আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

আই আই ইউ সি'র সায়েন্স ,বিজনেস এবং শরিয়াহ ফ্যাকাল্টির ডীন পরিবর্তনসহ বিভিন্ন পদে রদবদল


রিপোর্টার:: রোটেটর রোটেট , প্রতিনিধি, আই আই ইউ সি নিউজঃ

একই সাথে  আই আই ইউ সি'র তিনটি ফ্যাকাল্টি " সায়েন্স , বিজনেস এবং  শরিয়াহ " ফ্যাকাল্টির ডীন পরিবর্তন হয়েছে । 
  • সায়েন্স ফ্যাকাল্টির নতুন ডীন হিসেবে নির্বাচিত হয়েছেন - প্রফেসর ড. মনিরুল ইসলাম
      তিনি এর আগে কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।






  • বিজনেস ফ্যাকাল্টির নতুন ডীন হিসেবে নির্বাচিত হয়েছেন -প্রফেসর ড. আবদুল হামিদ চৌধুরী



  • শরিয়াহ ফ্যাকাল্টির নতুন ডীন হিসেবে নির্বাচিত হয়েছেন -প্রফেসর ড. নাজমুল হক নদভী 
         তিনি এর আগে হাদিস ডিপার্টমেন্ট এর হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন। 


  • হাদিস ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত হেড হিসেবে দায়িত্ব নিয়েছেন সেলিম উদ্দিন স্যার
  • সি আর পি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আকতারুজ্জামান স্যার

     আগামী ১অক্টোবর ২০১৬ থেকে স্যারদের দায়িত্ত্ব কার্যকর হবে।




                         




আই ইউ নিউজ পরিবারেরর পক্ষ থেকে স্যারদের জন্য রইল প্রাণ প্রাণঢালা অভিনন্দন ও  শুভেচ্ছা । 

2 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News