প্রতিষ্ঠার ২১ বছরে ৪২ তম নবীন বরণ অনুষ্ঠানের সফল সমাপ্তী আই আই ইউ সি র
সিনিয়র প্রতিবেদক, আই আই ইউ সি নিউজঃ এ কোন রূপকথা নয় , নয় কোন প্রচারমুখি বিজ্ঞাপন নির্ভর ভার্সিটির সস্তা প্রচারনা এ যেন একটি ইতিহাস , যার বাঁকে বাঁকে ছড়িয়ে আছে শিল্পের ছোঁয়া ৷ প্রতিষ্ঠার পর থেকে যেখানে একটি সেমিষ্টারের জন্যও বন্ধ থাকেনি নবীন বরণ অনুষ্ঠান , সে প্রতিষ্ঠানটি দেশের সর্ববৃহৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয় ৷ নাম যার "আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম" ৷
'
২০০৫ সালের কথা বলি ৷ ইউজিসি কর্তৃক দেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে গ্রেডিং করার সিদ্ধান্ত হয় ৷ আইআইইউসি সহ মাত্র ৮ টি প্রাইভেট ইউনিভার্সিটি এ গ্রেডে ( A grade ) অন্তর্ভুক্ত হয় ৷ সর্বদিক বিবেচনায় আইআইইউসি "প্রথম" স্থান পায় ৷ কিন্তু শেষ মুহুর্তে ইউজিসি সিদ্ধান্ত নেয় যে "ডেট অব বার্থ" অনুসারে ঐ আটটি বিশ্ববিদ্যালয়কে ৰ়্যাংকিং করা হবে , তবুও পিছে ফেলতে পারেনি আইআইইউসি'কে ৷ সেবার তৃতীয় স্থান নিয়ে সবাইকে নিজের অবস্থান জানিয়ে দেয় আইআইইউসি ৷ গতকাল ১৩/০৩ /১৬ ইং রবিবার ছেলেদের ওরিয়েন্টেশানে এই তথ্য জানান মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ এ কে এম আজহারুল ইসলাম ৷
'
গত দুইদিন ব্যাপি ওরিয়েন্টেশান প্রোগ্রামে প্রথম দিনটি ছিল মেয়েদের যেখানে ৫৫০ জন নবীনা ছাত্রী অংশ নেন ৷ আজ ছেলেদের মধ্যে সেই সংখ্যা এসে দাঁড়ায় ৬৫০ জন এ ৷ বর্তমানে ভার্সিটিতে ১৫০০০ ছাত্র ছাত্রী অধ্যয়ন করছেন ৷ শিক্ষকদেক মধ্যে রয়েছেন ৪০০ স্থায়ী এবং ১৫০ জন অতিথি শিক্ষক ৷ এমন অনেক ভার্সিটি আছে যাদের মোট ছাত্রছাত্রী সংখ্যা আমাদের শিক্ষকদের থেকেও কম ৷
'
১৯৯২ সালে অনুমোদন পাওয়া আইআইইউসি যাত্রা শুরু করে ১৯৯৫ সালে মাত্র ৪৭ জন ছাত্রছাত্রী নিয়ে ৷ এখন পর্যন্ত ২৫০০০ ছাত্রছাত্রী গ্রেজুয়েট হয়ে বের হয়েছেন আইআইইউসি থেকে যার সংখ্যা দেশের ৯২ টি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে দ্বিতীয় ৷ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি বিদেশী ছাত্রছাত্রী অধ্যয়ন করে আইআইইউসি'তে ৷ এই সেমিষ্টারে ( স্প্রিং' ১৬ ) নতুন ভর্তি হওয়া বিদেশি ছাত্র ছাত্রীদের সংখ্যা ৩০ জন ৷
0 comments:
Thank you