আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

১ লক্ষ ভিজিটরের মাইলফলক স্পর্শ আই আই ইউ সি নিউজের

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ ১লক্ষ ভিজিটরের মাইলফলক স্পর্শ করল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ক্যাম্পাসের প্রথম অনলাইন নিউজ পোর্টাল আই আই ইউ সি নিউজ। আজ ভোরে এ মাইলফলক স্পর্শ করে ক্যাম্পাসের মুখপাত্র হিসেবে পরিচিত এ নিউজ পোর্টালটি।
.
প্রতিষ্ঠার দেড় বছরে দৈনন্দিন জীবনে ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা,অনুষ্ঠান, খবরা খবর সহ আই আই ইউ সিয়ানদের দাবীদাওয়া ও সমস্যার কথা তুলে ধরে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করে যাচ্ছে পোর্টালটি। সে সাথে আই আই ইউ সির গৌরব, ঐতিহ্য তুলে ধরে বাইরের অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে জবাব দিয়েছে আই আই ইউ সি নিউজ।বর্তমানে প্রতিদিন গড়ে ৩ হাজার ভিজিটর সাইটটি ভিজিট করছেন।
.
এক দল আই আই ইউ সিয়ান বিনা স্বার্থে কাজ করে যাচ্ছে এর পেছনে। ওয়েবের ডিজাইন থেকে শুরু করে সবকিছুই করেছে আমাদের এসব ভাইয়েরা। খুব শীঘ্রই আরো বড় পরিসরে কাজ শুরু করবে আই আই ইউ সি নিউজ, এমনটা জানিয়েছেন বার্তা প্রধান আতিক হোসেন। শিক্ষার্থী ভাইবোনদের প্রয়োজন লাগবে এমন কিছু পরিকল্পনাও তারা হাতে নিয়েছেন। সকলের সার্বিক সহযোগীতা ও সমর্থন পেলে এসব পরিকল্পনা শীঘ্রই তারা বাস্তবায়ন করবেন।
.
ডিজিটাল বাংলাদেশ এর ভিশন বাস্তবায়নে ক্যাম্পাস ও শিক্ষাবিষয়ক এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসারর দাবীদার বলে বিভিন্ন সময়ে সমর্থন জানিয়ে আই আই ইউ সি নিউজকে মেইল করেছেন প্রাক্তন আই আই ইউ সিয়ান সহ সম্মানিত শিক্ষকরা। যেকোনো বিষয়ে মতামত, পরামর্শ ও অভিযোগ,তথ্য কিংবা নিজের কোন প্রতিবেদন পাঠাতে পারেন ইমেইল কিংবা আমাদের সহযোগী পেইজে।

ইমেইলঃ iiucnewsinfo@gmail.com
পেইজঃ এখানে ক্লিক করুন

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News