অর্থমন্ত্রীর বক্তব্যে ফুসে উঠেছে ছাত্রসমাজ
`নতুন অর্থ বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনের ওপর যে সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করা হবে না। যত আন্দোলনই হোক না কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট কমানো হচ্ছে না। তাদের আন্দোলনে আমার কোনো
সমর্থন নেই। তারা ৫০ হাজার, ৩০ হাজার টাকা বেতন দিতে পারে। আর মাত্র সাড়ে সাত শতাংশ ভ্যাট কেন দেবে না? ‘
শুক্রবার সিলেটের বাগবাড়িতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন বক্তব্যে নিয়ে ফুসে উঠেছে শিক্ষার্থী সমাজ। শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরুপ মন্তব্য করে চলছেন। তারা বলছেন, এমন কথা কোন জ্ঞানীর কথা হতে পারে না। তানভীর নামের এক শিক্ষার্থী লেখেন,
মানসিক ভারসাম্যহীনতার কোন স্তরে গেলে এমন কথা বলতে পারে তা আমার জানা নেই। অর্থমন্ত্রী মনে করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় মানেই উচ্চবিত্ত পরিবারের সন্তানের পড়াশোনার জায়গা। তিনি বিন্দুমাত্র অবগত নন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সন্তান
লেখাপড়া করেন। অথচ দিব্বি দাবি করছেন জনগণ আপনাদের সাথে রয়েছে। (খুব জানতে ইচ্ছে করছে, কোন জরিপ অথবা পরিসংখ্যানের মাধ্যমে আপনারা এ দাবি করেন?)। সরকারি কর্মকর্তা, পুলিশসহ সর্বস্তরের পেশাজীবিদের সন্তানেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। তারা মুখ না খুললেও মন থেকে বর্জন করেছে এমন অন্যায়কে। সময় থাকতেই সেই আওয়াজ শুনুন।
ওমর ফারুক নামে একজন বলেন আমাদের বাবা কোন Atm BooTh নয়।। শিক্ষার উপর থেকে ৭.৫% ভ্যাট তুলে নিন। মাননীয় অর্থমন্ত্রী আপনাকে কি দেখে মন্ত্রী বানানো হয়েছে আমি জানি নাহ। আজ আপনি বললেন আমরা যেহেতু ৩০০০০৳ -৫০০০০৳ সেমিস্টার ফি দিয়ে পরা লেখা করি তাহলে ৭.৫% ভ্যাট দিতে আমাদের সমস্যা কোথায় ? আপনি আবুল আবুলই থাকবেন। আমার বাবা মন্ত্রী না তিনি কিভাবে সেমিস্টারের টাকা দেন আমি জানি ...।
সালমান নামের একজন বলেন, জনাব মালঃ "৫০ / ৬০ হাজার টাকা বেতন দিতে পারলে ৭.৫% ভ্যাট দিতে পারবে না কেন ?????(গাদ্দারি ভঙ্গিতে) " অর্থমন্ত্রী সাহেব,আমার চলতি সেমিস্টারে মোট ফি ৫৬হাজার ৫০০টাকা। সব টাকা আমার বাবা একসাথে দিতে পারেন না,তাই প্রথম কিস্তিতে ৩০হাজার এবং বাকী টাকা ২য়
কিস্তিতে দিই। গত পরশু ২য় কিস্তির টাকা দিলাম,কিন্তু ৭ হাজার টাকা কম পাঠিয়েছিল আমার আম্মু। এর মধ্য ৫ হাজার টাকা দিলাম নিজের পকেট থেকে( ঈদের সেলামী+ ঈদের শপিং করার জন্য আম্মুর দেয়া টাকা বাচিয়ে)। বাকী ২ হাজার টাকা বকেয়া থাকল। এর মধ্যে আপনি যদি ৭% ভিক্ষার (ভ্যাট) ঝুড়ি বসান,তাহলে আমার আরো একস্ট্রা ৪হাজার টাকার বোঝা কাধে নিতে হবে। বর্তমানে বেকারদের সমাজে আমার মত একজন ছাত্রের
জন্য কাছে ভিক্ষা (কর) চাওয়ার আগে আপনার লজ্জা থাকা উচিত। সোনার বাংলায় আপনার মত রাজনীতিবিদদের এইসব কান্ড কারখানা দেখলে মাথায় বিষ উঠে যায়। জন্মের আগে যদি জানতাম যে বাংলাদেশে অনেক বড়,বড় বেজন্মার বাচ্চা আছে যারা দেশ চালায়, তাহলে মায়ের গর্ভেই মরে যেতাম।
0 comments:
Thank you