আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

ভ্যাট প্রত্যাহার: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বছরে এক লাখ টাকা দেবে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার হতে পারে, সেক্ষেত্রে প্রত্যেক বিশ্ববিদ্যালয়বছরে সরকারকে এক লাখ টাকা করে দিতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ইউজিসির বৈঠকে এমনটাই আলোচনা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মিলনায়তনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও ভিসিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের বিষয়টি তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

তবে বিশ্ববিদ্যালয়গুলো তদারকির জন্য সব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বছরে এক লাখ টাকা করে নেয়ার বিষয়টি ইউজিসি চেয়ারম্যানকে আলোচনা করার জন্য পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। অপরদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার ক্ষেত্রে কিছুটা নমনীয় হচ্ছে সরকার। চলতি বছরের ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার সময় বেধে দেয়া থাকলেও তা এখন শিথিল করা হয়েছে। নতুন করে বলা
হয়েছে, ‘কোন বিশ্ববিদ্যালয় কোন অবস্থায় রয়েছে’ তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জানাতে হবে সরকারকে। এতে ক্যাম্পাস স্থানান্তরে আর একদফা সুযোগ পেতে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, “কোন বিশ্ববিদ্যালয় কোন পর্যায়ে আছে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জানাবেন। বিবেচনা করে ব্যবস্থা নেব।” যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনার ৭বছর পার হওয়ার পরও নিজস্ব ক্যাম্পাসে যায়নি, তাদের এ বছরের ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার সময় বেধে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ক্যাম্পাসে না গেলে সাময়িক সনদ বাতিলnএবং নতুন শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়া হয়েছিল গত বছর ২৬ জানুয়ারি জারি করা ওই নির্দেশনায়।.মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়ে মোট ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানেnউচ্চশিক্ষা কার্যক্রম চালাচ্ছে।.সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৭ বছর ধরে ক্যাম্পাস পরিচালনা করছে এমন ৫২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৭টি সম্পূর্ণভাবে নিজস্ব ক্যাম্পাসে গেছে। ২৭টি আংশিক স্থানান্তর করেছে। বাকিগুলো এখনো কোন উদ্যোগ নেয়নি।
ইউজিসির সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ভিসিরা ক্যাম্পাস স্থানান্তরের জন্য আরও সময়ের দাবি জানান। সেইসাথে বাজেটে আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের অনুরোধ করেন তারা। সবার মতামত শুনে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো। বিশ্ববিদ্যালয়গুলোর তদারকিতে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে বছরে এক লাখ করে টাকা নেয়ার বিষয়টি পর্যালোচনা করতে ইউজিসি চেয়ারম্যানকে অনুরোধ করেন তিনি।

সূত্রঃ ক্যাম্পাস লাইভ

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News