বই পরিচিতি
বই পরিচিতিঃ০৩
বিভাগঃ মুক্তিযুদ্ধ
বইঃ মুক্তিযুদ্ধের স্মরনীয় ঘটনা
বইটি অনেক তথ্যবহুল তাই, না? বইটি যদি আপনি পড়ে থাকেন তবে উত্তরটা হ্যাবোধকই হবে। মুক্তিযুদ্ধের সময়কার এগারোজন কমান্ডারদের ও তাদের অনুপস্হিতিতে যারা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তাদের বক্তব্য নিয়ে বইটি সম্পাদনা করেছেন বিশিষ্ট সাহিত্যিক #শাহরিয়ার কবীর, গ্রন্থনায় ছিলেন #আশরাফ কায়সার। মাওলা ব্রাদার্স প্রকাশিত বইটিতে স্হান পেয়েছেন কমান্ডারদের মুখে মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক স্মরনীয় ঘটনাবলি।
এই বইতে সম্পাদক মোট তের জন কমান্ডার ও ভারপ্রাপ্ত কমান্ডারের বক্তব্য তুলে ধরেছেন।মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মোট সেক্টর কমান্ডার ছিলেন ১৬ জন তাদের মধ্যে বইটি প্রকাশ করার সময়ে (১৯৯২) জীবিত ছিলেন মাত্র আটজন, এখানে ঐ আটজনের সরাসরি বক্তব্য তুলে ধরা হয়েছে এবং যেই পাচজন মৃত তাদের যাদের বিভিন্ন সাক্ষাৎকার তৎকালীন সময়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়েছিল সেগুলোই এখানকার মুল আলোচ্য বিষয়।
"দুইটা বিপরীতমুখী কথা থেকে সঠিকটা বের করতে হলে আমাদের যে বিষয়গুলো খেয়াল করতে হবে তা হচ্ছেঃ
একঃ কোন ভাষ্যটি আগে প্রকাশিত হয়েছিল,
দুইঃ প্রকাশিত হওয়ার পর তার(প্রথম ভাষ্যটির) কোন প্রতিবাদ হয়েছিল কিনা । উত্তর যদি না বোধক হয়ে থাকে তবে দ্বিতীয় বক্তব্যটি ভ্রান্ত "
বইটি পড়তে পড়তে একটা সময় গিয়ে আপনি দেখবেন যে একই সেক্টরের দুইজন কমান্ডার দুইরকম বক্তব্য দিচ্ছেন এই ঘেরাকল থেকে মুক্তি পাওয়ার জন্যই সম্পাদক তার পাঠকদের এই পথ বাতলে দিয়েছেন। পড়ার সময় এই ব্যাপারটা তাই মাথায় রাখবেন।
বইটি নিঃসন্দেহে অনেক তথ্যবহুল, এই বইটি পড়ার পর আপনি কিছুটা হলেও মুক্তিযুদ্ধের সীমানা সম্পর্কে ধারনা পাবেন যা আপনাকে পরবর্তীতে ব্যাপক সহযোগিতা করতে পারে। বা বইটি পড়ার কারনে যুদ্ধের ইতিহাস সম্পর্কিত কিছু স্বাভাবিক প্রশ্নের সহজ উত্তর পাওয়া যাবে।
বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স ১৯৯২ সালে প্রথমবার অতঃপর ২০১৪ সালে তারা তাদের দ্বিতীয় সংস্করনটি বাজারে ছাড়েন। যার দাম নির্ধারন করা হয়েছে -
১৫০টাকা (একশত পঞ্চাশ টাকা) মাত্র।
প্রাপ্তিস্হানঃ বইটি বিশ্বসাহিত্য কেন্দের ভ্রাম্যমান লাইব্রেরী,
ঢাকার মাওলা লাইব্রেরী ও চট্টগ্রামের আজাদ লাইব্রেরীতেও বইটি পাওয়া যাচ্ছে।
.
লিখেছেনঃSayem Mahmud (DELL,5th,IIUC)
0 comments:
Thank you