আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

ভ্যাট বাতিলের দাবিতে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বেতনের ওপর ধার্যকৃত সাড়ে ৭ শতাংশ ভ্যাট বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করেছে চট্টগ্রামে অবস্থিত সকল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ‘NO VAT ON EDUCATION’, ‘এক দফা এক দাবি, ভ্যাট প্রত্যাহার কর করতে হবে’, ‘শিক্ষা ব্যবসা নয়, জাতির মেরুদণ্ড’, ‘আমরা ছাত্র, টাকার গাছ না’, ‘আমার বাবা এটিএম বুথ না’, ‘শিক্ষা কোন পণ্য না, শিক্ষা অধিকার’, ‘শিক্ষা নিয়ে বানিজ্য বন্ধ কর, করতে হবে’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, শিক্ষা ব্যবসা করে না’, ‘আমরা ছাত্র, পণ্য সামগ্রী না’, ‘শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে’, ‘অবিলম্বে ভ্যাট প্রত্যাহার কর’, ‘প্রয়োজন সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা’ সম্বলিত প্ল্যাকার্ড ছিল।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ৭.৫ শতাংশ হারে কর আরোপ করে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে অনিশ্চয়তার মধ্য দিয়ে ঠেলে দিয়েছে। হাতে গোণা কিছু উচ্চবিত্ত এবং ধনী পরিবার ছাড়া অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবকদেরই পরিবারের ব্যয় কমিয়ে বিশ্ববিদ্যালয়ের বেতন পরিশোধ করতে হয়। অনেকে টিউশন ও খণ্ডকালীন চাকরি করে লেখাপড়ার খরচ বহন করে। শিক্ষা ব্যয় কমাতে সরকারের উচিৎ ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যাতে বেতন ও ভর্তি ফি কম নেয় সে ব্যবস্থা করা এবং ভতূর্কীর ব্যবস্থা করা। কিন্তু সরকার সেই কাজ না করে উল্টো ভ্যাটের খড়গ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়েছে। তারা বলেন, এ আন্দোলন সরকার বিরোধী কোন স্বার্থ হাসিলের আন্দোলন নয়, শিক্ষার্থীদের অধীকার আদায়ের আন্দোলন। শিক্ষার্থীরা বলেন, ‘দেশে যথেষ্ট পরিমাণ পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ সৃষ্টি করতে না পারা রাষ্ট্রের চরম ব্যর্থতা। সরকার যেখানে ব্যর্থ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানে সফল। এ জন্য সরকার শিক্ষার ওপর ৭.৫ শতাংশ ভ্যাট ধার্য করছে। এ পদক্ষেপ দেশকে মেধাশূণ্য করার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। সরকার যে এর মাধ্যমে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখেনা।’ শিক্ষার্থীরা অবিলম্বে ভ্যাট প্রত্যাহার করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী শিমুল গুপ্ত, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জয়ন্ত, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. রায়হান, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
বিভাগের শিক্ষার্থী আলী নুর সিদ্দিকসহ আরো অনেকে।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News