আমাদের কথা

IIUC News আই আই ইউ সি ক্যাম্পাসের প্রথম ও সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল। প্রতিদিন ৩ হাজারের ও বেশী ভিজিটর ভিজিট করছেন আই আই ইউ সিয়ানদের এ সাইট।

ব্রেকিং নিউজ

★যারা স্পেশাল পরীক্ষার জন্যে আবেদন করেছেন তাদের মধ্যে নির্বাচিতদের পরীক্ষা আগামী 9 তারিখ বেলা 10 টায় হবে .★অটাম 2016 এর অরিয়েন্টেশন প্রোগ্রাম (ছাত্রী-ছাত্র) 20 এ অক্টোবর হবে।এবং আগামী 03 নভেম্বর তারিখ আবার ভর্তি পরীক্ষা হবে। ফরম নেওয়ার শেষ সময় 01.11.2016 তারিখ। }

বিশেষ বিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউ জি সি) এর নির্দেশনা মোতাবেক আই আই ইউ সি অথরিটি বিশ্ববিদ্যালয়ের সকল একডেমিক কার্যক্রম সীতাকুন্ডের কুমিরায় আই আই ইউ সির নিজস্ব ক্যাম্পাসে শুরু করেছে। বাইরে আই আই ইউ সির আর কোন আউটার ক্যাম্পাস নাই। সরকারের এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা ও মোবারকবাদ

আড়ং এ নিয়োগ

Aarong is one of the largest social enterprises of BRAC established in 1978 as retail chain. Aarong invites

applications for the following position:

Position Name: General Manager, Retail.

Responsibilities:
To create an enjoyable customer experience which exceeds customery standards and services levels in the
country. Formulate and direct retails strategy to drive the business growth. Responsible for day to day management of outlets.
Coordinate and liaison with all support functions with the business to deliver operational excellence. Maintain excellent standards and organizational values in all areas of outlet operational activity to achieve core objectives of Aarong being a socially responsible organization. To install new items and features to increase the aesthetics and functioning of the outlets.
Manage new outlet opening programs e.g location selection, negotiation, lease contract, interior lay out,
construction supervision, entire project management to

Required Qualification, experience and Others:
Post graduate degree / MBA major in Management / HR from any reputed university. 3rd division/Class/

CGPA 2.0 in other academic examinations will not be considered.
8-10 years experience in retail outlet operations with 4 years experience in similar position by managing
multiple/ chain outlet operations.
In-depth knowledge on retail business operations.

Proven ability to lead and manage individuals and teams. An in-depth understanding of retail inventory management , people management and customer satisfaction management . Excellent written and oral communication skills.

Compensation: Highly competitive salary will be given.

Travel: Flexible to visit outlets/ locations ( inside and outside of Dhaka) as and when required.

Job Location: Head Office.

If you feel you are the right match to above mentioned position , please send your CV along with a letter
of interest outlining your vision for the role to Human Resource Division, Aarong, Aarong Centre, 346,
Tejgoan (I/A), Dhaka-1208 or apply electronically to career.aarong@brac.net writing “ Application for the
GM, Retail” at the subject line. Envelope should be marked at the top for the position applied. Application
will be received till September 10, 2015. Only short listed candidates will be contacted.

Job Posting Date : 28/08/2015.

Advertise sourcing: Prothom Alo

0 comments:

Thank you

বাংলাদেশঃ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক- মহাসড়কই সবচেয়ে নিম্নমানের।

বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস রিপোর্ট-২০১৫ অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের সড়ক- মহাসড়কই সবচেয়ে নিম্নমানের। এশিয়ার সড়ক অবকাঠামো সূচকে বাংলাদেশের স্কোর ২ দশমিক ৯, যা এ অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন। অপরিকল্পিত সড়ক-মহাসড়কই দুর্ঘটনাসহ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। বুয়েটের অধ্যাপক মুনাজ আহমেদ নূর বলেন, সর্বশেষ ঢাকা-চট্টগ্রাম চার লেন করার সময়েও ধীরগতির যানবাহনের জন্য সাবওয়ে রাখার কথা ভাবা হয়নি। এটাই প্রমাণ করে_ সড়ক-মহাসড়ক অবকাঠামো নির্মাণে পরিকল্পনা সঠিকভাবে হচ্ছে না।

বিশ্বের ঝুঁকিপূর্ণ মহাসড়কগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশের ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন মহাসড়ক। ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চেয়ে কম গাড়ি চলাচল করলেও এই মহাসড়কে যুক্তরাজ্যের সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ মহাসড়কের চেয়ে ১০ গুণ বেশি দুর্ঘটনা ঘটছে। বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস প্রতিবেদন-২০১৫ থেকে জানা গেছে, সড়ক অবকাঠামোর মানের দিক থেকে এশিয়ার সব দেশগুলোর নিচে বাংলাদেশের অবস্থান। বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশ আছে ১০৯তম স্থানে। সড়ক অবকাঠামো সূচকে ১০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ২ দশমিক ৯, ভারতের ৩ দশমিক ৮, চীনের ৪ দশমিক ৬, কম্বোডিয়ার ৩ দশমিক ৪, পাকিস্তানের ৩ দশমিক ৮। এ ছাড়া শ্রীলঙ্কার স্কোর ৫ দশমিক ১ ও থাইল্যান্ডের ৪ দশমিক ৫।

দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বা সাসেক রোড করিডরের তিনটি রুট গেছে বাংলাদেশের ভেতর দিয়ে। রুট তিনটির দৈর্ঘ্য এক হাজার ৪৮১ কিলোমিটার। সওজের সমীক্ষা অনুযায়ী, এর মধ্যে এক হাজার ৩১৮ কিলোমিটার বা ৮৯ শতাংশই নিম্নমানের।

গত বছর প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির কারিগরি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সওজ অধিদপ্তরের মহাসড়কের ৭৩ শতাংশই মানহীন। আন্তর্জাতিক সড়ক সমীক্ষা কর্মসূচির আওতায় প্রত্যক্ষ জরিপে উঠে এসেছে এই চিত্র। আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে মানের ক্রমানুসারে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করে প্রতিবেদনে বলা হয়েছে, মহাসড়কের ৪৫ শতাংশ পঞ্চম ক্যাটাগরির। এসব মহাসড়ক কালো তালিকাভুক্ত। কোনো হিসাবেই এগুলো মহাসড়কের মধ্যে পড়ে না। চতুর্থ ক্যাটাগরিতে আছে ২৮ শতাংশ। এগুলো লাল তালিকাভুক্ত। মানদণ্ডের খুব কম বৈশিষ্ট্য আছে এগুলোয়। এই ৭৩ শতাংশ সড়ক-মহাসড়কই মানহীন। বাকি ২৬ শতাংশ মাঝারি মানের উল্লেখ করে অন্তর্ভুক্ত করা হয়েছে কমলা তালিকায়। মোটামুটি আদর্শ মানের মহাসড়ক মাত্র ১ শতাংশ উল্লেখ করে হলুদ তালিকাভুক্ত করা হয়েছে। তবে আন্তর্জাতিক মানদণ্ডে আদর্শ মহাসড়ক পাঁচ তারকা বা সবুজ তালিকাভুক্ত। এ হিসাবে দেশে আন্তর্জাতিক মানের আদর্শ সড়ক-মহাসড়ক নেই। একই প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৮৭ শতাংশই নিম্নমানের। এর মধ্যে ৭২ শতাংশ কালো তালিকাভুক্ত। ঢাকা-সিলেট মহাসড়কের ৪৪ শতাংশ, জয়দেবপুর-জামালপুর মহাসড়কের ৬০ শতাংশ, জয়দেবপুর-টাঙ্গাইল- এলেঙ্গার ৫৭ শতাংশ, ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের ৭৬ শতাংশ, কাশিনাথপুর- রাজশাহী মহাসড়কের ৮১ শতাংশ, দৌলতদিয়া-মংলা মহাসড়কের ৭৫ শতাংশ ও ঢাকা-পটুয়াখালী মহাসড়কের ৮২ শতাংশ নিম্নমানের।

দেশের ৯৬ শতাংশ মহাসড়ক দুই লেনের। এগুলোয় সড়ক বিভাজক নেই। তবে ৭৭ শতাংশ মহাসড়কে বিভাজক চিহ্ন আছে। আর ১ শতাংশ মহাসড়কের দুই পাশে নিরাপত্তামূলক বেষ্টনী রয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন- ইউএন- এসকাপ এশীয় মহাসড়কভুক্ত ৩২টি দেশের বর্তমান সড়কচিত্র বিষয়ে গত ১৯ মে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে এশীয় মহাসড়কের জন্য চিহ্নিত এক হাজার ৭৬০ কিলোমিটারের মধ্যে মাত্র ৩১১ কিলোমিটার প্রথম শ্রেণির। ৭২ কিলোমিটার চার লেন। ৮৯ শতাংশ বা এক হাজার ৫৫৩ কিলোমিটার দুই লেনের ও দ্বিতীয় শ্রেণির। বাকি ১১৬ কিলোমিটার তৃতীয় শ্রেণির বা তারও নিচের। এসব সড়কে ১৫ টন ওজনের বেশি পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারবে না। জয়দেবপুর থেকেনঢাকা হয়ে কাঁচপুর পর্যন্ত ৪২ কিলোমিটার প্রথম শ্রেণির সড়ক আছে। তবে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত অংশটি তৃতীয় শ্রেণি বা তারও নিচে। বাকি অংশ দ্বিতীয় শ্রেণির।

এশীয় মহাসড়কভুক্ত দেশগুলোর মধ্যে শক্ত সড়ক কাঠামো আছে চীন, জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও মালয়েশিয়ায়। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড মহাসড়ক উন্নয়নে আগে থেকেই প্রকল্প নিচ্ছে। ভারতে ছয় লেনের এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। বাংলাদেশে তা হয়নি। জানা গেছে, এশীয় মহাসড়কে অযান্ত্রিক ও ধীরগতির যানবাহন চলাচল করে না। এগুলো চলাচলের জন্য মূল মহাসড়কের পাশে সার্ভিস লেন থাকে। বাংলাদেশে এ ধরনের ব্যবস্থা আছে একমাত্র বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে। এশীয় মহাসড়কে থাকে নিরাপত্তামূলক সীমানাপ্রাচীর। গাড়ির গতি থাকে ১২০ কিলোমিটার। প্রতিটি মহাসড়ককে হতে হয় কমপক্ষে চার লেনের। এগুলোয় কোনো মোড় থাকে না। বাংলাদেশে এ ধরনের মহাসড়ক খুব কম।

দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সরকার গত ২২ জুলাই থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছে। এ ছাড়া অন্যান্য নিষিদ্ধ গাড়ি চলাচলও করতে পারবে না। অথচ ধীরগতির যানবাহন চলাচলের জন্য মহাসড়কে আলাদা লেন বা বিকল্প সড়ক থাকলে তা নিষিদ্ধ করতে হতো না। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়াও বিভিন্ন মহাসড়কে বিজ্ঞানসম্মত নকশা, নির্মাণশৈলী, নির্মাণ উপকরণে পরিবর্তন এনে আদর্শ মহাসড়ক তৈরি করানহচ্ছে। আমাদের দেশে বর্ষায় জলাবদ্ধতার কারণে পিচ নষ্ট হয়ে যায়। এ কারণে মহাসড়কের বাজার এলাকাগুলো কয়েক বছর ধরে কংক্রিটের মাধ্যমে তৈরি করা হচ্ছে।

তথ্য সূত্রঃ বিভিন্ন জাতীয় দৈনিক।

0 comments:

Thank you

তুরস্কগামী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইআইইউসি ভিসি প্রফেসর ড. আজহার

" বিদেশে ভাল ফলাফলের লক্ষ্যেই অধ্যয়ন করতে হবে যাতে দেশের আরও ছাত্রের বৃত্তি পাওয়ার পথ সুগম হয়"। তুরস্কগামী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আইআইইউসি ভিসি প্রফেসর ড. আজহার। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম বলেছেন বিদেশে ভাল ফলাফলের লক্ষ্যেই অধ্যয়ন করতে হবে যাতে দেশের আরও ছাত্রের বৃত্তি পাওয়ার পথ সুগম হয়। 
গত ২৩ আগস্ট রবিবার সকালে আইআইইউসি’র স্টাফ ডেভেলপমেন্ট এন্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন (এসডিএসডব্লিউডি) আয়োজিত আইআইইউসি’র তুরস্কগামী ছাত্রদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম এ অভিমত ব্যক্ত করেন। আইআইইউসি’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে এ আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিস্ট্রার স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম এবং কুর’আনিক সায়েন্স বিভাগের প্রধান ড. রশীদ জাহিদ এবং আইআইইউসি’র তুরস্কগামী ছাত্র মাহমুদুল হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন এসডিএসডব্লিউডি’র উপ পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান।

উল্লেখ্য তুরস্কের সরকারী বুর্সলারী বৃত্তি নিয়ে আইআইইউসি’র পাঁচজন ছাত্রের দু’জন মাস্টার্সএবং তিনজন পিএইচডি ডিগ্রী অর্জনের লক্ষ্যে তুরস্ক গমন করছে। এরা হলেন ১। আসম মাহমুদুল হাসান (law) ২। আতাউল্লাহ খালেদ(QSIS) ৩।আফজালুর রহমান(BBA) ৪। শাফাআতুজ্জামান(QSIS) ৫। মোঃ ত্বোহা(QSIS)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে.এম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশের ছেলে-মেয়েরা বিদেশে অধ্যয়ন করা মানে এক একজন এক একটি পতাকা বহন করা। পতাকার তথা দেশের এই সম্মান রক্ষা করার উপর তিনি গুরুত্বারোপ করেন। তুরস্কগামী ছাত্ররা আইআইইউসি’র সুনাম বৃদ্ধিতে ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্টার স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম বলেছেন,তোমরাই এদেশের পতাকা বহন করবে,তাই সতর্ক থাকবে৷ সভাপতির বক্তব্যে ক্যাম্পাস চীপ ড. দেলোয়ার হোসেন বলেছেন,বিদেশে তোমরা এমন কোন কাজ করবে না যাতে দেশের সুনাম ক্ষুন্ন হয়। অনুষ্ঠানে তুরস্ক গামী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেয়া হয়।

0 comments:

Thank you

আবুল খায়ের স্টীলে নিয়োগ

Post Name: Sr. Manager /Manager ,Assistant Manager ,Sr.Engineer ,Technical Management, Trinee,Chemist,Officer/ Supervisor ,Shift In-Charge ,Desk Control Operators ,Foreman,

Organization Name: Abul Khair Steel Melting Ltd

Number of job vacancies:

Type of Jobs: Full Time

Job category: Company Jobs

Job Level: Entry / Mid / Top Level

Job description / Responsibilities:

Educational Requirements :Masters / Engineer Degree any discipline from reputed University .

Experience Requirements: Experience in related field

Additional Job Requirements:
♣ Excellent communication skills both in English and Bangla.
♣Advance computer knowledge in MS Word, Excel & Power Point including excellent typing skills both in English and Bangla.
♣Should be a team player

Other Benefits: AS Per Company Police

Salary: Not Mention

Jobs Location: Chittagong

Age limit for jobs: Highest 30-40 years

Job Posting Date: 23/08/2015

Jobs Deadline: 03/09/2015

Application Fee-Tk.00

Employee Identify No:

Jobs Source: Daily Prothom -Alo

Address : Human Resource Division, Abul Khair Group D.T Road, Pahartoli, Chittagong, Bangladesh.

Email Address : opportunity@abulkhairgroup.com

Website Address: www.abulkhairgroup.com

0 comments:

Thank you

ফার্মাসিস্ট হিসেবে গড়ে তুলুন স্বপ্নের ক্যারিয়ার

“Study in pharmacy and fly to America’’ – এমনই একরকম স্লোগান চালু হয়ে যায় ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগ। প্রথম দিককার বেশীরভাগ ফার্মাসিস্টরাই পাড়ি জমান আমেরিকায় ও মধ্যপ্রাচ্যে। আবার কেউ কেউ কানাডা,ইউকে বা অস্ট্রেলিয়ায়। বাকীরা যারা দেশে আছেন তাদের হাত ধরেই সামনের দিকে এগুতে থাকে আমাদের ওষুধ শিল্প। যা বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে। সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে আগামী ১০ বছরের মধ্যে ওষুধ শিল্প ১ নং অবস্থানে থাকবে।

Pharmacy at IIUC: যে বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি পড়বে তার ব্যাপারে অবশ্যই জানতে হবে ভালভাবে। আইআইইউসি তে ফার্মেসি চালু হয় ২০০৬ সালে। যা পুরোপুরি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে স্বীকৃত। বিস্তারিত Bangladesh Pharmaceutical Society web (www.bps-bd.com) হতে জানতে পারবেন। সো ভয় পাবার কোনো কারণই নেই। আমাদের ভার্সিটি তে অত্যন্ত মেধাবী শিক্ষক রয়েছে যারা নিজ নিজ ক্ষেত্রে প্রশংসার দাবিদার। শুধু তাই নয় বেশিরভাগ শিক্ষক পিএইচডি হোল্ডার।

কি পডতে হবে ফার্মেসি তেঃ ফার্মেসি মুলত রসায়ন ও বায়োলজিক্যাল বেইসড সাবজেক্ট। IIUC ফার্মেসি ১৬৩ ক্রেডিট যা এই ভার্সিটি র সবচাইতে বড় ও ব্যয়বহুল সাবজেক্ট। কিছু কোর্স এর নাম বলছিঃ

1. ORGANIC CHEMISTRY
2. INORGANIC CHEMISTRY
3. PHYTOCHEMISTRY
4. PHYSICAL CHEMISTRY
5. BIOCHEMISTRY
6. MEDICINAL CHEMISTRY
7. HUMAN ANATOMY
8. HUMAN PHYSIOLOGY
9. MICROBIOLOGY
10. IMMUNOLOGY
11. CELL BIOLOGY
12. PHARMACOGNOSY
13. PHARMACOLOGY
14. PHARMACEUTICALS TECHNOLOGY
15. PHARMACOKINETICS
16. BIOPHARMACEUTICS
17. PHARMACEUTICALS ANALYSIS
18. PHARMACEUTICALS ENGINEERING
19. PHARMACEUTICALS QUALITY CONTROL
20. PHARMACEUTICALS REGULATORY AFFAIRS
21. PHARMACEUTICALS ASSURANCE
22. PHARMACEUTICALS MARKETTING & MANAGEMENT
23. COSMETOLOGY
24. TOXICOLOGY
25. HOSPITAL PHARMACY
25. CLINICAL PHARMACY
26. MATHEMATICS & BIOSTATISTICS
27. COMPUTER FUNDAMENTAL
28. RESEARCH METHODOLOGY।

উপরোক্ত বিষয় গুলোর একাধিক part রয়েছে। আমি মনে করি যারা মেডিকেলে একান্তই পড়তে চেয়েছিলেন তারাই ফার্মেসি তে আসতে পারেন। অন্যথায় সব কিছু বিষাদ মনে হবে। ডেইলি ক্লাস কঠিন বিষয় গুলোকে সহজ করে দিবে। প্রতিটি বিষয়ের সাথে রয়েছে ল্যাব। ডাক্তারি পড়তে পারেন নি তো কি হয়েছে গায়ে এপ্রোন লাগিয়ে ল্যাবে কাজ করতে হবে যা বাধ্যতামূলক। দুধের স্বাদ ঘোলে মিটাতে পারলে ক্ষতি কি।

Now come to the major point; what is the future of a pharmacist : যারা উপরের সব কিছু পড়েছে তাদের হয়তো বেশি কিছু বলতে হবে না। তাও বলছি। আমেরিকা কানাডা ইউকে অস্ট্রেলিয়া জাপান সহ ডেভেলপ কান্ট্রি তে ফার্মেসি এ গ্রেড জব। এদেশের অধিকাংশ ফার্মাসিস্ট বিদেশে পাড়ি জমায়। বাইরে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। যা বলার অপেক্ষা রাখে না। সেখানে গবেষণা থেকে ওষুধ পরিবেশন সব কিছুই ফার্মাসিস্ট গণ দ্বারাই পরিচালিত হয়। আর সেলারি অন্য অনেক প্রফেশন থেকে অনেক বেশি। বাংলাদেশে জব মুলত ওষুধ কোম্পানি গুলোতে। এদেশে জব তুলোনামূলকভাবে কম। কেননা প্রতি বছর প্রচুর গ্রেজুয়েট বের হচ্ছে। বেসরকারি থেকে বের হয়ে দ্রুত জব পেতে হলে অনেক ফ্যাক্টর কাজ করে। অনেক ভাল রেসাল্ট আর নিজেকে স্কিলফুল করে তোলা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ওয়াল্ড এর ৯৭ টি দেশে ওষুধ রপ্তানি করছে আর দিন দিন এর সংখ্যা বেড়েই চলছে। এইটা অত্যন্ত সম্ভাবনাময় আর খুশির ব্যাপার। বলা দরকার আমাদের ভার্সিটির অনেক সিনিয়র ভাই দেশের বাইরে গবেষণারত আছেন। অসংখ্য ভাই এদেশে স্বনামধন্য কোম্পানি গুলোতে অত্যন্ত সম্মানের সাথে কাজ করছেন।

অবশেষে যারা ফার্মেসি তে এডমিশন নিবে তাদের ফার্মেসি জগতে স্বাগতম। পরিশেষে একটা কথা বলে শেষ করবোঃ "A doctor saves a patient but a Pharmacist saves a nation. "

লিখাঃ Tawhid Khan Akib

0 comments:

Thank you

আগামীকাল শুরু হচ্ছে স্প্রিং ২০১৫ সেমিস্টার ফাইনাল

আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অনার্স স্প্রিং ২০১৫ সেমিস্টারের সেমিস্টার ফাইনাল পরীক্ষা।  বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে এক সাথে শুরু হবে পরীক্ষা।  আই আই ইউ সির রীতি অনুসারে শুরুতেই থাকছে CENURC এর অধীনে বিশ্ববিদ্যালয় রিকোয়ারমেন্ট কোর্স (URC) সমূহের পরীক্ষা।  ২টি সেশনে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২.৩০টা ও দুপুর ২টা  থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত পরীক্ষা চলবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের অফিসে প্রবেশ পত্র পাওয়া যাচ্ছে। 
পরীক্ষা উপলক্ষ্যে বাসের সিডিউল ও পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সিডিউলের জন্য ক্লিক করুন এখানে

0 comments:

Thank you

জীবনীঃ প্রফেসর ডঃ আব্দুল্লাহ ওমর নেসেফঃ মাননীয় চেয়ারম্যান,আই ইউ সি টি ট্রাস্ট

অধ্যাপক ডঃ আব্দুল্লাহ ওমর নেসেফ, মাননীয় চেয়ারম্যান, ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্ট।  সাবেক ডেপুটি স্পিকার, মজলিস-সূরা শূরা (সৌদি জাতীয় সংসদ)। অধ্যাপক ডঃ আব্দুল্লাহ ওমর নেসেফ একজন সৌদি রসায়নবিদ এবং ভূবিজ্ঞানী। যুক্তরাজ্যের  লিডস বিশ্ববিদ্যালয় থেকে Ph.D ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক, এবং হিসাবে কাজ করছেন।  তিনি ১৯৫৬ সালে সৌদি আরব বয়েজ স্কাউট এ যোগ দেন এবং বর্তমামে এসোসিয়েশন এর প্রধান স্কাউট হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া তিনি বিশ্ব মুসলিম কংগ্রেসের চেয়ারম্যান, সাম আল-নুর ট্রাস্টের প্রতিষ্ঠাতা বোর্ডের চেয়ারম্যান এবং  মুসলিম ওয়ার্ল্ড লীগের সাবেক সাধারণ সম্পাদক।

১৯৮৩ সালে তিনি বিশ্বের স্কাউটিং ও জনসেবার মনোবৃত্তি ব্যতিক্রমী সেবা জন্য বিশ্ব স্কাউট কমিটি কতৃক ব্রোঞ্জ উলফ পদে ভূষিত হন।  প্রকৃতপক্ষে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর এ পর্যন্ত উন্নয়ন সম্ভব হত না যদি দেশ-বিদেশের মাননীয় পৃষ্ঠপোষকদের, বিশেষ করে মহামান্য অধ্যাপক ড আব্দুল্লাহ ওমর নেসেফের গভীর ও আন্তরিক সমর্থন না পেত।

তথ্য সূত্রঃ উইকিপিডিয়া ও  অফিসিয়াল ওয়েব সাইট,আই আই ইউ সি।
অনুবাদকঃ অনন্ত আকাশ,এডিটর,আই আই ইউ সি নিউজ।

2 comments:

Thank you

গুগল বাস আসছে চট্টগ্রামে,ফিমেল একাডেমিক বিল্ডিং এ অবস্থান

অনন্ত আকাশ,এডিটর,আইআইইউসি নিউজঃ বেশ কিছুদিন আগে গুগলের সুযোগ সুবিধা ও বিভিন্ন এপস ব্যবহারের উপর শিক্ষার্থীদের জানানোর জন্য গুগলের ভ্রাম্যমাণ গুগল বাস এর সেমিনার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব গুলো ক্যাম্পাসে পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হলেও গুগলের ভ্রাম্যমাণ বাসটি আসে নি। ফলে সেমিনার উপভোগ করলেও শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছিল গুগলের এপসগুলো সরাসরি ব্যবহার শেখার সুযোগ থেকে। রাজনৈতিক অস্থিরতার কারণে সে সময় চট্টগ্রামে বাস না আসলেও এবার ভাগ্য খুলছে চট্টগ্রামের শিক্ষার্থীদের। আগামীকাল  চট্টগ্রাম আসছে গুগলের দৃষ্টিনন্দন সাদা বাসটি। ঢাকা থেকে সকাল ৭টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছে গুগল বাস।

চট্টগ্রামে গুগল বাস অবস্থান করবে ১০দিন। এ ১০দিন চট্টগ্রামের বিভিন্ন স্কুল কলেজে যাবে বাসটি। আগামী সপ্তাহের কোন একটা দিন আই আই ইউ সির শিক্ষার্থীদের জন্য ক্যাম্পিং করবে গুগল বাস।  উল্লেখ্য,চট্টগ্রামে যে ১০ দিন থাকবে,এ ১০ দিন রাতে গুগল বাসের অবস্থান থাকবে আই আই ইউ সির ফিমেল একাডেমিক বিল্ডিং এর নিচে আই আই ইউ সির বাস টার্মিনালে।

গুগল ডেভলাপার গ্রুপ ঢাকা এর চট্টগ্রামের রিজিওনাল রিপ্রেসেন্টেটিভ রাকিব হাসান,গুগল বাস বাংলাদেশ প্রজেক্ট চট্টগ্রাম এর দুজন ট্রেইনার জহির রায়হান,আবদুল্লাহ আল কায়সার এর সাথে কথা বলে জানা যায় যে আসন্ন ফাইনাল পরীক্ষার কথা মাথায় রেখে আই আই ইউ সির শিক্ষার্থীদের শিডিউল করার চেষ্টা করছেন তারা। ইউরিস পরীক্ষার মধ্যেই আই আই ইউ সিতে আসতে পারে বাস। উল্লেখ্য রাকিব হাসান, জহির রায়হান,আবদুল্লাহ আল কায়সার তিনজন ই আই আই ইউ সির যথাক্রমে সিএসই, ফার্মেসি আর বিবিএ গ্রাজুয়েট। 

0 comments:

Thank you

আই আই ইউ সিতে বিদেশী শিক্ষার্থী

রিপোর্টার:: অনন্ত আকাশ, প্রতিনিধি, আই আই ইউ সি নিউজঃ  উচ্চশিক্ষার জন্য এদেশে আসা শিক্ষার্থীরা প্রধানত ৩০টি দেশ থেকে আসে। দেশগুলো হলো: কানাডা, চীন, জর্ডান, অস্ট্রেলিয়া, মালি, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ফিলিস্তিন, আরব আমিরাত, আমেরিকা, কোরিয়া, ইরান, সোমালিয়া, ইথিওপিয়া, ইয়েমেন, আফগানিস্তান, উগান্ডা, জাম্বিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নাইজেরিয়া, কেনিয়া, লাইবেরিয়া, বৃটেন, ভিয়েতনাম, জাপান ও মালয়েশিয়া। ইউজিসি’র বিদেশী শিক্ষার্থী ভর্তি শাখার একজন কর্মকর্তা জানান, বিদেশী শিক্ষার্থী ভর্তির মধ্য দিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের মানের বিষয়টি প্রকাশ পায়। আমরা বরাবরই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশী শিক্ষার্থী ভর্তির বিষয়টিকে উৎসাহিত করে থাকি। বিশ্ববিদ্যালয়গুলো যত বেশি বিদেশী শিক্ষার্থী ভর্তি করতে পারবে তত বেশি তারা প্রতিযোগিতায় আসতে সক্ষম হবে। সুযোগ-সুবিধা বাড়ালে বাংলাদেশী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আরও বেশি পরিমাণে বিদেশী শিক্ষার্থীকে এদেশে আনতে সক্ষম হবে বলেও মত দেন তিনি।

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অফিসিয়াল সূত্রে জানা গেছে এ পর্যন্ত প্রায় ৩০০র বেশী বিদেশী ছাত্রকে  আকৃষ্ট করতে সফল হয়েছে আই আই ইউ সি। ভারত, নেপাল, শ্রীলংকা, চীন, সোমালিয়া, মালদ্বীপ, নাইজেরিয়া, ইথিওপিয়া এবং সুদান থেকে শিক্ষার্থীরা আসে  IIUC তে পড়াশোনা করতে। 

ইউ জি সির রিপোর্ট মতে বিদেশী শিক্ষার্থী পড়ে এমন প্রতিষ্ঠানের মধ্যে বর্তমানে বাংলাদেশে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় বৃহত্তম স্থানে আছে আই আই ইউ সি।  বর্তমানে IIUC এর মোট ছাত্র জনসংখ্যার মাত্র ২% বিদেশ থেকে হয়।  এ সংখ্যা ৫% এ উন্নীত করতে নিরলস কাজ করছে ভার্সিটি কতৃপক্ষ। 

1 comments:

Thank you

ভ্যাট বাতিলের দাবিতে চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বেতনের ওপর ধার্যকৃত সাড়ে ৭ শতাংশ ভ্যাট বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করেছে চট্টগ্রামে অবস্থিত সকল বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের হাতে ‘NO VAT ON EDUCATION’, ‘এক দফা এক দাবি, ভ্যাট প্রত্যাহার কর করতে হবে’, ‘শিক্ষা ব্যবসা নয়, জাতির মেরুদণ্ড’, ‘আমরা ছাত্র, টাকার গাছ না’, ‘আমার বাবা এটিএম বুথ না’, ‘শিক্ষা কোন পণ্য না, শিক্ষা অধিকার’, ‘শিক্ষা নিয়ে বানিজ্য বন্ধ কর, করতে হবে’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, শিক্ষা ব্যবসা করে না’, ‘আমরা ছাত্র, পণ্য সামগ্রী না’, ‘শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে’, ‘অবিলম্বে ভ্যাট প্রত্যাহার কর’, ‘প্রয়োজন সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করতে না পারা রাষ্ট্রের ব্যর্থতা’ সম্বলিত প্ল্যাকার্ড ছিল।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ৭.৫ শতাংশ হারে কর আরোপ করে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে অনিশ্চয়তার মধ্য দিয়ে ঠেলে দিয়েছে। হাতে গোণা কিছু উচ্চবিত্ত এবং ধনী পরিবার ছাড়া অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবকদেরই পরিবারের ব্যয় কমিয়ে বিশ্ববিদ্যালয়ের বেতন পরিশোধ করতে হয়। অনেকে টিউশন ও খণ্ডকালীন চাকরি করে লেখাপড়ার খরচ বহন করে। শিক্ষা ব্যয় কমাতে সরকারের উচিৎ ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যাতে বেতন ও ভর্তি ফি কম নেয় সে ব্যবস্থা করা এবং ভতূর্কীর ব্যবস্থা করা। কিন্তু সরকার সেই কাজ না করে উল্টো ভ্যাটের খড়গ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়েছে। তারা বলেন, এ আন্দোলন সরকার বিরোধী কোন স্বার্থ হাসিলের আন্দোলন নয়, শিক্ষার্থীদের অধীকার আদায়ের আন্দোলন। শিক্ষার্থীরা বলেন, ‘দেশে যথেষ্ট পরিমাণ পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজ সৃষ্টি করতে না পারা রাষ্ট্রের চরম ব্যর্থতা। সরকার যেখানে ব্যর্থ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখানে সফল। এ জন্য সরকার শিক্ষার ওপর ৭.৫ শতাংশ ভ্যাট ধার্য করছে। এ পদক্ষেপ দেশকে মেধাশূণ্য করার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। সরকার যে এর মাধ্যমে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে তা আর বলার অপেক্ষা রাখেনা।’ শিক্ষার্থীরা অবিলম্বে ভ্যাট প্রত্যাহার করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী শিমুল গুপ্ত, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জয়ন্ত, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. রায়হান, পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
বিভাগের শিক্ষার্থী আলী নুর সিদ্দিকসহ আরো অনেকে।

0 comments:

Thank you

জাতীয় শোক দিবস উদযাপন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর যাদুময় নেতৃত্ব জাতিকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার আইআইইউসি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেন এ কথা বলেন। আইআইইউসি’র ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন আইআইইউসি’র রেজিস্ট্রার ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লীডার
(অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম। এ আয়োজনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউআরসি পরিচালক ড. বি এম মফিজুর রহমান, পিপিডি’র ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন হোসাইন এবং.এসডিএসডব্লিউডি’র উপ-পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান। স্বাগতঃ বক্তব্য রাখেন স্টুডেণ্ট এ্যাফেয়ার্স ডিভিশনের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ দেলাওয়ার হোসেন বলেন, এ দেশের স্বাধীনতা অর্জনের জন্য প্রথমেই এবং বারবার যে নামটি উচ্চারিত হবে তা হল বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তাঁর অতুলনীয় রাজনৈতিক প্রজ্ঞা ছিল বলে তিনি উল্লেখ করেন। বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি’র রেজিস্ট্রার বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লীডার (অবঃ) মুহাম্মদ নূরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দাসত্ব থেকে মুক্ত.হয়েছিলাম। মুক্তিযোদ্ধা এবং বিমান বাহিনীর কর্মকর্তা হিসাবে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার কিছু টুকরো স্মৃতি আলোকপাত করে তিনি বলেন, বঙ্গবন্ধু অনেক বড় হৃদয়ের মানুষ
ছিলেন। সভাপতির বক্তব্যে ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেনnএকটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পরও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিভেদের রাজনীতি করেন.নি। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তিনি কোন নির্দিষ্ট দলের নেতা নন,.তিনি জাতির নেতা। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

(মোসতাক খন্দকার)
সহকারী পচিালক, জনসংযোগ
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম

0 comments:

Thank you

শেষ হল মেয়েদের ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ফিমেল ক্যাম্পাস প্রতিনিধি,আই আই ইউ সি নিউজঃফিমেল একাডেমিক বিল্ডিং এ আজ অনুষ্ঠিত হল মেয়েদের ইনডোর গেমস, রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মান্যবর ভিসি প্রফেসর ড.এ কে এম আজহারুল ইসলাম।STAD এর ডিরেক্টর চৌধুরী গোলাম মাওলার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিমেল ক্যাম্পাস ইনচার্জ ড. মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আজাহার বলেন,পড়াশোনার পাশাপাশি ব্যাক্তিগত দক্ষতা ও মানসিক বিকাশের জন্য কো ক্যারিকুলাম একটিভিটির কোন শেষ নেই। তিনি STAD আয়োজিত এ অনুষ্ঠানের প্রশংসা করেন এবং বিজয়ীদের অভিনন্দন জানান।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। ইনডোর গেমসের লুডু,ক্যারাম,টেবিল টেনিস,টার্গেট হিটিং এবং রমজানে রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উল্লেখ্য গত ১০আগস্ট ফিমেল ক্যাম্পাসের ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্ভোদন করেন ফিমেল ক্যাম্পাসের সম্মানিত ক্যাম্পাস ইনচার্জ ড. মাহবুবুর রহমান ও STAD এর সম্মানিত ডেপুটি ডিরেক্টর জনাব মামুনুর রশীদ

0 comments:

Thank you

নবনির্মিত হলে সাইন্স ফ্যাকাল্টির শিক্ষার্থীদের অগ্রাধিকারঃ ক্যাম্পাস চীপ

ইটিই প্রতিনিধি,আই আই ইউ সি নিউজঃ বিদায় সে এক কঠিন সত্য। জীবনের প্রত্যেকটি স্তরই ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী এক স্তর থেকে বিদায় নিয়ে আরেক স্তরে পদার্পণের ধারা নিয়েই জীবন। এমনই একটি ক্ষণস্থায়ী স্তর হচ্ছে শিক্ষাজীবন। এই শিক্ষাজীবনকেই কাজে লাগিয়ে চলতে হয় জীবনের বাকি স্তরগুলো।

গত ১৭ই আগস্ট আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় মিলনায়তনে  এ রকম এক গুরুত্বপূর্ণ ক্ষণস্থায়ী স্তরকে বিদায় দেয়ার জন্য সমবেত হয়েছিলেন ইটিই ডিপার্টমেন্টের ছাত্র ও শিক্ষক বৃন্দ।

ইটিই ডিপার্টমেন্টের প্রধান ইঞ্জি:আবদুল গফুর এর সভাপতিত্বে ডিপার্টমেন্টের ৫ম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি
হিসেবে ছিলেন মাননীয় ক্যাম্পাস চীপ, প্রফেসর ড. দেলোয়ার হোসেন স্যার।

প্রধান অতিথির বক্তব্যে ক্যাম্পাস চীপ জানান এবারের বাজেটে সাইন্স ফ্যাকাল্টির বিভিন্ন সরঞ্জামাদির জন্য প্রায় দুইকোটি টাকা, ফ্যাকাল্টির সামনের ভ্রাম্যমাণ ক্যান্টিন চালু এবং নবনির্মিত ২টি হলে সাইন্স ফ্যাকাল্টির ছাত্রদের অগ্রাধিকার দেয়া হবে।

মূলত সায়েন্স ফ্যাকাল্টির শিক্ষার্থীদের ক্লাশের প্রেসার বেশী থাকায় বিভিন্ন সময়ে তারা হলের সিট বন্টনে তাদের অগ্রাধিকার দেয়া কথা বারবার বলে আসছিল। এছাড়া তাদের ল্যাবের সুবিধা বৃদ্ধি করা,ভাল প্রফেসর নিয়োগ দেয়া,আই ই বির সদস্য পদ দাবী নিয়েও বিভিন্ন সময়ে কর্মসূচী পালন করে আসছিল। ক্যাম্পাস চীপের এ বক্তব্য অনেক শিক্ষার্থীদের মনে আশা জাগালেও তাদের দাবী, এর সঠিক বাস্তবায়ন।

0 comments:

Thank you

Copyright © Fri3nClay IIUC News