দেশী বিদেশী গবেষকদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত আই আই ইউ সি
ইবনে বতুতা, স্টাফ রিপোর্টার,আই ইউ সি নিউজঃ রাত পোহালেই আগামীকাল সকালে দেশের অন্যতম দৃষ্টিনন্দন ও স্বনামধন্য শিক্ষা নিকেতন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী ১০ম আন্তর্জাতিক কনফারেন্স ICISET 2016।
.
কনফারেন্স উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাজ সাজ রব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি"
আগামিকাল থেকে শুরু হতে যাওয়া "ইনোভেশন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি " শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সকে ঘিরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করা হয়েছে ব্যাপক আলোকসজ্জা, যা রাতের
ক্যাম্পাসের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে
দিয়েছে।এছাড়াও উদ্ভোধনী অনুষ্ঠান ও বিভিন্ন
সেশনের ভেন্যুসমূহে শেষ মূহূর্তের সাজসজ্জার
প্রস্তুতি চলছে।
.
আয়োজকদের সাথে কথা বলে জানা যায়,
কনফারেন্সের সকল প্রকার প্রস্তুতি প্রায় সম্পন্ন
হয়েছে। রাত পোহালেই দেশ-বিদেশের অসংখ্য অতিথি,গবেষক ও প্রফেসরদের বরণ করে নিতে প্রস্তুত আইআইইউসি।
.
এই প্রোগ্রামকে সফল করতে নিরলসভাবে কাজ
করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের
কর্মকর্তা,কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও
ভলান্টিয়াররা।
.
উল্লেখ্য দেশের ও দেশের বাইরের প্রায় ১৮ টি দেশের ৭৮ টি বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রফেসর গণ উপস্থিত থাকবেন আগামীকাল শুরু হতে যাওয়া এ কনফারেন্সে।
0 comments:
Thank you