আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

ই-লার্নিং ই আগামীর ভবিষ্যৎ

প্রতিযোগিতার এ যুগে যোগ্যতা, মেধা আর জ্ঞানের কোন বিকল্প নেই। জ্ঞান অর্জনের ও নিজের দক্ষতা বাড়ানোর জন্য অনলাইন/ ই-লার্নিং হচ্ছে অন্যতম আধুনিক মাধ্যম। আমাদের স্বপ্ন থাকে কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, এম আই টি, ক্যালিফর্নিয়া ইউনিভার্সিটি থেকে একটা ডিগ্রি নেয়ার। আমাদের এ সপ্নগুলকে বাস্তব করেছে ই-লার্নিং মাধ্যম গুলো, হাজার হাজার ডলার নয় মাত্র শত ডলারে। কয়েক হাজার অনলাইন কোর্স অফার করা হয় এসব ই-লার্নিং ওয়েব সাইট গুলোতে, সব বিষয়ের ওপর কোর্স আছে, যেমন বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, সোশ্যাল সাইন্স, বিজনেস, পাবলিক স্পিকিং ও প্রোগ্রামিং ইতাদি। এ কোর্স গুলো হয়ে থাকে নাম করা বেশ কয়েকটি ইউনিভার্সিটির বেবস্থাপনায়। যে কোন জায়গা থেকে কোর্স গুলো করা যায়। শিক্ষা দেওয়া থেকে শুরু করে পরীক্ষা সব কিছুই অনলাইনে হয়, তাই আমাদের আমেরিকা যাওয়ার ভিসার ঝামেলাও নাই। এ সার্টিফিকেট গুলো পারে আপনার ক্যারিয়ার বদলে দিতে।
অনলাইন কোর্স করতে ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কোর্সভেদে সময় লাগবে চার থেকে ১২ সপ্তাহ। প্রস্তুতিনিতে সবচেয়ে কার্যকর ভিডিও টিউটরিয়াল। ইউটিউব ছাড়াও বিভিন্ন ডিসকাশন গ্রুপে প্রচুর টিউটরিয়াল পাওয়া যাবে। প্রস্তুতি শেষে নির্ধারিত সময়ে অনলাইনে পরীক্ষা দিতে হয়। অনলাইনে কোর্সগুলো করতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। কোর্সগুলো বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত। অনলাইন কোর্সের রেজিস্ট্রেশনের জন্য কোনো চার্জ নেই। কোর্স শেষে ফলাফল ও সনদপত্র ই-মেইলে পাঠানো হয়। ফেসবুকে 10 Minute School ও Education for everyone in Bangladesh এই ঠিকানায় অনলাইনে পড়াশোনা বিষয়ে নানা পরামর্শ পাওয়া যাবে।
অনলাইনে কোর্সের বিভিন্ন ওয়েবসাইট
.
www.coursera.org
www.edx.org
www.udacity.org
www.udemy.org
www.futurelearn.org
www.khanacademy.org
http://www.w3schools.com
বাংলা ওয়েবসাইট সমূহ 
www.dimikcomputing.com
www.shikkhok.com
http://10minuteschool.com
.
এই কোর্স গুলো কতখানি সহায়ক হবে জেনে নেয়া যাকঃ
সার্টিফিকেট দেখাতে পারবেন। সাব্জেক্ট সম্পর্কে বিশেষ ভাবে জানলে তা দিয়ে প্রফেসরকে কনভিন্স করতে পারবেন, যা কিনা ফাণ্ড পেতে সাহায্য করবে। তাদের পড়াশোনার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন, আমাদের দেশের পড়াশোনার সাথে পার্থক্য ধরতে পারবেন এবং সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে
পারবেন। এর বাইরেও পারবেন সময়ের সদ্ব্যবহার করতে, আপনার সহপাঠীরা অনার্স শেষ করার আগেই আপনার ঝুড়িতে থাকছে সার্টিফিকেট ও বিশেষ জ্ঞান।
সর্বপরি এটা শুধু তাদের পছন্দের বিষয়ে পড়ার সুযোগই দেবে না, পেশাজীবনের জন্যও দক্ষ করে তুলবে। আপনি যখন আপনার সিভিতে এই স্বীকৃতি গুলোর কথা লিখছেন, তা বাড়তি সুবিধা দেবে বৈ কি! তাহলে আর দেরী কেন আজই শুরু করে দিন অনলাইন/ ই-লার্নিং মাধ্যমে নিজেকে গড়ার কাজ।
.
ইকবাল তুহিন

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News