আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

দেশী বিদেশী গবেষকদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত আই আই ইউ সি

ইবনে বতুতা, স্টাফ রিপোর্টার,আই ইউ সি নিউজঃ রাত পোহালেই আগামীকাল সকালে দেশের অন্যতম দৃষ্টিনন্দন ও স্বনামধন্য শিক্ষা নিকেতন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী ১০ম আন্তর্জাতিক কনফারেন্স  ICISET 2016। 
.
কনফারেন্স উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাজ সাজ রব, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি"
আগামিকাল থেকে শুরু হতে যাওয়া "ইনোভেশন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি " শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সকে ঘিরে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে করা হয়েছে ব্যাপক আলোকসজ্জা, যা রাতের
ক্যাম্পাসের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে
দিয়েছে।এছাড়াও উদ্ভোধনী অনুষ্ঠান ও বিভিন্ন
সেশনের ভেন্যুসমূহে শেষ মূহূর্তের সাজসজ্জার
প্রস্তুতি চলছে।
.
আয়োজকদের সাথে কথা বলে জানা যায়,
কনফারেন্সের সকল প্রকার প্রস্তুতি প্রায় সম্পন্ন
হয়েছে। রাত পোহালেই দেশ-বিদেশের অসংখ্য অতিথি,গবেষক ও প্রফেসরদের বরণ করে নিতে প্রস্তুত আইআইইউসি।
.
এই প্রোগ্রামকে সফল করতে নিরলসভাবে কাজ
করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের
কর্মকর্তা,কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও
ভলান্টিয়াররা।
.
উল্লেখ্য দেশের ও দেশের বাইরের প্রায় ১৮ টি দেশের ৭৮ টি বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রফেসর গণ উপস্থিত থাকবেন আগামীকাল শুরু হতে যাওয়া এ কনফারেন্সে।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News