শেষ হল ঘটনাবহুল স্প্রিং ১৬ সেমিস্টার
আই আই ইউ সি নিউজ ডেস্ক,চট্টগ্রামঃ অবশেষে নানা ঘটনা আর নাটকিয়তার অবসান ঘটিয়ে শেষ হতে চলেছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের স্প্রিং ২০১৬ সেমিস্টার। একাডেমিক ক্যালেন্ডার অনুসারে আজ ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে সেমিস্টার ব্রেকের ছুটি। ১০ থেকে ১৩ তারিখ আশুরা, দূর্গাপূজা ও একদিন সংরক্ষিত ছুটির পাশাপাশি শুক্রবার সাপ্তাহিক ছুটি। সে হিসেবে ১৫ অক্টোবর শনিবার থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু হবে। ২০ অক্টোবর বৃহস্পতিবার নতুন ছাত্রছাত্রীদের ওরেন্টেশন প্রোগ্রাম হবে অডিটোরিয়ামে। ২২ অক্টোবর শনিবার থেকে ক্লাস শুরু হবে সব ডিপার্টমেন্টের। তবে যতটুকু জানা গেছে, এবারও চলমান নিয়মে ছেলে ৩দিন ও মেয়ে ৩ দিন ক্লাস হবে।
.
পরীক্ষা শেষ হওয়ায় এবং লম্বা ছুটি পেয়ে ইতিমধ্যে ক্যাম্পাসের আবাসিক হল গুলো খালি হয়ে গেছে । শিক্ষার্থীরা ইতিমধ্যে গ্রামে নিজ বাড়ির উদ্দ্যেশ্যে চলে গেছে। মূলত সেমিস্টার জুড়ে পরীক্ষা, ক্লাস,ল্যাব ইত্যাদি চাপে জর্জরিত শিক্ষার্থীরা বছরের এ সময়টার জন্য অপেক্ষায় থাকে।
.
৬ মাসে সেমিস্টার শেষ হওয়ার কথা থাকলেও রেডমার্কের আন্দোলন, ক্যাম্পাস শিফটিং এর পাশাপাশি ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়ে সেমিস্টারেরর দৈর্ঘ্য এসে দাড়ায় ৮ মাসে । তবে সবচেয়ে আনন্দের সংবাদ হল এ সেমিস্টারেই ইউ সি জির সে রেড মার্ক উঠে যায়। সে সাথে সবাই এক ক্যাম্পাসে ক্লাস, ট্রান্সপোর্ট ব্যবস্থায় উন্নয়ন সহ বেশি কিছু ইতিবাচক দিক ছিল চলতি সেমিস্টারে । আসন্ন অটাম ২০১৬ সেমিস্টারে এ ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা সমস্যা হবে না এবং যথা সমসে সেমিস্টার শেষ হবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
0 comments:
Thank you