ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষার ওপর সাড়ে ৭শতাংশ ভ্যাট প্রত্যাহার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়নের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘নো ভ্যাট অন অ্যাডুকেশন’ নামক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি সংগঠন। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা এ স্মারকলিপি প্রদান করে।
২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষার উপর আরোপ করা সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা, এতে প্রেসক্লাবের আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্মারকলিপি প্রদানের পাঁচ দিনের মধ্যে সঙ্কট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আন্দোলনের মুখপাত্র আজিজুর রহমান খান বলেন, “শিক্ষাকে পণ্য হিসাবে বিবেচনা করে এর উপর চাল-ডাল-তেলের মতো ভ্যাট আরোপ করা হয়েছে। এটা কোনোভাবে হতে দেওয়া যায় না।”বশিক্ষায় অগ্রগতির ক্ষেত্রে সরকারের সাফল্যের ধারাবাহিকতার সঙ্গে মূসক আরোপকে সাংঘর্ষিক দাবি করে
সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। বাঁধার মুখে পড়লে শিক্ষার্থী ফারহান হাবিবের
নেতৃত্বে সালাউদ্দিন নিপু ও ফজলে খান বঙ্গভবনে স্বারক লিপি জমা দেন।
এমন একসময় ছিলো যখন সব ধরনের শিক্ষা দীক্ষা সম্পূর্ন ফ্রি ছিলো ৷ জানি সে সুসময় আর আসবেনা, কিন্তু শিক্ষাকে এখন যে হারে পন্যদ্রব্যের ন্যায় ব্যবহার করা হচ্ছে তার প্রধান ভূক্তভোগী হচ্ছে প্রাইভেট মেডিকলে বা বিশ্ববিদ্যালয় ৷ এত প্রতিবাদ আন্দোলনেও কি অথরিটির টনক নড়বেনা ?
ReplyDeleteGov't should take this topic seriusly and should ensure the oppurtunity of students...
ReplyDelete