আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

শিক্ষকদের মধ্যে যারা ভাগ্যবান




আবদুল্লাহ কাউসার,প্রতিনিধি,আই ইউ সি নিউজঃ চলতি সপ্তাহে হয়ে গেল অাইঅাইইউসিতে তিন দিনব্যাপী ওরিয়েন্টেশন ও ডেভেলাপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠান।উক্ত প্রোগ্রামে ছিল বিভিন্ন প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় যারা ভাগ্যবান কারা ছিলেন? চলুন একটু জেনে নিই।
.
শিক্ষকদের মধ্যে কুইজ প্রতিযোগীতায় প্রথম
স্থান অধিকার করেন অাজম ইমরান (ইটিই),
দ্বিতীয় স্থান অধিকার করেন অা. ফ. ম.
নুরুজ্জামান (দাওয়াহ) ও তৃতীয় স্থান অধিকার
করেন যোবায়ের অাহমদ (ইবি)।
.
শিক্ষিকাদের মধ্যে কুইজে প্রথম স্থান অধিকার
করেন সহকারী প্রফেসর সায়মা হক (বিবিএ),দ্বিতীয় ড. রাশেদা হক নাওমী (সেনার্ক) ও তৃতীয় স্থান অধিকার করেন ফাহমীদা তাসনীম (এলঅাইডি)।
.
স্টাফদের মধ্যে কুইজে প্রথম স্থান অধিকার
করেন মাহফুজুর রহমান,দ্বিতীয় স্থান অধিকার
করেন মোঃ বেলাল ও তৃতীয় স্থান অধিকার
করেন নজরুল ইসলাম।
.
এক্সটেম্পর স্পিচে শিক্ষকদের মধ্যে প্রথম স্থান
অধিকার করেন মুমিনুর রহমান (অ্যাসিস্ট্যান্ট
প্রফেসর,ফার্মাসী), দ্বিতীয় স্থান অধিকার করেন
যোবায়ের অাহমেদ (লেকচারার,ইবি) ও তৃতীয়
স্থান অধিকার করেন মোস্তফা মুনির (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর,বিবিএ)।
.
শিক্ষিকাদের মধ্যে এক্সটেম্পর স্পিচে প্রথম স্থান অধিকার করেন জাকিয়া বিনতে অালম (হাদীস),দ্বিতীয় স্থান অধিকার করেন তাহমিনা
মরিয়ম (ইএলএল) ও তৃতীয় স্থান অধিকার করেন ফায়জুন্নেসা তারু (আইন)।
.
স্টাফদের মধ্যে এক্সেটেম্পর স্পিচে প্রথম স্থান
অধিকার করেন মাহফুজুল ইসলাম,দ্বিতীয় স্থান
অধিকার করেন ইজাবুল খালেদ ও তৃতীয় স্থান
অধিকার করেন অামান উল্লাহ।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News