তানু হত্যার দাবীতে প্রেস ক্লাবে আই আই ইউ সিয়ানদের মানবন্ধন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষন ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন করেছে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে উদ্দীপ্ত প্রাণোচ্ছল আইআইইউসিয়ানদের গর্জনে মুখরিত ছিল প্রেস ক্লাব। নারীর সম্মান রক্ষায় জাগ্রত আইআইইউসিয়ান। ধ্বংস হোক ধর্ষকের হিংস্র থাবা। মানবন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ র্যালীর মাধ্যমে শেষ হয় কর্মসূচী।
.
তাড়াহুড়া করে কোন চার্জশীট না দিয়ে বরং দ্রুত সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের বিচারের আওতায় আনার দাবী জানায় শিক্ষার্থীরা।
মানবন্ধনে দেয়া দাবী সমূহঃ
১. ধর্ষণকারীর সর্বোচ্চ দন্ড অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে।
২. ধর্ষণ বিচার কার্য দ্রুত আইন ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনে পৃথক ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
৩. অপরাধীকে কোন প্রকার জামিনে মুক্তি দেয়া যাবে না।
৪. বিচারকার্যে থাকা সকল প্রকার ধর্ষণ মামলা অনতিবিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
৫. ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উপর প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্বারোপ করতে হবে।
৬. আইন বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৭. বিচার কার্যের অগ্রগতি জনসম্মুখে নির্ধিদ্বায় প্রকাশ করতে হবে।
৮. শহরাঞ্চলে সাংবিধানিকভাবে সমাজ ব্যবস্থা চালু করতে হবে, যাতে প্রতিটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ থাকে এবং মূল্যবোধের অবক্ষয় রোধ হয়।
৯. ভূক্তভোগীর কোন আপত্তিকর ছবি প্রকাশ না পায় সে ব্যবস্থা করতে হবে।
১০. মামলা চলাকালীন সময়ে ভূক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয়ে রাখতে হবে যাতে তারা নির্ভয়ে মামলা চালিয়ে যেতে পারে।
0 comments:
Thank you