আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

সেন্ট্রাল মসজিদে অব্যস্থাপনা :: দেখার কেউ নাই ৷

রিপোর্টার:: অনন্ত আকাশ, প্রতিনিধি, আই আই ইউ সি নিউজঃ 
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়  আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের  নান্দনিক স্থাপত্যশালীর  প্রশংসা সর্বময়ী হলেও  অযত্ন আর অবহেলায় দীর্ঘদীন ধরে সৌন্দর্য্য হারাচ্ছে বাংলাদেশের  অন্যতম দৃষ্টিনন্দন এ মসজিদ টি । সরেজমিনে দেখা গেছে  দ্বিতল এ মসজিদের প্রধান সমস্যা সাউন্ড সিস্টেম ৷
দীর্ঘদীন ধরে জিইয়ে থাকা  সাউন্ড সিস্টেম সমস্যার সমাধান হয়নি আজও । ফলে খুতবা আর ঈমামে কিরাত শুনতে সমস্যায় পড়তে হয় মুসল্লীদের। এছাড়া দেখা গেছে মসজিদটির  মিনারের উপর কয়েকটি টাইস ভেঙ্গে পড়ে গেছে দীর্ঘদিন আগেই ৷ বৃষ্টি হলেই মসজিদের ছাদের কোন কোন অংশ দিয়ে চুইয়ে  পানি পড়ছে ৷  স্থাপত্যের বিশালতা এবং  নান্দনিকতা  কিংবা সৌন্দর্যে অপরূপা হলেও মসজিদে নেই কোন শীতাতপ নিয়ন্ত্রন  ব্যবস্থা । এছাড়াও মসজিদের তুলনায় ওজুখানাটি  যথেষ্ট ছোটই বলা চলে সেই সাথে   বাথরুম অপরিষ্কার থাকার অভিযোগ  শোনা যায় অহরহ  । এসব সমস্যার কারণে শিক্ষার্থীদের পাশাপাশি মুসল্লীদেরও সমস্যায় পড়তে হচ্ছে ৷ মসজিদে বর্তমানে  স্থায়ী কোন খতিব নাই  অথচ শুক্রবারে মসজিদে মাস্টার্সের শিক্ষার্থীদের পাশাপাশা আশেপাশের দুর-দুরান্তের লোকজনও নামাজ আদায় করতে আসেন ৷

মসজিদের এসব সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়ার জন্য আজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রতিনিধিবৃন্দ ছাত্রদের পক্ষ থেকে মাননীয় প্রো ভিসি প্রফেসর ড. দেলোয়ার হোসেন স্যারের কাছে আবেদন করে বলে আই আই ইউ সি নিউজকে জানান।
.
প্রতিষ্ঠার পর হতেই   দূরদূরান্ত থেকে    অনেকে তাদের  পরিবার নিয়ে কিংবা বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে আসছেন আই আই ইউ সি ক্যাম্পাস  । তাই দৃষ্টি নন্দন ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষা করার জন্য কতৃপক্ষের আরো যত্নশীল হও‍য়া প্রয়োজন বলে মনে করছেন বিভিন্ন মহলের লোকজন পাশাপাশি  শিক্ষার্থীদেরও আরো অধিক দায়িত্বশীল হওয়া এখন সময়ের দাবী ৷

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News