আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

নবনির্মিত হলে সাইন্স ফ্যাকাল্টির শিক্ষার্থীদের অগ্রাধিকারঃ ক্যাম্পাস চীপ

ইটিই প্রতিনিধি,আই আই ইউ সি নিউজঃ বিদায় সে এক কঠিন সত্য। জীবনের প্রত্যেকটি স্তরই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী এক স্তর থেকে বিদায় নিয়ে আরেক স্তরে পদার্পণের ধারা নিয়েই জীবন। এমনই একটি ক্ষণস্থায়ী স্তর হচ্ছে শিক্ষাজীবন। এই শিক্ষাজীবনকেই কাজে লাগিয়ে চলতে হয় জীবনের বাকি স্তরগুলো।

গত ১৭ই আগস্ট আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় মিলনায়তনে  এ রকম এক গুরুত্বপূর্ণ ক্ষণস্থায়ী স্তরকে বিদায় দেয়ার জন্য সমবেত হয়েছিলেন ইটিই ডিপার্টমেন্টের ছাত্র ও শিক্ষক বৃন্দ।

ইটিই ডিপার্টমেন্টের প্রধান ইঞ্জি:আবদুল গফুর এর সভাপতিত্বে ডিপার্টমেন্টের ৫ম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি
হিসেবে ছিলেন মাননীয় ক্যাম্পাস চীপ, প্রফেসর ড. দেলোয়ার হোসেন স্যার।

প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্পাস চীপ জানান এবারের বাজেটে সাইন্স ফ্যাকাল্টির বিভিন্ন সরঞ্জামাদির জন্য প্রায় দুইকোটি টাকা, ফ্যাকাল্টির সামনের ভ্রাম্যমাণ ক্যান্টিন চালু এবং নবনির্মিত ২টি হলে সাইন্স ফ্যাকাল্টির ছাত্রদের অগ্রাধিকার দেয়া হবে।

মূলত সায়েন্স ফ্যাকাল্টির শিক্ষার্থীদের ক্লাশের প্রেসার বেশী থাকায় বিভিন্ন সময়ে তারা হলের সিট বন্টনে তাদের অগ্রাধিকার দেয়া কথা বারবার বলে আসছিল। এছাড়া তাদের ল্যাবের সুবিধা বৃদ্ধি করা,ভাল প্রফেসর নিয়োগ দেয়া,আই ই বির সদস্য পদ দাবী নিয়েও বিভিন্ন সময়ে কর্মসূচী পালন করে আসছিল। ক্যাম্পাস চীপের এ বক্তব্য অনেক শিক্ষার্থীদের মনে আশা জাগালেও তাদের দাবী, এর সঠিক বাস্তবায়ন।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News