আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

তানু হত্যার দাবীতে প্রেস ক্লাবে আই আই ইউ সিয়ানদের মানবন্ধন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষন ও নির্মমভাবে হত্যার প্রতিবাদে গতকাল  চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন করেছে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে উদ্দীপ্ত প্রাণোচ্ছল আইআইইউসিয়ানদের গর্জনে মুখরিত ছিল প্রেস ক্লাব।  নারীর সম্মান রক্ষায় জাগ্রত আইআইইউসিয়ান। ধ্বংস হোক ধর্ষকের হিংস্র থাবা।  মানবন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ র‍্যালীর মাধ্যমে শেষ হয় কর্মসূচী।
.
তাড়াহুড়া করে কোন চার্জশীট না দিয়ে বরং দ্রুত সময়ের মধ্যে তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের বিচারের আওতায় আনার দাবী জানায় শিক্ষার্থীরা।
মানবন্ধনে দেয়া দাবী সমূহঃ
১. ধর্ষণকারীর সর্বোচ্চ দন্ড অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে।
২. ধর্ষণ বিচার কার্য দ্রুত আইন ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে হবে। প্রয়োজনে পৃথক ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
৩. অপরাধীকে কোন প্রকার জামিনে মুক্তি দেয়া যাবে না।
৪. বিচারকার্যে থাকা সকল প্রকার ধর্ষণ মামলা অনতিবিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
৫. ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উপর প্রাতিষ্ঠানিকভাবে গুরুত্বারোপ করতে হবে।
৬. আইন বিভাগের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
৭. বিচার কার্যের অগ্রগতি জনসম্মুখে নির্ধিদ্বায় প্রকাশ করতে হবে।
৮. শহরাঞ্চলে সাংবিধানিকভাবে সমাজ ব্যবস্থা চালু করতে হবে, যাতে প্রতিটি মানুষ সমাজের কাছে দায়বদ্ধ থাকে এবং মূল্যবোধের অবক্ষয় রোধ হয়।
৯. ভূক্তভোগীর কোন আপত্তিকর ছবি প্রকাশ না পায় সে ব্যবস্থা করতে হবে।
১০. মামলা চলাকালীন সময়ে ভূক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয়ে রাখতে হবে যাতে তারা নির্ভয়ে মামলা চালিয়ে যেতে পারে।

0 comments:

Thank you

ইটিই ডিপার্টমেন্টের নবীনবরণ সম্পন্ন

ইটিই প্রতিনিধি,আই আই ইউ সি নিউজঃ নবাগত সেমিস্টারের শিক্ষার্থীদের বরণ করে নিল ইটিই ডিপার্টমেন্ট।  গত ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৪২ তম ওরেন্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান পরবর্তী ডিপার্টমেন্টের ব্রিফিং সেশনে বসন্তকালীন সেমিস্টার ২০১৬ এর ইটিই ডিপার্টমেন্টের নবীন ছাত্রদের বরণ করে নেওয়া হয়।
.
ডিপার্টমেন্ট বিল্ডিং এ আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠানে নবাগত ছাত্রদের উদ্দেশ্যে দিক- নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইটিই ডিপার্টমেন্ট প্রধান ইঞ্জিঃ আবদুল গফুর,সহযোগী অধ্যাপক ইঞ্জিঃ রাজু আহমেদ, সহকারী অধ্যাপক ইঞ্জিঃ মোজাহারুল ইসলাম ও ইঞ্জিঃ জসিম উদ্দিন। ডিপার্টমেন্টের অন্য শিক্ষকরাও উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন।
.
স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে নবীনদের কাছে ডিপার্টমেন্টের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরা হয়। নবীনদের পক্ষ থেকে বিভিন্ন পরিবেশনা ও অনুভূতি প্রকাশসহ প্রাণবন্ত এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিপার্টমেন্টের সহকারী প্রভাষক আ.জ.ম. ইমরান।
.
নবীনদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

1 comments:

Thank you

প্রতিষ্ঠার ২১ বছরে ৪২ তম নবীন বরণ অনুষ্ঠানের সফল সমাপ্তী আই আই ইউ সি র

সিনিয়র প্রতিবেদক, আই আই ইউ সি নিউজঃ এ কোন রূপকথা নয় , নয় কোন প্রচারমুখি বিজ্ঞাপন নির্ভর ভার্সিটির সস্তা প্রচারনা  এ যেন একটি ইতিহাস , যার বাঁকে বাঁকে ছড়িয়ে আছে শিল্পের ছোঁয়া ৷ প্রতিষ্ঠার পর থেকে যেখানে একটি সেমিষ্টারের জন্যও বন্ধ থাকেনি নবীন বরণ অনুষ্ঠান , সে প্রতিষ্ঠানটি দেশের সর্ববৃহৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয় ৷ নাম যার "আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম" ৷
'
২০০৫ সালের কথা বলি ৷ ইউজিসি কর্তৃক দেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে গ্রেডিং করার সিদ্ধান্ত হয় ৷ আইআইইউসি সহ মাত্র ৮ টি প্রাইভেট ইউনিভার্সিটি এ গ্রেডে ( A grade ) অন্তর্ভুক্ত হয় ৷ সর্বদিক বিবেচনায় আইআইইউসি "প্রথম" স্থান পায় ৷ কিন্তু শেষ মুহুর্তে ইউজিসি সিদ্ধান্ত নেয় যে  "ডেট অব বার্থ"  অনুসারে ঐ আটটি বিশ্ববিদ্যালয়কে ৰ়্যাংকিং করা হবে , তবুও পিছে ফেলতে পারেনি আইআইইউসি'কে ৷ সেবার তৃতীয় স্থান নিয়ে সবাইকে নিজের অবস্থান জানিয়ে দেয় আইআইইউসি ৷ গতকাল ১৩/০৩ /১৬ ইং রবিবার ছেলেদের ওরিয়েন্টেশানে এই তথ্য জানান মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ এ কে এম আজহারুল ইসলাম ৷
'
গত দুইদিন ব্যাপি ওরিয়েন্টেশান প্রোগ্রামে প্রথম দিনটি ছিল মেয়েদের যেখানে ৫৫০ জন নবীনা ছাত্রী অংশ নেন ৷ আজ ছেলেদের মধ্যে সেই সংখ্যা এসে দাঁড়ায় ৬৫০ জন এ ৷ বর্তমানে ভার্সিটিতে ১৫০০০ ছাত্র ছাত্রী অধ্যয়ন করছেন ৷ শিক্ষকদেক মধ্যে রয়েছেন ৪০০ স্থায়ী এবং ১৫০ জন অতিথি শিক্ষক ৷ এমন অনেক ভার্সিটি আছে যাদের মোট ছাত্রছাত্রী সংখ্যা আমাদের শিক্ষকদের থেকেও কম ৷
'
১৯৯২ সালে অনুমোদন পাওয়া আইআইইউসি যাত্রা শুরু করে ১৯৯৫ সালে মাত্র ৪৭ জন ছাত্রছাত্রী নিয়ে ৷ এখন পর্যন্ত ২৫০০০ ছাত্রছাত্রী গ্রেজুয়েট হয়ে বের হয়েছেন আইআইইউসি থেকে যার সংখ্যা দেশের ৯২ টি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে দ্বিতীয় ৷ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি বিদেশী ছাত্রছাত্রী অধ্যয়ন করে আইআইইউসি'তে ৷ এই সেমিষ্টারে ( স্প্রিং' ১৬ ) নতুন ভর্তি হওয়া বিদেশি ছাত্র ছাত্রীদের সংখ্যা ৩০ জন ৷

0 comments:

Thank you

জাতীয় বিপর্যয়ের কারণ নৈতিকতা বিবর্জিত শিক্ষাঃ আইআইইউসির ওরেন্টেশনে প্রফেসর আজহার

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম বলেছেন, জাতীয়
বিপর্যয়ের কারণ নৈতিকতা বিবর্জিত শিক্ষা। প্রযুক্তির শিক্ষা প্রদান ও অর্জনের প্রয়োজন রয়েছে। কিন্তু এর সাথে প্রয়োজন নৈতিক শিক্ষা। নৈতিক
শিক্ষা থাকলে প্রযুক্তির অপব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংকের টাকা লোপাট হতো না। গতকাল রোববার সকালে কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আইআইইউসি‘র স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত বসন্তকালীন সেমিস্টার-২০১৬-এর নবাগত ছাত্রদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি‘র ভাইস চ্যান্সেলর এ অভিমত ব্যক্ত করেন।
.
আইআইইউসি‘র প্রোভিসি (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইআইইউসি’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, শরী‘য়াহ অনুষদের ডীন প্রফেসর ড. গিয়াসউদ্দীন হাফিজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, আইআইইউসি‘র রেজিস্ট্রার স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম, সেন্টার ফর ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট কোর্সেস এর পরিচালক (চলতি দায়িত্ব) প্রফেসর ড. বি. এম মফিজুর রহমান। স্বাগতঃ বক্তব্য রাখেন স্টুডেন্ট এ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক আ. জ. ম. ওবায়েদুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন স্ট্যাড এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ ও চৌধুরী গোলাম মাওলা।
.
প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র ভিসি প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম বলেন, মুখস্ত করে শিক্ষিত হওয়া যায় না। মুখস্ত বিদ্যায় মনুষ্যত্ব বিকাশের সুযোগ থাকে না। তিনি আরও বলেন, যদি নীতিবোধ না থাকে তাহলে তাকে প্রকৃত শিক্ষিত বলা যাবে না।  বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি’র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য মাওলানা মুমিনুল হক চৌধুরী বলেন, তরুণ ছাত্রদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। ছাত্ররা সুনাগরিক হিসেবে গড়ে উঠলেই দেশের সার্বিক কল্যণ নিশ্চিত হবে। ছাত্ররা যথার্থভাবে অধ্যয়ন করলেই এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।
.
উল্লেখ্য আই আই ইউ সির চলতি সেমিস্টারে ৫৫০জন ছাত্রী ও ৬৫০ জন ছাত্র ভর্তি হয়েছে। বর্তমানে ভার্সিটিতে ১৫০০০ ছাত্র ছাত্রী  অধ্যয়ন করছেন ৷ শিক্ষকদেক মধ্যে রয়েছেন ৪০০ স্থায়ী এবং ১৫০ জন অতিথি শিক্ষক ৷ ১৯৯২ সালে অনুমোদন পাওয়া আইআইইউসি যাত্রা শুরু করে ১৯৯৫ সালে মাত্র ৪৭ জন ছাত্রছাত্রী নিয়ে ৷ এখন পর্যন্ত ২৫০০০ ছাত্রছাত্রী গ্রেজুয়েট হয়ে বের হয়েছেন আইআইইউসি থেকে যার সংখ্যা দেশের ৯২ টি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে দ্বিতীয় ৷ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি বিদেশী ছাত্রছাত্রী অধ্যয়ন করে আইআইইউসি'তে ৷ এই সেমিষ্টারে ( স্প্রিং' ১৬ ) নতুন ভর্তি হওয়া বিদেশি ছাত্র ছাত্রীদের সংখ্যা ৩০ জন ৷

0 comments:

Thank you

একটি স্বপ্নের যাত্রা

আমরা স্বপ্ন দেখি। স্বপ্নতে হয় আমাদের বসবাস। স্বপ্ন ভাঙ্গে, স্বপ্ন গড়ে।দিন শেষে রাত আসে। রাতের অন্ধকার স্তব্ধ করে দেয় আমাদের স্বাভাবিক জীবন। মানুষ মৃত্যু এবং শোকের যন্ত্রণা কাটিয়ে পুনরায় স্বপ্ন দেখে, আশায় বুক বাধে। নতুন বিশ্বাস এবং নতুন দিনের স্বপ্ন নিয়ে জীবন শুরু করে। রাত গভীর হয় আবার ভোরের আলোয় সকাল হয়। সূর্য উঠে, আর সেই সূর্য দেখে আমরা মানুষগণ পুনরায় নতুন করে স্বপ্ন বুনি। এভাবেই চলতে থাকে আমাদের স্বপ্নময় জীবন। আর এই স্বপ্ন ভাঙ্গা এবং গড়ার মাঝে ঝুলে আছে ‘‘স্বচেষ্ট স্বপ্ন পূরণ”। আমরা স্বপ্ন প্রায় সবাই দেখি। সকাল হতে রাত অবধি পরিশ্রম শেষে রাস্তার পার্শ্বে অর্ধ-আবৃত ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকা ঐ মানুষটিও দেখে সোনার খাটে ঘুমানোর স্বপ্ন। উচ্চতর ডিগ্রি নিয়ে শিক্ষিত যুবসমাজ দেখে সেরাদের সেরা হওয়ার স্বপ্ন। তারা আশায় থাকে হাজার মানুষের হাতের তালি পাওয়ার। কিন্তু তারা কি জানে সফলতা কত কষ্টের?
.
বাসায়বসে টিভিতে অন্যের খেলা দেখে তালি দেয়া খুব সহজ। কিন্তু আমাদের জন্য হাতের তালি কে দিবে?আমি কী এমন করছি যার জন্য মানুষ আমাকে স্বাগত জানাবে? কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় পড়–য়া ছয় জনের একটি গ্রুপে একটি প্রশ্ন করেছিলাম, যদি তোমাদের একটা জাদুর প্রদীপ দেয়া হয় এবং তোমাদের প্রত্যেককে তিনিট চাওয়া(আশা) পূরণের সুযোগ দেয়া হয় তবে তোমরা কি চাওয়া পূরণ করতে চাইবে। এক্ষেত্রে অধিকাংশই একটা সাধারণ মনোবাসনা প্রকাশ করল- 'আমরা একজন ভালো মেয়ে সঙ্গী চাই'।
.
গতিময় এই পৃথিবীতে মানুষ তার অবস্থান থেকে স্বপ্ন বা প্রত্যাশার ভিন্ন রূপ দেয় যথাপি এই স্বপ্ন আবদ্ধ থাকে বাস্তবতার বেড়াজালে। বিংশ শতাব্দীর প্রখ্যাত সাইকোলজিষ্ট সাইমুন্ড প্রিউড, যাকে ফাদার অফ সাইকোলজিষ্টবলা হয়,তিনি এই স্বপ্ন নিয়ে অনেক তত্ত্ব উপস্থাপন করেছিলেন। তিনি স্বপ্নকে বাস্তবতা এবং প্রত্যাশার পার্থক্য বলে দাবি করেছেন। অর্থাৎ স্বপ্ন = প্রত্যাশা - বাস্তবতা। সে যাই হোক, স্বপ্নকে বাস্তবতারসাথে মিল রেখেই, বাস্তবায়ন করার লক্ষ্যেএগিয়ে যেতে হবে। সম্ভাবনাময় স্বপ্নকে অসম্ভব বলে ঘরে বসে থাকলে কিছুই হবে না। জীবন থেকে নেতিবাচক চিন্তা-ভাবনা দূর করে ইতিবাচককে আপন করে নিতে হবে। নেতিবাচক কথা মানুষকে পিছিয়ে দেয়,যেমন অসম্ভব, আমাকে দিয়ে হবে না, এখনও অনেক সময়, দেখিনা কি হয় ইত্যাদি। এক্ষেত্রে নেপোলিয়ান বোনাপার্টেরবিখ্যাত উক্তি হচ্ছে- ‘‘আমার শব্দকোষে অসম্ভব বলে কোনে শব্দ নেই”। পাখিততক্ষণ উড়ে বেড়ায়, যতক্ষণ সে ডানা নাড়ায়। ডানা থামিয়ে দিলে মর্ত্যভেূপাতিত হয়। স্বপ্ন ভাঙ্গবে। আবার সেই স্বপ্ন পূরণে লেগে থাকার চেষ্টা করতে হবে।
.
আশা না হারিয়ে বরং আগামীকালের জন্য অপেক্ষা করুন। আমরা কেউই জানিনা রাতের অন্ধকার শেষে সকালের আলো আমাদের তরে কি বয়ে আনবে। প্রতিটি সকাল আমাদের দু’টো সুযোগ দেয়। একটি আরামে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার। আর অন্যটি জেগে উঠে স্বপ্ন বাস্তবায়নে কাজ করার। সুযোগ বেছে নেয়ার দায়িত্ব আমাদের হাতেই। তাই পরিকল্পনা আর আশা নিয়ে প্রতিনিয়ত পড়ে না থেকে নেমে পড়–ন আপনার লক্ষ অর্জনে। শুরু করুন আজ থেকে। স্বপ্নময়ী দৃঢ় পরিশ্রমীর জন্যই সফলতা।
.
নেপোলিয়ান ২৫ বছর বয়সে ইতালীতে জয়ের পতাকা তুলেছিলেন। শচীন টেন্ডুলকার মাত্র ১৮ বছর বয়সেই ক্রিকেট স্টার হয়েছিলেন। এদের সফলতা এমনি এমনি চলে আসেনি। সাকিব আল হাসান মাত্র ২৪ বছর বয়সে বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েছিলেন। তারা স্বপ্ন দেখেছিল এবং বাস্তবতার সাথে মিল রেখে চেষ্টা করেছিল, তাই তাঁরা সফলকাম। স্বপ্ন দেখুন, নেমে পড়ুন, লেগে থাকুন, সফলতা আসবেই। কঠিন কাজকে সহজ এবং নিজের মত করে আপনার সফলতা অর্জন করতে হবে। ঘটনা চক্রে সফলতা দূরে থাকে। আর চক্রকে উল্টানোর দায়িত্ব আপনার। আসুন সহজ-সরল ভাষায় কিছু কৌশল গ্রহণ করি
.
• আপানর পাশ্বে সর্বদা একটা নোট বুক রাখুন, আপনার স্বপ্ন বা প্রত্যাশাটি লিখে রাখুন।
• যা করতে চান তা স্পষ্ট এবং সৃজনশীলভাবে চিন্তা করুন।
• সময়কে সঠিকভাবে মূল্যায়ন করুন।
• কাজের গঠনমূলক পরিকল্পনা করুন, অতিরিক্ত কাজ করার প্রয়োজন নেই, কারণ বিশ্রাম আপনার কর্মদক্ষতাকে বৃদ্ধি করবে।
• সর্বোপরি আপনার স্বপ্নটি বা কাজ সম্পর্কে কারো সাথে শেয়ার না করে, নিজ মনে কাজ চালিয়ে যান (নয়তো অন্যের দ্বারা আপনি নিরৎসাহী হবেন)।
.
আশাবাদী মানুষ নিজের ছোট ছোট ক্ষমতাগুলোকে এক করে ব্যবহারযোগ্য পথ তৈরী করে, জীবনে ছোট ছোট অর্জনে আশা পরিণত হয় বিশ্বাসে। আশাবাদী মানুষ দশগুন উৎসাহের সাথে নিজের কাজ করে থাকে। তারা বিশ্বাস করে তারা জীবনে সফল হবেই। আমেরিকার রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন ছিলেন আশাবাদী মানুষ। তিনি বহুবার বিরোধীদের হারিয়েছেন। জাপানের মানুষ প্রতিদিন ১০০০ বার ভূমিকম্পের সাথে মোলাকাত করেন। তারপরও তারা বেঁচে আছে আশার দৃঢ়তা নিয়ে। তাই, আপনাকে সফলতার যাত্রায় হাঁটতে হবে। স্বপ্ন নিয়ে স্বপ্ন আঁকুন, স্বপ্নতে বাস করুন, বাস্তবায়নের আশায় আলোক পথে নেমে পড়ুন। প্রেরণা দেয়ার কেউ থাকবেনা, বাধা আসবেই। ভয় নেই, আজকের সকালটা একান্তই আপনার, আজকের ২৪টা ঘন্টা একান্তই আপনার। গুণে গুণে প্রতিটা সময় উপোভোগ করুন সফলতা কিংবা বিফলতার রাজ-রাজ্যে।

.

নূর হোসেন ইমরান।
প্রাক্তন ছাত্র।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।

1 comments:

Thank you

ট্রেনের নিচে কাটা পড়ে নিহত আই আই ইউ সি ছাত্র সাজিদের মৃত্যুবার্ষিকী আজ

প্রধান প্রতিবেদক,আই আই ইউ সি নিউজঃ ২০১৫ সালের ১৩ মার্চ। অটাম'১৪ এর ফাইনাল পরিক্ষা দিতে এসে ভার্সিটির রেলগেটে ট্রেনে কাঁটা পড়ে না ফেরার দেশে চলে যান ইকোনমিক্স ব্যাংকিং ডিপার্টমেন্টের ১ম ব্যাচের মেধাবী ছাত্র  সাজিদুল ইসলাম। তিনি ছিলেন মিরসরাই উপজেলার আবু তোরাব গ্রামের বদরুদ্দোজার ছেলে।
.
দেশের রাজনৈতিক অবস্থা খারাপ থাকায় দীর্ঘ বন্ধের পর এক মাস দেরীতে শুরু হওয়া ফাইনাল পরিক্ষা শুরু হওয়ার প্রথম দিনেই এমন ঘটনা সবার মনে দাগ কেটেছিল। কথা ছিলো শহরে পরীক্ষা দিবে।সেইবার শহরের ছাত্রদের জন্য শহরে পরিক্ষার ব্যাবস্থা ছিলো। কিন্তু সব বন্ধু কুমিরায় পরিক্ষা দিচ্ছে তাই তিনিও শহর থেকে এসে কুমিরাতে পরিক্ষা দিবে বলেছিল। কিন্তু তা আর হলোনা।
.
সেদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আই আই ইউ সির প্রবেশ মুখে রেললাইন ক্রস করতে গিয়ে  তিনি দুর্ঘটনার শিকার হন। পরিক্ষা থাকায় তিনি তাড়াহুড়ো করে  ইসলামি বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় রেল লাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। সে সময় পাশাপাশি দুই লাইন দিয়ে একইসঙ্গে দুটি ট্রেন দুই দিকে যাচ্ছিল। চট্টগ্রামমুখী ট্রেনটি অতিক্রমের পর দ্রুত এগোতে গিয়ে ঢাকামুখী পাহাড়িকা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন সাজিদ। চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।

.

ট্রেনের নিচে কিংবা সড়ক দূর্ঘটনায় ছাত্র নিহত হওয়ার ঘটনা আই আই ইউ সিতে নতুন কিছু নয়। বিবিএ র রুবেল,ইইই নিয়াজ মোর্শেদ দের মত তাজা প্রাণ অকালে ঝড়ে পড়েছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। আমাদের চলাচলে একটু সাবধানতায় হয়ত বাঁচতে পারে নিজের মূল্যবান প্রাণ। আর ভার্সিটি অথরিটিরও উচিত প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তার ব্যবস্থা করা। রেলগেইটে এখন দুই জন গেইট ম্যান,কুমিরা সীতাকুন্ড রুটে ভার্সিটির বাস চালু হলেও এখনো ভার্সিটির প্রবেশ মুখে নেই কোন ওভার ব্রীজ,নেই কোন গতি নিয়ন্ত্রণ নিয়ে নির্দেশনা।  আশা করি প্রশাসন এসব ব্যাপারকে ছোট করে না দেখে গুরুত্ব সহকারে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুষ্ঠু ও নিরাপদ চলাচল নিশ্চিত করবেন।


0 comments:

Thank you

নবীনা ছাত্রীদের পদচারনায় আই আই ইউ সির বসন্তকালীন সেমিস্টার ২০১৬ র ওরেন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

সিনিয়র প্রতিবেদক,আই আই ইউ সি নিউজ,চট্টগ্রামঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বসন্তকালীন সেমিস্টার ২০১৬ এর মেয়েদের ওরেন্টেশন প্রোগ্রাম আজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল। স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন (স্ট্যাড) আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত ছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত ভিসি,বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম। 
.
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আজহার বলেন শরীর-মন-আত্মার সমন্বিত বিকাশই শিক্ষার মূল উদ্দেশ্য, আর এই শিক্ষার মাধ্যমেই আদর্শ মানুষ হওয়া যায়। একজন আদর্শ মানুষ পরিবার, সমাজ এবং জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, মূল্যবোধের অবক্ষয়ের কারণে সম্পর্কের নৈতিক বন্ধনগুলো নষ্ট হচ্ছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আধুনিক শিক্ষার প্রয়োজন রয়েছে, তবে তা দেশজ ঐতিহ্য, কৃষ্টি এবং লোকাচারকে বাদ দিয়ে নয়। আর নৈতিকতা চর্চা আর সুষ্ঠু শিক্ষার্জন নিশ্চিত করতে আই আই ইউ সিকে বেছে নেয়া একটি উত্তম সিদ্ধান্ত। সেশন জ্যামের অভিশাপমুক্ত এ বিশ্ববিদ্যালয় সন্ত্রাসমুক্ত।
.
আইআইইউসির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ভারপ্রাপ্ত প্রো ভিসি প্রফেসর ড. মো: দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ,  ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী, আইআইইউসির রেজিস্ট্রার স্কোয়াড্রন লিডার (অব:) মুহাম্মদ নূরুল ইসলাম, ফিমেল একাডেমিক কমপ্লেক্সের চিফ-ইনচার্জ প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, প্রফেসর ড. আবু বক্কর রফিক সহ অন্যান্যরা।
.
আগামীকাল একই ভেন্যুতে ছাত্রদের ওরেন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

0 comments:

Thank you

ইউজিসির সংবর্ধনা পেলেন আই আই ইউ সির ভিসি, প্রোভিসি ও কো অর্ডিনেটর

আই আই ইউ সি নিউজ ডেস্ক,চট্টগ্রামঃ গত ৯ মার্চ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁও  এ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মিলনায়তনে UGC কর্তৃক আয়োজিত "ইউজিসি লেখক সংবর্ধনা ২০১৬" অনুষ্ঠানে লেখক হিসেবে সম্বর্ধিত হলেন IIUC'র মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আজহারুল ইসলাম স্যার, প্রো-ভাইস চ্যান্সেলর  (চলতি দায়িত্ব) প্রফেসর ড. দেলোয়ার হোসেন স্যার ও ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের সম্মানিত কো অর্ডিনেটর প্রফেসর সাইফুল ইসলাম স্যার। 

.

ইউজিসি আয়োজিত প্রথম এ অনুষ্ঠানে ৭১ জন লেখককে সংবর্ধনা প্রধান করা হয় যেখানে তিন জন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের। নিঃসন্দেহে এগুলো IIUC'র পথচলায় অনেক বড় অর্জন। আমাদের সবার জন্য গর্ব আর অনুপ্রেরণার উৎস। উল্লেখ্য প্রফেসর সাইফুল ইসলাম স্যার একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাইফুল স্যার সহ মোট ৩জন পেয়েছেন এ সংবর্ধনা। 

.

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ড. নুরুল ইসলাম নাহিদ বলেন " বই লেখার ঐতিহ্যকে ধরে রাখতে হবে। নতুন জ্ঞান সৃষ্টির জন্য বেশি বেশি বই পড়তে হবে। নতুন বই লেখার জন্য আরো বেশি গবেষনা করতে হবে। কেননা গবেষনার মাধ্যমে নতুন নতুন জ্ঞান সৃষ্টি হয়। "

0 comments:

Thank you

আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটে আই আই ইউ সিকে হারিয়ে চবির মধুর প্রতিশোধ

নিজস্ব সংবাদ দাতা,আই আই ইউ সি নিউজঃ গত আসরে প্রথম রাউন্ডেই বিদায়। এবারের আসরে প্রথম ম্যাচে সে একই প্রতিপক্ষ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। তাই সুযোগের হাত ছাড়া করল না চট্টগ্রাম  বিশ্ববিদ্যালয়। হারের সুদটা তাই ভালভাবেই নিল চট্টগ্রামের এ পাবলিক বিশ্ববিদ্যালয়টি। দখিনা আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টূর্নামেন্ট ২০১৬ আসরে  আইআইইউসি কে প্রথম ম্যাচে  ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
.
গতকাল শনিবার সাগরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে আইআইইউসি। ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে ৩ ওভার বাকি থাকতে বিনা উইকেটে জয়ের দ্বারপ্রান্তে পৌছে যায় চবি। ক্যাচ মিস আর বাজে বোলিং এর কারণেই নিজেদের হারের কারণ হিসেবে দেখছেন আই আই ইউ সির অধিনায়ক।  তাছাড়া ব্যাটিং এ বেশ ভাল করেছে চবি। তাই জয়টা তাদের প্রাপ্য বলে মনে করেন আই আই ইউ সি ক্যাপ্টেন। ট্রুনামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোতে জেতা ছাড়া কোন বিকল্প দেখছে না আই আই ইউ সি একাদশ। নিজেদের ভুল গুলো ঠিক করে  আগামী ম্যাচ গুলোতে ঘুরে দাঁড়াবে আই আই ইউ সি একাদশ,এটা সকলের প্রত্যাশা।
.
একই ভেন্যুতে আই আই ইউ সির পরবর্তী ম্যাচ ইন্ডিপেনডেন্ট ইউনিভারসিটি চট্টগ্রামের সাথে আগামী ৭ তারিখ দুপুর দেড়টায়। গত আসরের পরিসংখ্যানে আই আই ইউ সি এগিয়ে থাকলেও মাঠের খেলার আগে কোন কিছুই বলা যাচ্ছেনা। ট্রুনামেন্টে টিকে থাকতে হলে বাকী প্রত্যেকটি ম্যাচে জয় ছাড়া বিকল্প কিছু নেই আই আই ইউ সির জন্য।

0 comments:

Thank you

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট ট্রুনামেন্টে আজ মাঠে নামছে আই আই ইউ সি

আই আই ইউ সি নিউজ ডেস্ক,চট্টগ্রামঃ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে দখিনা  আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট ট্রুনামেন্ট ২০১৬  চট্টগ্রামে দ্বিতীয়বারের মত আজ শনিবার থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অংশ নিবে গতবারের চ্যাম্পিয়ন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)। দিনের দ্বিতীয় খেলায় দুপুর দেড়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে  মাঠে নামবে গতবারের সেমিফাইনালিস্ট আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। গতবার গ্রুপ পর্বে উভয় দলের দেখায় আই আই ইউ সি হারিয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কে। সে পরিসংখ্যানে আই আই ইউ সি এগিয়ে থাকলেও মাঠে চূড়ান্ত লড়াই দেখা যাবে দু দলের মধ্যে।
.
চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বৃহত্তর চট্টগ্রামের ৮টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। দলগুলো হলো: বিজিসি ট্রাস্ট ইউনিভাসির্টি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সাদার্ন ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (্্ইডিইউ), চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
.
সাড়ে আট লাখ টাকা বাজেটের এ টুর্নামেন্টের অধিকাংশ ব্যয় বহন করছে সৃজনশীল বাংলা মাসিক দখিনা। তারা ছয় লাখ টাকার আর্থিক পৃষ্টপোষকতা দেবে। টুর্নামেন্টকে সামনে রেখে এমএ আজিজ স্টেডিয়ামস্থ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

0 comments:

Thank you

মানসিক প্রতিবন্দীর মত নয়,বরং ছবি তোলা হোক সামাজিক অসংগতি তুলে ধরার হাতিয়ার

কিছু দিন আগে এক ছেলে নিজের বাবার লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যাচ্ছে। সেই ছবি ফেসবুকে আপলোড দিয়েছে। ক্যাপশন- "আমি এবং আমার কাঁধে বাবার লাশ, কবরের দিকে যাচ্ছি। সবাই দোয়া করবেন" এক মেয়ে রিক্সায় বসে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছে। ক্যাপশনে ফটো ক্রেডিট হিসেবে লিখেছে- "প্রতিবন্ধী"! ছবিতে কমেন্ট দিলাম- এতদিন জানতাম "প্রতিবন্ধী স্টাইল" ফটোশুট হয়, কিন্তু ফটোগ্রাফার "প্রতিবন্ধী" হয় এই প্রথম শুনলাম।
.
মনে আছে?? রমজানের সময় তারাবীহর নামাজে সেজদারত এক মেয়ের সেলফির কথা?? কতটা অসুস্থ হলে এমন কাজ করা যায়! কিছুদিন আগে দেখলাম এক ছেলে তার মায়ের জন্য খোড়া কবরের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে!হায় ঈশ্বর!! কদিন আগের ঘটনা এক ছেলে তার মৃত দাদার লাশের সাথে সেলফি তুলেছে! ক্যাপশন- 'গুড বাই দাদু' আরেক মেয়ে রেডিসনে খেতে গিয়ে খাবার সামনে রেখে সেলফি আপলোড দিয়েছে। ক্যাপশন- "ইয়ো ইয়ো....এত্তগুলা ইয়াম্মি" ক্যাপশন যেমনি ছিলো, সবগুলোর মুখের ভঙ্গিমা দেখে মনে হয়েছিলো ওটা রেস্টুরেন্ট নয়, কোন এক প্রতিবন্ধী হাসপাতাল ছিলো।
.
আরেক ছেলে ক্লাসে বসে ছবি আপলোড করেছে। ক্যাপশন - "ম্যাডাম কিন্তু হেব্বি" ফটোক্রেডিট- "বলদ" রামপুরা ব্রীজের উপর দাঁড়িয়ে আরেক গ্রুপ সেলফি আপলোড দিয়েছে। ক্যাপশন- "উই অল গাইজ আর রকজ, মালের ভ্যাট শকজ্" হজ্ব করতে গিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে আপলোড দিয়েছে এক ব্যাক্তি। ক্যাপশন- "it's imagine, I'm LOL"
.
এই যখন আমাদের সেলফি প্রেমী আর বাপের টাকায় DSLR কিনে রাতারাতি বনে যাওয়া ডিজিটাল ফটোগ্রাফারদের ছবির ক্যাপশন.......তখন মনে পড়ে যাচ্ছে কেভিন কার্টারের কথা। ১৯৯৪ তে কেভিন সুদানে একটি ছোট্টো বাচ্চার ছবি তুলেছিলেন। কংকাল প্রায় বাচ্চাটি হামাগুড়ি দিয়ে এগুচ্ছিল
খাবারের জন্য। পাশেই একটি শকুন অপেক্ষা করছিলো বাচ্ছাটি মারা যাবার জন্য। কেভিন ওই বাচ্ছাটিকে খাবার পেতে সহায়তা না করার যন্ত্রনায় আত্মহত্যা করেছিলো। নিচের দ্বিতীয় ছবিটি হল কেভিনের তোলা সে ছবি। অথবা, কয়েকদিন আগেই সাগর পাড়ের আইলানের ছবি তোলা সাধারন ফটোগ্রাফারের কথাই ধরুন। যেই ছবিটি সারা দুনিয়া কাঁপিয়ে দিলো। চাইলেই আমরাও আমাদের ক্যামেরার ল্যান্স কাজে লাগিয়ে আমাদের সমাজের অনেক অসংগতি তুলে ধরতে পারি সারা বিশ্বের কাছে। অথছ আমরা ছবি তুলি মানসিক প্রতিবন্ধীর মত আর ক্যাপশন দেই উন্মাদের মত। আমাদের বিকৃত মস্তিষ্কও যে দিন দিন বিকৃত হয়ে যাচ্ছে এগুলোই তার প্রমান।

লিখাঃ অপদার্থ পদার্থবিদ

0 comments:

Thank you

মাস্টার্স প্রোগ্রাম চালুর অনুমোদন পেল আই আই ইউ সির ইকোনোমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট

আই আই ইউ সি নিউজ ডেস্ক,চট্টগ্রামঃ যখন অনুমোদিত ক্যাম্পাস নিয়ে নানা মহলে নানান কথা শোনা যাচ্ছে,ঠিক সে সময়ই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট এর ছাত্রছাত্রী ও অভিভাবকদের পক্ষ থেকে শুকরিয়া আদায় করার একটা উপলক্ষ তৈরী হল। এতদিন তাদের মাস্টার্স নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, আজ তা কেটে গেল।
.
আসন্ন সেমিস্টার থেকে আই আই ইউ সিতে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং এর উপর মাস্টার্স করা যাবে। আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ইউ জি সি থেকে ই বি ডিপার্টমেন্ট এর সম্মানিত স্যারের কাছে মাস্টার্স প্রোগ্রামের অনুমোদন সংক্রান্ত চিঠি আসে। ডিপার্টমেন্ট এর সম্মানিত একজন শিক্ষকের সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
.
তিনি আরো জানান চলতি Spring-2016 থেকে চালু হবে এই মাস্টার্স প্রোগ্রাম। যারা Economics & Banking এ গ্রাজুয়েশন করেন নাই, তারাও এই মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। তবে এক্ষেত্রে Economics & Banking গ্র্যাজুয়েটদের তুলনায় অন্য ব্যাকগ্রাউন্ডের গ্র্যাজুয়েটদেরকে এক সেমিস্টার বেশি করতে হবে।

0 comments:

Thank you

মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইআইইউসি'র দ্বিপক্ষীয় সহযোগিতা মূলক চুক্তি

আই আই ইউ সি নিউজ ডেস্ক,২রা মার্চঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাথে মালয়েশিয়ান দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাথে খুব শীঘ্রই সম্পাদিত হতে যাচ্ছে দ্বিপক্ষীয় সহযোগিতা মূলক চুক্তি অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয় গুলো হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া(IIUM) এবং অন্যটি হচ্ছে ইউনিভার্সিটি সেইন ইসলাম মালয়েশিয়া (USIM)। IIUM বিশ্বব্যাপী সমাদৃত একটি উল্ল্যেখযোগ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং USIM হচ্ছে মালয়েশিয়ার অন্যতম স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়।

চুক্তি সম্পাদন অনুষ্ঠানে অংশগ্রহণের ইতিমধ্যেই মালেশিয়ার উদ্দেশে যাত্রা করেছেন আইআইইউসি প্রতিনিধিবৃন্দ, যার নেতৃত্বে রয়েছেন ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ এর ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী স্যার। তাছাড়া IIUM-এ পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য প্রারম্ভিক যাবতীয় প্রক্রিয়া সম্পাদনের জন্য ড. সোবহানীর সঙ্গে রয়েছেন আইআইইউসি'র চারজন শিক্ষক এবং দুইজন কর্মকর্তা। শিক্ষকবৃন্দ হলেন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক, ইংরেজি ভাষা ও সাহিত্য; জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান রবিন, সহকারী অধ্যাপক, মার্কেটিং; জনাব মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরি, সহকারী অধ্যাপক, ম্যাথমেটিকস; জনাব মোঃ মনজুর হোসাইন পাটোয়ারী, সহকারী অধ্যাপক, আইন বিভাগ। কর্মকর্তারা হলেন SDSWD এর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মাহফুজুর রহমান এবং অতিরিক্ত পরিচালক মিস ফারহানা ইয়াসমিন চৌধুরি। অন্যদিকে ভিসি অফিসের অতিরিক্ত পরিচালক জনাব সিরাজুল আরেফিন যিনি আরো আগেই মালেশিয়াতে অবস্থান করছেন।

এদিকে প্রতিনিধি দলের প্রধান প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী স্যারের এই নিয়ে তাঁর ফেইস বুক স্ট্যাটাসে বলেছেন এটি তাঁর ২২তম সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এ যাত্রায় তিনি সবার দোয়া কামনা করছেন।

0 comments:

Thank you

কানাডার ক্যাপ ব্রিটন ইউনিভার্সিটির সাথে আই আই ইউ সির চুক্তি সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আই আই ইউ সি নিউজ,চট্টগ্রামঃ কানাডার কেপ ব্রেইটন বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পাদিত চুক্তির অংশ হিসেবে গত ২৯শে ফেব্রুয়ারি, ২০১৬ তারিখে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ভিউ একচেঞ্জ সেমিনার। উক্ত সেমিনারে কী- নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন কেপ ব্রেইটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রিক্রুটমেন্ট বিভাগের ম্যানেজার মিস্টাএ ব্রিট ম্যাক লিন।  আলোচনার পাশাপাশি কানাডায় ক্রেডিট ট্রান্সফার সহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের উত্তর দেন কানাডার এ প্রতিনিধি।  

বেলা ১২:৩০ মিনিট থেকে আই আই ইউ সির সেন্ট্রাল অডিটোরিয়ামে তিনি অংশ নেন এক ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রামে ৷ ক্যাম্পাস চিপ এবং ভারপ্রাপ্ত প্রোভিসি প্রফেসর ডঃ দেলোয়ার হোসাইন স্যারের উপস্থিতিতে তিনি তার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন ৷ সর্বশেষ ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ৷ 

এর আগে সকালে মিস্টার ব্রিট্ট ম্যাকলিন তার বিশ্ববিদ্যালয়ের সাথে আইআইইউসি'র একটি চুক্তিপত্র বিনিময় করে ৷ এতে আইআইইউসি'র ভিসি প্রফেসর ডঃ এ কে এম আজহারুল ইসলাম সহ অন্যান্যরা  উপস্থিত ছিলেন ৷ 


উল্লেখ্য , এখন থেকে আইআইইউসি'র ছাত্র ছাত্রীরা স্নাতক / স্নাতোকত্তোর লেভেলে "ক্যাপ ব্রিটন ইউনিভার্সিটি , কানাডা" এর সাথে ক্রেিডট ট্রান্সফার করতে পারবেন এবং নির্দিষ্ট ক্রেডিট ক্যাপ ব্রিটনে শেষ করে কানাডিয়ান ডিগ্রী অর্জন করতে পারবেন ৷ এই চুক্তির ফলে পাশ্চাত্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আইআইইউসিয়ানদের IELTS/ GRE/GMAT করতে হবে না ৷ আগ্রহী ছাত্র ছাত্রীগন পার্ট টাইম জব করতে পারবেন ৷

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News