আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটে আই আই ইউ সিকে হারিয়ে চবির মধুর প্রতিশোধ
নিজস্ব সংবাদ দাতা,আই আই ইউ সি নিউজঃ গত আসরে প্রথম রাউন্ডেই বিদায়। এবারের আসরে প্রথম ম্যাচে সে একই প্রতিপক্ষ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। তাই সুযোগের হাত ছাড়া করল না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। হারের সুদটা তাই ভালভাবেই নিল চট্টগ্রামের এ পাবলিক বিশ্ববিদ্যালয়টি। দখিনা আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টূর্নামেন্ট ২০১৬ আসরে আইআইইউসি কে প্রথম ম্যাচে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
.
গতকাল শনিবার সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে আইআইইউসি। ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে ৩ ওভার বাকি থাকতে বিনা উইকেটে জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় চবি। ক্যাচ মিস আর বাজে বোলিং এর কারণেই নিজেদের হারের কারণ হিসেবে দেখছেন আই আই ইউ সির অধিনায়ক। তাছাড়া ব্যাটিং এ বেশ ভাল করেছে চবি। তাই জয়টা তাদের প্রাপ্য বলে মনে করেন আই আই ইউ সি ক্যাপ্টেন। ট্রুনামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোতে জেতা ছাড়া কোন বিকল্প দেখছে না আই আই ইউ সি একাদশ। নিজেদের ভুল গুলো ঠিক করে আগামী ম্যাচ গুলোতে ঘুরে দাঁড়াবে আই আই ইউ সি একাদশ,এটা সকলের প্রত্যাশা।
.
একই ভেন্যুতে আই আই ইউ সির পরবর্তী ম্যাচ ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি চট্টগ্রামের সাথে আগামী ৭ তারিখ দুপুর দেড়টায়। গত আসরের পরিসংখ্যানে আই আই ইউ সি এগিয়ে থাকলেও মাঠের খেলার আগে কোন কিছুই বলা যাচ্ছেনা। ট্রুনামেন্টে টিকে থাকতে হলে বাকী প্রত্যেকটি ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু নেই আই আই ইউ সির জন্য।
0 comments:
Thank you