আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

জাতিসংঘের স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ বাংলাদেশি তরুণদের

জাতিসংঘের ইয়ুথ অ্যান্ড অ্যাডভাইজরি প্যানেলের (ইউএনওয়াইএপি) স্বেচ্ছাসেবক হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি তরুণেরা। জাতিসংঘের ইন্টারএজেন্সি থিম গ্রুপ ও বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের সঙ্গে তথ্য-ধারণা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে ইউএনওয়াইএপি।

২০১৪ সালে জাতিসংঘের ইয়ুথ অ্যান্ড অ্যাডভাইজরি প্যানেলের (ইউএনওয়াইএপি) প্রতিষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে ৩০ জন তরুণ স্বেচ্ছাসেবক কাজ করার সুযোগ পান।
স্বেচ্ছাসেবক পদে আবেদন করতে বাংলাদেশি নাগরিক হতে হবে। বয়স হতে হবে ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে হয় বলে এখানে কোনো বেতন-ভাতা নেই। স্বেচ্ছাসেবক হিসেবে জাতিসংঘের উন্নয়ন, মানবাধিকার ও শান্তিমূলক বিভিন্ন এজেন্ডা নিয়ে কাজ করতে হবে। জাতিসংঘের তরুণ নেতৃত্ব উদ্যোগের আওতায় বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়ার পাশাপাশি স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। তরুণদের নেটওয়ার্ক, কমিউনিটিতে যোগাযোগে অভিজ্ঞতা, ব্যক্তিগত বিভিন্ন দক্ষতা এ ক্ষেত্রে আবেদনকারীকে অন্যের চেয়ে এগিয়ে রাখবে।
ইউএনএফপিএ (www.unfpabgd.org), ইউএনভি (www.unvbangladesh.org), ইউএনআইসি (www.unicdhaka.org), ইউএন বাংলাদেশের (www.un-bd.org) ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া যাবে। আবেদনপত্র পূরণ করে ১০ অক্টোবরের মধ্যে এই ঠিকানায় (unyapbangladesh@gmail.com) মেইল করতে হবে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন: http://www.un-bd.org/News/Details/2057 

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News