আইআইইউসিতে ‘লিগ্যাল রিসার্চ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আইন শিক্ষার মানোন্নয়ন ও আইন শিক্ষাকে পরিপূর্ন করার লক্ষ্যে ‘আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম সম্প্র্রতি তাদের ল’ ডিপার্টমেন্টে চার বছরের অনার্স কোর্সের সিলেবাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। আর এ পরিবর্তনের অংশ হিসেবে সিলেবাসে প্রথমবারের অন্তর্ভূক্ত করা হলো ‘লিগ্যাল রিসার্স এন্ড থিসিস’। নতুন এই বিষয়টির ব্যাপারে ছাত্রদেরকে পর্যাপ্ত ধারণা দিতে আইআইইউসির কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসের ল ডিপার্টমেন্ট ছাত্রদের জন্য দুদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে।
আজ শনিবার সকাল ১০টায় ডিপার্টমেন্ট ভবনে এই কর্মশালার উদ্ভোদন করা হয়। উক্ত কর্মশালার উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির কুমিরা ক্যাম্পাস প্রধান ড. মো: দেলোয়ার হোসেন। আইন বিভাগের সিনিয়র শিক্ষক ড. বদিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালার উদ্ভোদনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন আইন বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর প্রফেসর মোরশেদ মাহমুদ খান ও ডিপার্টমেন্ট প্রধান মুহাম্মদ সাঈদুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এডভোকেট রিদোয়ান গণি,
এডভোকেট নাসির উদ্দীন, এডভোকেট কলিম উল্লাহ, এডভোকেট মহউদ্দীন মহিম, এডভোকেট ফরহাদ হোসেন প্রমুখ/// খবরঃ এড্যু নিউজের
উল্লেখ্য প্রধান বিচারপতি এস.কে সিনহার প্রবল আপত্তির মুখে আইন অনুষদ Islamic Criminal Law উঠিয়ে নিতে বাধ্য হলো। তিনি একে বিতর্কিত আইন বলেছেন। তার পরিবর্তে আইন অনুষদ "Legal Research Methodology " প্রবর্তন করে। বর্তমান ১৮ তম ব্যাচ "Workshop on Legal Research Methodology" দ্বারা তার যাত্রা শুরু করে।
0 comments:
Thank you