আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

কুর'আন অনুবাদপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কুর'আনের পাশাপাশি হাদিস অনুবাদ ও ফিকাহর প্রতিযোগিতাও চালু করতে হবে...প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ।
.
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শরিয়াহ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ বলেছেন কুর'আনের পাশাপাশি হাদিস অনুবাদ ও ফিকাহর প্রতিযোগিতা চালু করতে হবে। আজ কুর'আন অনুবাদপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
.
QSIS ডিপার্টমেন্টের হ্যাড ড. মুস্তফা কামিল স্যারের সভাপতিত্বে এবং QSIS ক্লাবের শিক্ষা সম্পাদক রবিউল হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুর'আন অনুবাদপাঠ প্রতিযোগিতার কনভেনার মুঃ মাসুম সরকার আল আযহারী স্যার, সহকারী অধ্যাপক শফিকুর রহমান আল আযহারী, লেকচারার এরশাদুর রহমান, সেনার্ক ডিভিশনের লেকচারার সিরাজুল মাওলা স্যার।
.
2nd সেমিস্টারের ছাত্র জহিরুল ইসলামের কোরআন তেলাওয়াত ও মেহরাব হুসাইনের ইসলামি সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এ প্রোগ্রামে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিযোগিতার কনভেনার মাসুম সরকার আল আয আযহারী স্যার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন DIS বিভাগের জাহিদ হাসান।
.
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন মেহমান বৃন্দ। এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সবাইকে সার্টিফিকেট দেয়া হয়।
.
অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতি ও কনভেনার স্যারকে সম্মাননা গিফট দেয়া হয়।
#প্রতিযোগিতায় যারা বিজয়ীঃ
১। এ কে এম বদরুজ্জামান (DIS)
২। আব্দুস সালাম তালুকদার (DIS)
৩। মহিউদ্দিন রুহানি (QSIS)
৪। নোমান সিদ্দিকি (QSIS)
৫। ফুরকান উদ্দিন (LAW)
৬। মুঃ জাহিদ হাসান (DIS)
৭। তানভীর হুসাইন(QSIS)
৮। আব্দুর রহমান সাইফ(QSIS)
৯। সালাহ উদ্দিন (LAW)
১০। সাখাওয়াত হুসাইন (QSIS)

লেখা-আলাউদ্দীন খান রাজু





0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News