ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে ২০ আগস্ট মানববন্ধন
শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবি চলমান আন্দোলনের চুড়ান্ত প্রস্তুতির প্রথম দাপ ঘোষণা করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীবৃন্দ।
চটগ্রামের আট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রীবৃন্দের সম্মিলিত জোট ১৫ই আগষ্ট (শনিবার) আন্দোলনের চুড়ান্ত প্রস্তুতির প্রথম দাপ ঘোষাণা
করেছে। কর্মসুচির মধ্যে রয়েছে, আগামী ২০আগষ্ট’২০১৫ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রেস ক্লাব সম্মুখে মানববন্ধন, দুপুর ১২.০০ টায় জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীবৃন্দের সম্মিলিত জোটের পক্ষ থেকে সকল ছাত্র-ছাত্রীকে
আন্দোলনে উপস্থিত থেকে অংশগ্রহণ করার আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, সরকার জাতীয় বাজেটে (২০১৫-২০১৬) বেসরকারী বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের টিউশন ফি’র উপর আরোপিত ৭.৫০% ভ্যাট প্রত্যাহারের দাবীতে সারা দেশের মত চট্টগ্রামেও আন্দোলন করে আসছে শুরু থেকে। এই আন্দোলনের ফলে প্রস্তাবিত ১০% থেকে কমিয়ে ৭.৫% নির্ধারণ করেছে। কিন্তু শিক্ষার্থীদের দাবী শিক্ষা যেহেতু মৌলিক অধিকার সেহেতু প্রস্থাবিত এই ভ্যাট অন্যায়। তাই এই ভ্যাট প্রত্যাহার করা উচিত। এবং তা পূর্নবিবেচনার জন্য এই আন্দোলন চলছে বলে একাধিক ছাত্র-ছাত্রী তাদের বক্তব্যের মাঝে ফুটে তুলেছে বিভিন্ন সময়।
এছাড়া আরো জানা যায়, এই আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, তাই সকল ছাত্র-ছাত্রীকে নির্বিগ্নে আন্দোলনে অংশগ্রহণ করার আহবান
জানান জোটের পক্ষ থেকে এবং এই আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানা গেছে।
ইভেন্ট লিংক
0 comments:
Thank you