ট্রেনের নিচে কাটা পড়ে নিহত আই আই ইউ সি ছাত্র সাজিদের মৃত্যুবার্ষিকী আজ
প্রধান প্রতিবেদক,আই আই ইউ সি নিউজঃ ২০১৫ সালের ১৩ মার্চ। অটাম'১৪ এর ফাইনাল পরিক্ষা দিতে এসে ভার্সিটির রেলগেটে ট্রেনে কাঁটা পড়ে না ফেরার দেশে চলে যান ইকোনমিক্স ব্যাংকিং ডিপার্টমেন্টের ১ম ব্যাচের মেধাবী ছাত্র সাজিদুল ইসলাম। তিনি ছিলেন মিরসরাই উপজেলার আবু তোরাব গ্রামের বদরুদ্দোজার ছেলে।
.
দেশের রাজনৈতিক অবস্থা খারাপ থাকায় দীর্ঘ বন্ধের পর এক মাস দেরীতে শুরু হওয়া ফাইনাল পরিক্ষা শুরু হওয়ার প্রথম দিনেই এমন ঘটনা সবার মনে দাগ কেটেছিল। কথা ছিলো শহরে পরীক্ষা দিবে।সেইবার শহরের ছাত্রদের জন্য শহরে পরিক্ষার ব্যাবস্থা ছিলো। কিন্তু সব বন্ধু কুমিরায় পরিক্ষা দিচ্ছে তাই তিনিও শহর থেকে এসে কুমিরাতে পরিক্ষা দিবে বলেছিল। কিন্তু তা আর হলোনা।
.
সেদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আই আই ইউ সির প্রবেশ মুখে রেললাইন ক্রস করতে গিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। পরিক্ষা থাকায় তিনি তাড়াহুড়ো করে ইসলামি বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় রেল লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। সে সময় পাশাপাশি দুই লাইন দিয়ে একইসঙ্গে দুটি ট্রেন দুই দিকে যাচ্ছিল। চট্টগ্রামমুখী ট্রেনটি অতিক্রমের পর দ্রুত এগোতে গিয়ে ঢাকামুখী পাহাড়িকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন সাজিদ। চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
.
ট্রেনের নিচে কিংবা সড়ক দূর্ঘটনায় ছাত্র নিহত হওয়ার ঘটনা আই আই ইউ সিতে নতুন কিছু নয়। বিবিএ র রুবেল,ইইই নিয়াজ মোর্শেদ দের মত তাজা প্রাণ অকালে ঝড়ে পড়েছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমাদের চলাচলে একটু সাবধানতায় হয়ত বাঁচতে পারে নিজের মূল্যবান প্রাণ। আর ভার্সিটি অথরিটিরও উচিত প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তার ব্যবস্থা করা। রেলগেইটে এখন দুই জন গেইট ম্যান,কুমিরা সীতাকুন্ড রুটে ভার্সিটির বাস চালু হলেও এখনো ভার্সিটির প্রবেশ মুখে নেই কোন ওভার ব্রীজ,নেই কোন গতি নিয়ন্ত্রণ নিয়ে নির্দেশনা। আশা করি প্রশাসন এসব ব্যাপারকে ছোট করে না দেখে গুরুত্ব সহকারে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও নিরাপদ চলাচল নিশ্চিত করবেন।
0 comments:
Thank you