আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

বিজ্ঞান অনুষদের আয়োজনে আই আই ইউ সি ইন্টারন্যাশনাল কনফারেন্সের প্রস্তুতি সভা

আইআইইউসি’র বিজ্ঞান অনুষদের আয়োজনে  ইন্টারন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠানের প্রস্তুতি সভা  অনুষ্ঠিত হয়ে গেল।  আজ রোববার বিকালে এ উপলক্ষে কনফারেন্স অর্গানাইজিং কমিটির এক প্রস্তুতি সভা আইআইইউসি’র সম্মেলন কক্ষে প্রো-ভাইস চ্যান্সেলর এবং কমিটি কনভেনার প্রফেসর ড. দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সপ্তম এই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, কমিটির কো-কনভেনার মুহাম্মদ সামসুল আলম, সদস্য সচিব তানভীর আহসান, আইআইইউসি’র প্রক্টর প্রফেসর ড. শাফিউদ্দিন মাদানী, প্রফেসর ড. মনিরুল ইসলাম, স্টুডেন্ট এফেয়ার্স ডিভিশনের পরিচালক আ জ ম ওবায়েদুল্লাহ, সিএসই বিভাগের প্রধান মেহেদি হাসান, আ ন ম রেজাউল করিম, শাহনাজ পারভিন, ফার্মাসি বিভাগের প্রধান মোঃ মাসুদুর রহমান, ইটিই বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার আবদুল গফুর প্রমুখ।
সভায় কনফারেন্সে অংশগ্রহণ নিবন্ধন নিশ্চিতকরণ, প্রবন্ধ বাছাই, প্রকাশনা ইত্যাদি বিষয়ে   বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে দেশের প্রায় সবক’টি সরকারী বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং বিদেশের প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়গুলোর গবেষক-প্রতিনিধগণ অংশগ্রহণ করবেন। সভাপতির বক্তব্যে আইআইইউসি’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দেলাওয়ার হোসেন বিজ্ঞান অনুষদের এই প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সর্বত্মক সহযোগিতা করার আহ্বান জানান। (বিজ্ঞপ্তি)

উল্লেখ্য আগামী ২৮-২৯ অক্টোবর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অনুষ্ঠিত হবে International Conference on Innovations in Science, Engineering and Technology 2016 (ICISET 2016)

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News