আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

ফেসবুকে সময় দিয়ে ‘টেক্সট বুক’ ভুলে যেওনা: পলক

 ফেসবুকে বেশি সময় দিতে গিয়ে টেক্সট বুক (পড়ার বই) ভুলে যেতে না করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার
গ্রামীণফোন আয়োজিত ‘কাস্টমার ফার্স্ট ডে’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘২০০৮ সাল থেকে পড়ার বইয়ে বিষয় হিসেবে আইসিটি যুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা তথ্যপ্রযুক্তির আওতায় এনেছি। ষষ্ঠ শ্রেণি থেকেই যুক্ত হচ্ছে প্রযুক্তির সাথে, শিক্ষার্থীরা বেড়ে উঠছে প্রোগ্রামিং জ্ঞান নিয়ে। কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে ইন্টারনেট আসক্ত হয়ে যাওয়া যাবে না। ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে পাঠ্যবই ভুলে যাওয়া চলবে না।’
তিনি বলেন, ‘আগে বলা হতো, বড় হতে হলে ভালো করে গণিত-ইংরেজি চর্চা করো তাহলে পড়ালেখায় ভালো করবে। এখন তার সাথে প্রোগ্রামিং কোডিংটাও শিখতে বলা হয়। কারণ, বর্তমান বিশ্বে ফেসবুক গুগল প্রতিষ্ঠাতা জাকারবার্গ, ল্যারি পেইজের মত মানুষেরা বিখ্যাত হয়েছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সাইবার জগতকে নিরাপত্তা দেয়ার জন্য একটা ইন্টারনেট লিটারেসি সেল করবো যেখানে ইন্টারনেট ব্যবহারকারীদের সচেতন করা হবে। সেই সাথে আগামী বছর থেকে সচেতন ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এবং ইন্টারনেটকে নিরাপদ রাখার জন্য কাজ করে এমন ব্যবহারকারী ছাত্র-ছাত্রীদেরকে ‘ইন্টারনেট হিরো’ হিসেবে পুরস্কৃত করতে চাই। তারা ইন্টারনেটের জগতে খারাপের বিপক্ষে, ভালো’র পক্ষে, সদ্বব্যবহার করা এবং নিরাপদ রাখা নিয়ে কাজ করবে।’

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News