আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

ছাত্র হিসেবে প্রত্যককেই তার সময়ের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে




 হযরত অাবু বকর (রা.) অাবাসিক হলের স্প্রিং-২০১৬ এর বিদায়ী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অাজ বাদ মাগরিব  অনুষ্ঠিত এ সংবর্ধনায় ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম ও মুনাজ্জির অাহমেদ এর পরিচালনায় হল প্রভোস্ট অা.ফ.ম নুরুজ্জামান স্যার সভাপতিত্ব করেন । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দেলওয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ছাত্র হিসেবে প্রত্যককেই তার সময়ের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে।স্বপ্ন কে সামনে রেখে এগিয়ে যেতে হবে।পড়া লেখার পাশাপাশি মানববতার সেবায় নিজেকে উৎসর্গ এবং সামাজিক, সাংস্কৃতিক সকল ন্যায়কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যান্য মাধ্যম গুলোতে সক্রিয় ভুমিকা পালন করার পাশাপাশি একজন ছাত্রকে "বি পজেটিভ" ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। সর্বশেষ তিনি বলেন একজন ছাত্র হিসেবে প্রতিবেশীর হক্ব পালন করার পাশাপাশি পিতা-মাতার সেবা এবং তাদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করতে হবে।
.
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব নাজমুস সাকিব স্যার, হলের সাবেক ওয়ার্ডেন আতিকুল ইসলাম স্যার, ৫ নং হলের সম্মানিত প্রভোস্ট ছলিমুল্লাহ ফরহাদ স্যার প্রমুখ। ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাসানুল বান্নাহ এবং স্বাগত বক্তব্য রাখেন হলের প্রধান নকীব সাইফুল ইসলাম 

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News