আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

সম্পর্ক বেঁচে থাকুক হাজার বছর……..

জোফর চীন থেকে এসেছে ৷ সাদা চামড়ার এক সুদর্শন যুবক ৷ সে একা নয় তার সাথে বেশ কয়েকজন আই আই ইউ সি তে ৷
প্রিন্স সূদুর নেপাল থেকে , সেও একা নয় ৷ শ্রীলংকা থেকে তামিল ভাষাভাষী বেশ কয়েকজনের অদ্ভুত ভাষা যে শুনবে সেই থ হয়ে তাকিয়ে থাকবে ,, খান্ডু , পান্ডু , নান্ডু , টান্ডু ,,,,,, এটা কোন ভাষা হল !!!!!!!


কলকাতা থেকে এই ভার্সিটিতে পড়তে এসেছেন তিনি ভারতে এত এত বিশ্ববিদ্যালয়কে পছন্দ করেন না ৷ আই আই ইউ সি কে অসম্ভব শ্রদ্ধা করেন ৷ সোমালিয়া থেকে রোগা হ্যাংলা মোহম্মদ এসেছেন ৷ অমায়িক ব্যবহার , দেখলেই ছোট বড় সবাইকে আগে সালাম দিবেনই ৷ সেও একা নয় ৷ দুর্ভিক্ষ পীড়িত সংঘাতে পরিপূর্ন সেই সোমালিয়াকে তিনি পছন্দ করেন না, বাংলাদেশকে ভালবাসেন শুধু এই আই আই ইউ সি নামক বাগানের কারনে ৷

টেকনাফ থেকে তেতুলিয়া , রূপসা থেকে পাথুরিয়ার অসংখ্য স্টুডেন্ট আজ মিলিত এই সবুজের নীড়ে ৷
ক্যাম্পাস চীপ স্যারের রুমে বসে আছি ৷ এক ছাত্র ভাই সাইকেল থামিয়ে রুমে ডুকলেন ৷ হাতে একটা আবেদন পত্র ৷ ট্রান্সপোর্ট ফি মওকূপের আবেদন ৷ উনি ট্রান্সপোর্ট ব্যবহার করেন না ৷ উনি সাইকেলে করে লজিং থেকে ক্যাম্পাসে আসেন ৷ চীপ স্যারের রুম থেকে বের হয়ে হাটছি ,,,,,, আরেক ছাত্রভাই তার প্রাইভেট কারে বন্ধুদের নিয়ে উঠলেন ৷ ক্লাস শেষে বাসায় যেতে তিনি গাড়ি স্টার্ট দিলেন ৷

বিচিত্র পৃথিবীর নানান প্রান্তের নানান শ্রেনীর মানুষদের নিয়ে মেলা বসেছে এই ক্যাম্পাসে ৷ সবাই একটা সনদ নিয়ে আবার নিজের নীড়ে ফিরে যাবে ৷ বন্ধুত্ব অপরিচিতজনদের সাথেই হয় ৷ সবাইকে এক সূতায় বেধে টান দিচ্ছে এই প্রতিষ্ঠান ৷ প্রিয় ক্যাম্পাস এগিয়ে যাক ৷ বেঁচে থাকুক হাজার বছর ,,,,,,,,,,,,,,,,
 

1 comment:

Thank you

Copyright © Fri3nClay IIUC News