আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ইউসুফ স্যারের বিদায়

তৌফিক মল্লিক, প্রতিনিধি,আইআইইউইউসি নিউজঃ কেউ আসে ক্যারিয়ার গড়তে আবার কেউ বা চলে যায় ক্যারিয়ার গড়তে। ঠিক তেমনি ক্যারিয়ার গড়তে ইবি ডিপার্টমেন্ট থেকে চলে গেলেন মোঃইউসুফ স্যার।

১৩ মাস আগে চবি থেকে মাস্টার্স পরিক্ষা দিয়েই ইবিতে জয়েন্ট করেন এই তরুণ শিক্ষক।
ইবি ফ্যামিলিতে যুক্ত হতে না হতেই স্যার সুপরিচিত এবং প্রিয় হয়ে উঠে সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক- শিক্ষিকার নিকট।

ইতিমধ্যে স্যারের মাস্টার্স  পরিক্ষার রেজাল্ট পাবলিশ্ড হলে জানা যায় স্যার চবির অর্থনীতি বিভাগের ইতিহাসের সবচেয়ে বেশী রেজাল্টধারী হিসেবে খাতায় নাম লেখায়। স্যারের অন্তর্ভুক্তি যেমন সবাইকে আনন্দ দিয়েছে যাবার মুহুর্তে তেমনি বেদনা দিয়েছে।

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলোজি তে স্যার আগামীকাল থেকে স্যার ক্লাস নিবে।  স্যারের বিদায় কে স্মরণীয় করে রাখতে ডিপার্টমেন্টের পক্ষ থেকে গতকাল দুপুর ২:০০ টায় সেন্ট্রাল অডিটোরিয়ামে  আয়োজন করা হয় এক বিদায় অনুষ্ঠানের।

স্যারের ব্যাপারে অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে ফিমেল সেকসনের কোর্ডিনেটর "শামিমা ননাসরিন ইমু "ম্যাম  বলেন আমরা এমন এক  ছোট ভাইকে হারিয়েছি যার সাথে আমরা সবসময় দুষ্টমি করে থাকতাম এবং সসব শেয়ার করতাম আজ থেকে এসব মিস করবো।

ছাত্রদের পক্ষ থেকে  অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে ছাত্ররা বলেন আমরা স্যারকে পেয়েছি একাধারে ভালো ছাত্র হিসেবে ভালো বন্ধু হিসেবে ভালো বড় ভাই হিসেবে ভালো শিক্ষক হিসেবে।

সর্বশেষ ইউসুফ স্যার নিজের কথা বলতে এসে আবেগ আপ্লুত হয়ে যায়, নিরব হয়ে যায় পুরো হল রুম। স্যার বলেন ভার্সিটির বড় ভাই ও বোন দের এখানে নিজের কলিগ হিসেবে পেয়ে মনে হয়েছে আমি চবিতেই এসেছি।।

সর্বপরি সবাই স্যারের উজ্জল ভবিষ্যৎ এবং ভালো একটি ক্যারিয়ার গঠন যেনো করতে পারে সেই দোয়া করে রিফ্রেশমেন্ট মেন্টের মাধ্যমে  অনুষ্ঠান শেষ করে।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News