আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট ট্রুনামেন্টে আজ মাঠে নামছে আই আই ইউ সি

আই আই ইউ সি নিউজ ডেস্ক,চট্টগ্রামঃ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে দখিনা  আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট ট্রুনামেন্ট ২০১৬  চট্টগ্রামে দ্বিতীয়বারের মত আজ শনিবার থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অংশ নিবে গতবারের চ্যাম্পিয়ন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)। দিনের দ্বিতীয় খেলায় দুপুর দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে  মাঠে নামবে গতবারের সেমিফাইনালিস্ট আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। গতবার গ্রুপ পর্বে উভয় দলের দেখায় আই আই ইউ সি হারিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কে। সে পরিসংখ্যানে আই আই ইউ সি এগিয়ে থাকলেও মাঠে চূড়ান্ত লড়াই দেখা যাবে দু দলের মধ্যে।
.
চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বৃহত্তর চট্টগ্রামের ৮টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। দলগুলো হলো: বিজিসি ট্রাস্ট ইউনিভাসির্টি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাদার্ন ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (্্ইডিইউ), চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
.
সাড়ে আট লাখ টাকা বাজেটের এ টুর্নামেন্টের অধিকাংশ ব্যয় বহন করছে সৃজনশীল বাংলা মাসিক দখিনা। তারা ছয় লাখ টাকার আর্থিক পৃষ্টপোষকতা দেবে। টুর্নামেন্টকে সামনে রেখে এমএ আজিজ স্টেডিয়ামস্থ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News