ICISET কনফারেন্সের প্রথম দিনে ৩৫ টি পেপার উপস্থাপিত
অনন্ত আকাশ, এডিটর, আই ইউ সি নিউজঃ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসে সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি কতৃক আয়োজিত ২দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের ১ম দিনে মোট ৩৫ টি রিসার্স পেপার উপস্থাপিত হয়েছে। মোট ৭ টি ট্যাকনিকেল সেশনে প্রতিটিতে ৫ টি করে মোট ৩৫ টি রিসার্স পেপার উপস্থাপন করেন দেশ বিদেশ থেকে আগত গবেষকবৃন্দ। এছাড়া একটি প্লেনারি সেশন ও ২ জন কী নোট স্পীকারের প্রেজেন্টেশন নিয়ে আরো ৩ টি সেশন হয়।
.
দিনশেষে সন্ধ্যা ৬ টা থেকে ৭.৩০ টা পর্যন্ত সেন্ট্রাল অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের কনফারেন্স শেষ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সামাজিক মাধ্যমে লাইভ প্রচার করে iuc news.
.
এছাড়া IEEE কতৃক আজ প্রজেক্ট প্রদর্শনী ও প্রোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগীতার আয়োজন করা হয়।আই আই ইউ সি ছাড়াও বুয়েট, চুয়েটের সহ বাইরের বিভিন্ন ভার্সিটি থেকে প্রতিযোগীরা এতে অংশ নেয়। আগামীকাল ফলাফল ঘোষনা করা হবে।
.
উল্লেখ্য রেজিস্ট্রেশন ছাড়াও যে কেউ চাইলে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
0 comments:
Thank you