ফার্মাসিস্ট হিসেবে গড়ে তুলুন স্বপ্নের ক্যারিয়ার
“Study in pharmacy and fly to America’’ – এমনই একরকম স্লোগান চালু হয়ে যায় ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগ। প্রথম দিককার বেশীরভাগ ফার্মাসিস্টরাই পাড়ি জমান আমেরিকায় ও মধ্যপ্রাচ্যে। আবার কেউ কেউ কানাডা,ইউকে বা অস্ট্রেলিয়ায়। বাকীরা যারা দেশে আছেন তাদের হাত ধরেই সামনের দিকে এগুতে থাকে আমাদের ওষুধ শিল্প। যা বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে আগামী ১০ বছরের মধ্যে ওষুধ শিল্প ১ নং অবস্থানে থাকবে।
Pharmacy at IIUC: যে বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি পড়বে তার ব্যাপারে অবশ্যই জানতে হবে ভালভাবে। আইআইইউসি তে ফার্মেসি চালু হয় ২০০৬ সালে। যা পুরোপুরি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে স্বীকৃত। বিস্তারিত Bangladesh Pharmaceutical Society web (www.bps-bd.com) হতে জানতে পারবেন। সো ভয় পাবার কোনো কারণই নেই। আমাদের ভার্সিটি তে অত্যন্ত মেধাবী শিক্ষক রয়েছে যারা নিজ নিজ ক্ষেত্রে প্রশংসার দাবিদার। শুধু তাই নয় বেশিরভাগ শিক্ষক পিএইচডি হোল্ডার।
কি পডতে হবে ফার্মেসি তেঃ ফার্মেসি মুলত রসায়ন ও বায়োলজিক্যাল বেইসড সাবজেক্ট। IIUC ফার্মেসি ১৬৩ ক্রেডিট যা এই ভার্সিটি র সবচাইতে বড় ও ব্যয়বহুল সাবজেক্ট। কিছু কোর্স এর নাম বলছিঃ
1. ORGANIC CHEMISTRY
2. INORGANIC CHEMISTRY
3. PHYTOCHEMISTRY
4. PHYSICAL CHEMISTRY
5. BIOCHEMISTRY
6. MEDICINAL CHEMISTRY
7. HUMAN ANATOMY
8. HUMAN PHYSIOLOGY
9. MICROBIOLOGY
10. IMMUNOLOGY
11. CELL BIOLOGY
12. PHARMACOGNOSY
13. PHARMACOLOGY
14. PHARMACEUTICALS TECHNOLOGY
15. PHARMACOKINETICS
16. BIOPHARMACEUTICS
17. PHARMACEUTICALS ANALYSIS
18. PHARMACEUTICALS ENGINEERING
19. PHARMACEUTICALS QUALITY CONTROL
20. PHARMACEUTICALS REGULATORY AFFAIRS
21. PHARMACEUTICALS ASSURANCE
22. PHARMACEUTICALS MARKETTING & MANAGEMENT
23. COSMETOLOGY
24. TOXICOLOGY
25. HOSPITAL PHARMACY
25. CLINICAL PHARMACY
26. MATHEMATICS & BIOSTATISTICS
27. COMPUTER FUNDAMENTAL
28. RESEARCH METHODOLOGY।
উপরোক্ত বিষয় গুলোর একাধিক part রয়েছে। আমি মনে করি যারা মেডিকেলে একান্তই পড়তে চেয়েছিলেন তারাই ফার্মেসি তে আসতে পারেন। অন্যথায় সব কিছু বিষাদ মনে হবে। ডেইলি ক্লাস কঠিন বিষয় গুলোকে সহজ করে দিবে। প্রতিটি বিষয়ের সাথে রয়েছে ল্যাব। ডাক্তারি পড়তে পারেন নি তো কি হয়েছে গায়ে এপ্রোন লাগিয়ে ল্যাবে কাজ করতে হবে যা বাধ্যতামূলক। দুধের স্বাদ ঘোলে মিটাতে পারলে ক্ষতি কি।
Now come to the major point; what is the future of a pharmacist : যারা উপরের সব কিছু পড়েছে তাদের হয়তো বেশি কিছু বলতে হবে না। তাও বলছি। আমেরিকা কানাডা ইউকে অস্ট্রেলিয়া জাপান সহ ডেভেলপ কান্ট্রি তে ফার্মেসি এ গ্রেড জব। এদেশের অধিকাংশ ফার্মাসিস্ট বিদেশে পাড়ি জমায়। বাইরে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। যা বলার অপেক্ষা রাখে না। সেখানে গবেষণা থেকে ওষুধ পরিবেশন সব কিছুই ফার্মাসিস্ট গণ দ্বারাই পরিচালিত হয়। আর সেলারি অন্য অনেক প্রফেশন থেকে অনেক বেশি। বাংলাদেশে জব মুলত ওষুধ কোম্পানি গুলোতে। এদেশে জব তুলোনামূলকভাবে কম। কেননা প্রতি বছর প্রচুর গ্রেজুয়েট বের হচ্ছে। বেসরকারি থেকে বের হয়ে দ্রুত জব পেতে হলে অনেক ফ্যাক্টর কাজ করে। অনেক ভাল রেসাল্ট আর নিজেকে স্কিলফুল করে তোলা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ওয়াল্ড এর ৯৭ টি দেশে ওষুধ রপ্তানি করছে আর দিন দিন এর সংখ্যা বেড়েই চলছে। এইটা অত্যন্ত সম্ভাবনাময় আর খুশির ব্যাপার। বলা দরকার আমাদের ভার্সিটির অনেক সিনিয়র ভাই দেশের বাইরে গবেষণারত আছেন। অসংখ্য ভাই এদেশে স্বনামধন্য কোম্পানি গুলোতে অত্যন্ত সম্মানের সাথে কাজ করছেন।
অবশেষে যারা ফার্মেসি তে এডমিশন নিবে তাদের ফার্মেসি জগতে স্বাগতম। পরিশেষে একটা কথা বলে শেষ করবোঃ "A doctor saves a patient but a Pharmacist saves a nation. "
0 comments:
Thank you