গুগল বাস আসছে চট্টগ্রামে,ফিমেল একাডেমিক বিল্ডিং এ অবস্থান
অনন্ত আকাশ,এডিটর,আইআইইউসি নিউজঃ বেশ কিছুদিন আগে গুগলের সুযোগ সুবিধা ও বিভিন্ন এপস ব্যবহারের উপর শিক্ষার্থীদের জানানোর জন্য গুগলের ভ্রাম্যমাণ গুগল বাস এর সেমিনার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব গুলো ক্যাম্পাসে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হলেও গুগলের ভ্রাম্যমাণ বাসটি আসে নি। ফলে সেমিনার উপভোগ করলেও শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছিল গুগলের এপসগুলো সরাসরি ব্যবহার শেখার সুযোগ থেকে। রাজনৈতিক অস্থিরতার কারণে সে সময় চট্টগ্রামে বাস না আসলেও এবার ভাগ্য খুলছে চট্টগ্রামের শিক্ষার্থীদের। আগামীকাল চট্টগ্রাম আসছে গুগলের দৃষ্টিনন্দন সাদা বাসটি। ঢাকা থেকে সকাল ৭টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছে গুগল বাস।
চট্টগ্রামে গুগল বাস অবস্থান করবে ১০দিন। এ ১০দিন চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজে যাবে বাসটি। আগামী সপ্তাহের কোন একটা দিন আই আই ইউ সির শিক্ষার্থীদের জন্য ক্যাম্পিং করবে গুগল বাস। উল্লেখ্য,চট্টগ্রামে যে ১০ দিন থাকবে,এ ১০ দিন রাতে গুগল বাসের অবস্থান থাকবে আই আই ইউ সির ফিমেল একাডেমিক বিল্ডিং এর নিচে আই আই ইউ সির বাস টার্মিনালে।
গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা এর চট্টগ্রামের রিজিওনাল রিপ্রেসেন্টেটিভ রাকিব হাসান,গুগল বাস বাংলাদেশ প্রজেক্ট চট্টগ্রাম এর দুজন ট্রেইনার জহির রায়হান,আবদুল্লাহ আল কায়সার এর সাথে কথা বলে জানা যায় যে আসন্ন ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে আই আই ইউ সির শিক্ষার্থীদের শিডিউল করার চেষ্টা করছেন তারা। ইউরিস পরীক্ষার মধ্যেই আই আই ইউ সিতে আসতে পারে বাস। উল্লেখ্য রাকিব হাসান, জহির রায়হান,আবদুল্লাহ আল কায়সার তিনজন ই আই আই ইউ সির যথাক্রমে সিএসই, ফার্মেসি আর বিবিএ গ্রাজুয়েট।
0 comments:
Thank you