ভর্তিচ্ছুদের পদচারনায় মুখর আই আই ইউ সি ক্যাম্পাস
নিজস্ব প্রতিনিধি, আই আই ইউ সি নিউজঃ শেষ হল আন্তর্জাতিক ইসলামী
বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অটাম ২০১৫ সেমিস্টারের ১ম পর্বের ভর্তিচ্ছুকদের
ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যলয়ের প্রধান ক্যাম্পাস,ফিমেল একাডেমিক বিল্ডিং ও
সিটি ক্যাম্পাসে এক যোগে চলে এ পরীক্ষা।গতকাল শনিবার পরীক্ষার প্রথম দিন
ছিল QSIS,SHIH,BBA,ELL ও Pharmacy বিভাগের পরীক্ষা। আজ ২য় দিন ছিল
ইঞ্জিনিয়ারিং( EEE/CSE/ETE ),আইন ও ইকোনমিক্স এন্ড ব্যাংকিং বিভাগের লিখিত ও ভাইভা পরীক্ষা।
প্রধান ক্যাম্পাস থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন আজ সকাল থেকে ভর্তিচ্ছুদের পদচারনায় মুখরিত ছিল আই আই ইউ সি ক্যাম্পাস।আজ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি,ল ফ্যাকাল্টি এবং ইবি ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল। নবীনদের সহায়তা দিতে নিরলসভাবে কাজ করেছেন স্বেচ্ছাসেবকরা। ডিপার্টমেন্টের ক্লাবগুলোর উদ্যোগে সাজানো হয়েছে ডিপার্টমেন্টগুলো। ক্লাবগুলোর উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্প,প্রজেক্ট ফেয়ার সহ নানা আয়োজন সম্পন্ন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে টেলিকম ক্লাবের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং। একই সাথে ইইই ক্লাবের সদস্যেদরও ভর্তিচ্ছুদের সার্বিক সহায়তা দিতে দেখা গিয়েছে। লিখিত পরীক্ষা ১২ টায় শেষ হলে এরপরই ভাইভা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস চিফ পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।
আগামী ১২ই আগস্ট বিকেলে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে বলে ভার্সিটি সূত্রে জান গেছে, লিখিত ১০০,ভাইভা ১০ ও জিপিএ ১০, মোট ১২০ নাম্বারের ভিত্তিতে এ ফলাফল দেয়া হবে।
প্রধান ক্যাম্পাস থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন আজ সকাল থেকে ভর্তিচ্ছুদের পদচারনায় মুখরিত ছিল আই আই ইউ সি ক্যাম্পাস।আজ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি,ল ফ্যাকাল্টি এবং ইবি ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল। নবীনদের সহায়তা দিতে নিরলসভাবে কাজ করেছেন স্বেচ্ছাসেবকরা। ডিপার্টমেন্টের ক্লাবগুলোর উদ্যোগে সাজানো হয়েছে ডিপার্টমেন্টগুলো। ক্লাবগুলোর উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্প,প্রজেক্ট ফেয়ার সহ নানা আয়োজন সম্পন্ন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে টেলিকম ক্লাবের উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং। একই সাথে ইইই ক্লাবের সদস্যেদরও ভর্তিচ্ছুদের সার্বিক সহায়তা দিতে দেখা গিয়েছে। লিখিত পরীক্ষা ১২ টায় শেষ হলে এরপরই ভাইভা অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস চিফ পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।
আগামী ১২ই আগস্ট বিকেলে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে বলে ভার্সিটি সূত্রে জান গেছে, লিখিত ১০০,ভাইভা ১০ ও জিপিএ ১০, মোট ১২০ নাম্বারের ভিত্তিতে এ ফলাফল দেয়া হবে।
0 comments:
Thank you