুরু করে ১৯৯৫ সালে মাত্র ৪৭ জন ছাত্রছাত্রী নিয়ে ৷ এখন পর্যন্ত ২৫০০০ ছাত্রছাত্রী গ্রেজুয়েট হয়ে বের হয়েছেন আইআইইউসি থেকে যার সংখ্যা দেশের ৯২ টি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে দ্বিতীয় ৷ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি বিদেশী ছাত্রছাত্রী অধ্যয়ন করে আইআইইউসি'তে ৷ এই সেমিষ্টারে ( স্প্রিং' ১৬ ) নতুন ভর্তি হওয়া বিদেশি ছাত্র ছাত্রীদের সংখ্যা ৩০ জন ৷
0 comments:
Thank you