নবীনা ছাত্রীদের পদচারনায় আই আই ইউ সির বসন্তকালীন সেমিস্টার ২০১৬ র ওরেন্টেশন প্রোগ্রাম সম্পন্ন
সিনিয়র প্রতিবেদক,আই আই ইউ সি নিউজ,চট্টগ্রামঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বসন্তকালীন সেমিস্টার ২০১৬ এর মেয়েদের ওরেন্টেশন প্রোগ্রাম আজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত ভিসি,বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম।
.
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আজহার বলেন শরীর-মন-আত্মার সমন্বিত বিকাশই শিক্ষার মূল উদ্দেশ্য, আর এই শিক্ষার মাধ্যমেই আদর্শ মানুষ হওয়া যায়। একজন আদর্শ মানুষ পরিবার, সমাজ এবং জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, মূল্যবোধের অবক্ষয়ের কারণে সম্পর্কের নৈতিক বন্ধনগুলো নষ্ট হচ্ছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আধুনিক শিক্ষার প্রয়োজন রয়েছে, তবে তা দেশজ ঐতিহ্য, কৃষ্টি এবং লোকাচারকে বাদ দিয়ে নয়। আর নৈতিকতা চর্চা আর সুষ্ঠু শিক্ষার্জন নিশ্চিত করতে আই আই ইউ সিকে বেছে নেয়া একটি উত্তম সিদ্ধান্ত। সেশন জ্যামের অভিশাপমুক্ত এ বিশ্ববিদ্যালয় সন্ত্রাসমুক্ত।
.
আইআইইউসির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত প্রো ভিসি প্রফেসর ড. মো: দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, আইআইইউসির রেজিস্ট্রার স্কোয়াড্রন লিডার (অব:) মুহাম্মদ নূরুল ইসলাম, ফিমেল একাডেমিক কমপ্লেক্সের চিফ-ইনচার্জ প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর ড. আবু বক্কর রফিক সহ অন্যান্যরা।
.
আগামীকাল একই ভেন্যুতে ছাত্রদের ওরেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।
0 comments:
Thank you