আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে মালেশিয়ার পথে আই আই ইউ সির দুই শিক্ষক
চট্টগ্রাম, ২৪ সেপ্টেম্বরঃ Malaysia এর ঐতিহাসিক শহর মালাক্কা তে আগামী ২৫-২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে
"The 2016 Forth International Conference on Governance and Accountability (ICGA)" যা আয়োজন করছে মালেশিয়ার এর অন্যতম রাঙ্কিং ইউনিভার্সিটি ইউনিভার্সিটি টেকনোলজি মারা (UiTM) এবং The Asia-Pacific Centre for Sustainability (APCeS) of the Accounting Research Institute (ARI).
.
আর এই আন্তর্জাতিক কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করতে যাচ্ছে "আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম" এর বিজনেস ফ্যালাল্টির দুইজন শিক্ষক সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ রকিবুল কবির এবং প্রভাষক জনাব আমজাদ হোসেন। উনারা মোট ২টি প্রবন্ধ কনফারেন্সে উপস্থাপন করবেন। আর উনাদের নেতৃত্ব দিচ্ছেন বিজনেস ফ্যালাল্টির প্রাক্তন ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী।
.
চলতি বছরের শুরুর দিকে মালেশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রনালয় এবং একাউন্টিং রিসার্স ইন্সট্রিটিউট (ARI) অফ ইউনিভার্সিটি টেকনোলজি মারা (UiTM) এর একটি আন্তর্জাতিক প্রজেক্ট এর আন্তর্জাতিক রিসার্স পার্টনার হিসেবে প্রফেসর সোবহানী, রকিবুল কবির ও আমজাদ হোসেন নির্বাচিত হন।
.
আর এর ধারাবাহিকতায় মালেশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রনালয় এবং একাউন্টিং রিসার্স ইন্সট্রিটিউট (ARI) অফ ইউনিভার্সিটি টেকনোলজি মারা (UiTM) এর আমন্ত্রণে উনাদের এ আআন্তর্জাতিক কনফারেন্সে যোগদান।আজ রাতে মালেশিয়ার উদ্দেশ্য উনারা ঢাকা ত্যাগ করবেন বলে আই আই ইউ সি নিউজ কে জানিয়েছেন।
0 comments:
Thank you