আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

পড়া লেখার পাশাপাশি মানববতার সেবায় নিজেকে উৎসর্গ এবং সামাজিক, সাংস্কৃতিক সকল ন্যায়কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে।

হযরত আলী (রা.) অাবাসিক হলের স্প্রিং-২০১৬ এর বিদায়ী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।
.
অাজ বাদ মাগরিব হলের সেমিনার রুমে হল প্রভোস্ট মুঃ রফিকুল হক স্যারের সভাপতিত্বে ও ছাত্র প্রতিনিধি মুজাম্মেল হকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দেলওয়ার হোসেন স্যার।
.
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ছাত্র হিসেবে প্রত্যককেই তার সময়ের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে।স্বপ্ন কে সামনে রেখে এগিয়ে যেতে হবে।পড়া লেখার পাশাপাশি মানববতার সেবায় নিজেকে উৎসর্গ এবং সামাজিক, সাংস্কৃতিক সকল ন্যায়কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে।
.
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উসমান (রাঃ) হলের প্রভোস্ট আব্দুল মালেক স্যার, আবু বকর (রাঃ) হলের প্রভোস্ট আ.ফ.ম. নুরুজ্জামান স্যার, ৫ নং হলের প্রভোস্ট সলিমুল্লাহ ফরহাদ স্যার, ইইই ডিপার্টমেন্ট এর আতিকুল ইসলাম স্যার,সহকারী প্রোক্টর নাজমুস সাকিব স্যার, হল হাউজটিউটর গোলাম সারওয়ার চৌধরী স্যার, স্টুডেন্ট'স ইসলামিক দা'ওয়াহ সার্কেল পরিচালক নুরে অালম সিদ্দিকি।
.
বিদায়ী ছাত্রদের মধ্যে স্মৃতিচারণ করেন মুহাম্মদ উল্লাহ, আব্দুল হালিম, শহিদুল ইসলাম, মাহবুব উল্লাহ তানভীর, আহমেদ উমর, হাছান, শাহরিয়ার সহ প্রমুখ ।
.
প্রোগ্রাম শেষে বিদায়ী ছাত্রদের স্মৃতি উপহার হিসেবে ক্রেস্ট প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দেলওয়ার হোসেন স্যার। এবং বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে হল প্রভোস্ট, হাউজ টিউটর স্যারকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
. বার্তা ঃআলাউদ্দীন খান রাজু





0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News