আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

প্রিয় মুখ ঃসুলতানা জাহান সুমনা ম্যাম, সহকারী অধ্যাপক। ইংরেজী সাহিত্য বিভাগ

সুলতানা জাহান সুমনা ম্যাডাম । আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার (DELL) এর সহকারী অধ্যাপক । বিভাগে নিবাগত হলেও শিক্ষকতা করে আসছেন বহুদিন ধরে।  গত বছর ২রা মে তিনি সহকারী অধ্যাপক হিসেবে আই আই ইউ সির  ইংরেজী বিভাগে  যোগদান করেন। এর পূর্বে তিনি নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজী ডিপার্টমেন্টে প্রায় নয় বছর শিক্ষকতা করেন।একই সাথে মানরাত বিশ্ববিদ্যালয়েও এক বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। 
.
শিক্ষা জীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে ইংরেজী তে এম ফিল সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।
.
ব্যাক্তিগত ভাবে সুলতানা জাহান একজন শিক্ষক পরিবারের সদস্য। তিনি আই আই ইউ সির ইংরেজী বিভাগে দুটি কারণে যোগ দিয়েছেন।  প্রথমত তার পরিবারের বিশেষ করে  বড় ভাইয়ের  প্রেরণা, দ্বিতীয়ত মেয়েদের কে পৃথকভাবে পাঠদানের জন্য আধ্যাত্মিক অনুভূতি। বাংলা ও ইংরেজী ভাষা সাহিত্যে তিনি অনেক জ্ঞান সম্পন্ন একজন ব্যাক্তি। 
আন্তর্জাতিক জার্নালে তাঁর অনেক গবেষনা পত্র রয়েছে যার মধ্যে উল্লেখ যোগ্য হল
.
1) Structuralism and post-structuralism: An overview & quot; Islamic University studies,(kustia)No. 11,Vol.2,2009.
.
2) Singing Thy Sweet Radiance Encircling the Gem like World: A Comparative Study between Gerard Manley Hopkins and Rabindranath Tagore ;. International Journal of Applied Linguistics English Literature (Australia). 2014 
.
3)A Quest for Idyllic Beauty in the Land of
Mystery: A Comparative Discussion between
Tagore, Aimless Journey & apos; (Niruddesh Jatra) and Frost ;Stopping by Woods On a Snowy Evening &  IIUC Studies.
.
4) Religious Experience of Herbert and Hopkins:  Comparative Study, International Journal of Ethics in Social Sciences, 2015 .
.
তিমি তাঁর মেধা ও অভিজ্ঞতা কে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে আগ্রহী। শিক্ষার্থীদের যেকোন সমস্যা সমাধানে তিনি সর্বদা প্রস্তুত থাকেন।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News